একজন অধ্যাপকের অবজারভেশন।
লিখেছেন লিখেছেন মৃনাল হাসান ৩০ আগস্ট, ২০১৩, ১১:৫৪:৪০ সকাল
ইস্ট ইন্ডিয়া কোম্পানী ষড়যন্ত্র করে এদেশ অবৈধ ভাবে দখল করেছিল। মীরজাফর, জগতশেঠ, রায় দুর্লভ, ইয়ার লতিফ প্রভৃতি কুলাঙ্গারদের সাথে ষড়যন্ত্র করে ধুর্ত লর্ড ক্লাইভ বাংলার দেশপ্রেমিক নবাব সিরাজুদ্দৌলার সাথে যুদ্ধের অভিনয় করে বাংলার জনগণকে কোম্পানির গোলামে পরিনত করেছিল।ইস্ট ইন্ডিয়া কোম্পানীর অত্যাচারে সবাই অতিষ্ঠ ছিল। কোম্পানীর ক্ষমতাদখলের ৫ বছরের মাথায় ১৭৬৪ সালে মীর কাসিম, যে ছিল ১৭৫৭ সালের ষড়যন্ত্রের একজন সহযোগী, ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানীর লুটপাটের কারনে ১১৭৬ বঙ্গাব্দে সারা বাংলায় চরম দুর্ভিক্ষ দেখা দেয়। হাজার হাজার মানুষ সেই দুর্ভিক্ষে মারা যায়।যা ইতিহাসে ছিয়াত্তরের মন্নন্ত্বর নামে পরিচিত। ইংরেজদের অত্যাচার এমন অতিষ্ঠ পর্যায়ে চলে যায় যে, যোগী সন্যাসী, ফকিরগণ তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে।১৭৯৩ সালে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ইংরেজরা জমিদার শ্রেণী সৃষ্টি করে, যাদের হাতে ছিল সমস্ত জমির মালিকানা। সহায় সম্বলহীন হয়ে পরে বাংলার কৃষকেরা। কৃষকদের উপর জমিদার, ইংরেজদের অত্যাচারের কাহিনী বাংলার ইতিহাসে কিংবদন্তী হয়ে আছে।ইংরেজদের অত্যাচারের কাহিনী নিয়ে হাজার হাজার ইতিহাসের বই রচিত হয়েছে।
চ্যানেল আই তৃতীয়মাত্রা অনুষ্ঠানে ২৯ আগষ্ট রাতে একজন আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সমাজচিন্তক আবুল কাশেম ফজলুল হক। তিনি তার আলোচনার এক পর্যায়ে বললেন, নবাব সিরাজুদ্দৌলার নিকট থেকে ক্ষমতা নেওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানী আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি করেছিল। অর্থাত, নবাবী আমলের চাইতে কোম্পানীর শাসনে বাংলার জনগণ সুখে ছিল। ১৮৩৫ সালে ভারতে ব্রিটিশ শিক্ষাকমিশনের প্রধান মেকলে বলেছিলেন- এই শিক্ষাব্যাবস্থা প্রবর্তনের ফলে ভারতীয়রা রক্ত মাংসে, চামড়ায় ভারতীয় থাকবে, কিন্তু মননের দিক থেকে তারা হবে সম্পুর্নভাবে ইউরোপীয়। হয়েছেও তাই। আমাদের সেই অধ্যাপকও মেকলে প্রবর্তিত শিক্ষাব্যাবস্থার প্রডাক্ট।
যদি ঐ অধ্যাপকের অব্জারভেশন সত্যিই হয়ে থাকে। তাহলে অধ্যাপকের কাছে আমার প্রশ্ন, এদেশে নাবাব সিরাজুদ্দৌলার নামে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, হল, ভবন প্রভৃতির নামকরন কারা হয়েছে। কেন মীর জাফরের নামে ঐসবের নাম হই নাই? তিনি কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লর্ড ক্লাইভের নামে চেয়ার প্রতিষ্ঠা করছেন না? তিনি কেন ঢাকায় হলওয়েল মনুমেন্ট প্রতিষ্ঠা করছেন না?
বিষয়: বিবিধ
১০৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন