দুঃখ ঐসব হতভাগাদের জন্য।

লিখেছেন লিখেছেন মৃনাল হাসান ০২ সেপ্টেম্বর, ২০১৩, ১০:০২:৩০ রাত

চট্টগ্রাম শহরে উন্নয়নের মহোতসব চলছে। শহরের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে, চার রঙ্গের পোস্টার, তাতে প্রধানমন্ত্রী এবং সিডিএ এর চেয়ারম্যানের ছবি। মুলতঃ এই দুইজন চট্টগ্রামকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছে। অনেকগুলি উন্নয়ন কাজ শেষ হয়েছে, কিছু চলছে, কিছু হবে। ফ্লাইওভার, রাস্তা সংস্কার, ড্রেইনেজ ইত্যাদির বিবরন আছে পোষ্টারে।আশা করি বৃষ্টি হলে রাস্তায় আর নৌকা চলবেনা। চট্টগ্রামে একজন নির্বাচিত মেয়র, অনেক ওয়ার্ড কাউন্সিলর রয়েছে। এদের নেতৃত্বে না হয়ে উন্নয়ন হয়েছে একজন অনির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে!কারন, মেয়র বিরোধীদলের লোক। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে নির্বাচিত মেয়র, কাউন্সিলরদের দরকার নেই, অনির্বাচিত হলেই যথেষ্ট। তবুও ভাল, যদি সত্যিই এই উন্নয়নকাজগুলো হয়ে থাকে। তবে আমরা জানি, বহদ্দারহাট উড়ালসেতুও এই উন্নয়ন মহোতসবের একটা অংশ। গতবছর নির্মানাধীন বহদ্দারহাট উড়ালসেতুর গার্ডার ভেঙ্গে ১৯ জন মানুষ নিহত হয়েছে। কতটা অবহেলা আর কতটা নিম্নমানের নির্মানসামগ্রি হলে এরকম ঘটনা ঘটতে পারে তা সহজেই অনুমেয়। তাজরিন ফ্যাশন ও রানা প্লাজার দুর্ঘটনার নিচে চাপা পরে গেছে উড়ালসেতুর ট্রাজেডির ঘটনা। আজ পর্যন্তও এই দুর্ঘটনার কোন কারন জানা যায়নি, দোষীরা বিচারের সম্মুখীন হয়েছে বলে আমাদের জানা নেই।

যাই হোক, উন্নয়ন যদি হয়েই থাকে, তাহলে ভাল। তবে দুঃখ ঐসব হতভাগাদের জন্য যারা এই উন্নয়নের মহোতসবের ধ্বংসস্তুপের নিচে জীবন দিয়েছে, তারা এই উন্নয়ন দেখে যেতে পারলনা। উন্নয়নের মহা উতসব যে কি জিনিস তা হাড়ে হাড়ে টের পাচ্ছে তাদের এতিম সন্তানেরা। উন্নয়ন মহাউতসবের টেন্ডার সন্ত্রাসে ছাত্রলীগ –যুবলীগের ক্রস ফায়ারে নিহত শিশুর দুঃখিনি মা ভালভাবেই বোঝেন আওয়ামীলীগের উন্নয়ন মহাউতসব কি!

বিষয়: বিবিধ

১০৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File