মুসলমানরা সন্ত্রাসী। আর সবাই তপোবনের ঋষি। মৃনাল হাসান
লিখেছেন লিখেছেন মৃনাল হাসান ২৫ আগস্ট, ২০১৩, ১০:৪৫:৩৭ রাত
মিয়ানমারের কান্তাবালু নামক এলাকাতে চরম্পন্থী, সন্ত্রাসী বৌদ্ধরা মুসলমানদের বসতবাড়ি জ্বালিয়ে দিয়েছে ও ব্যাবসাপ্রতিষ্ঠানে হামলা করেছে।আমার দেশের টিভি চ্যানেল জিটিভির খবরটা এমনই ছিল। এই কাজটাই যদি মুসলমানরা করতো, তখন জিটিভির খবর কি হত? তারা বলতো- মিয়ানমারের কান্তাবালু এলাকাতে ইসলামপন্থী রোহিঙ্গা সন্ত্রাসীরা বৌদ্ধদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমার দেশের মিডিয়া কাশ্মীরের মুজাহিদদের বলে ইসলামী জঙ্গী, আর দক্ষিন সুদানের বিদ্রোহীদের বলতো- স্বাধীনতাকামী। কলম্বিয়ার ফার্ক সন্ত্রাসীরা, তাদের কাছে গেরিলা, আর ফিলিস্তীনিরা জঙ্গী।সন্ত্রাসী , জঙ্গী ইত্যাদী শব্দগুলো মুসলমানদের পাশে বসানোকে তারা শোভনীয় মনে করে। আমার দেশের মিডিয়া একমাত্র মুসলমানদেরকেই সন্ত্রাসী,জঙ্গী মনে করে, আর বাকি সব জাতিই তপোবনের ঋষি। ভারতে নির্বাসিত তিব্বতি এক ঋষি মশা নিধিনের ব্যাপারে ফতোয়া দিয়েছিলেন। মশা যতই অত্যাচার করুক, হত্যা করা যাবেনা। কারন, ভগবান বুদ্ধ বলেছেন- জীব হত্যা মহাপাপ। হাজার বছর ধরে এই বাণী প্রচার করেছে বুদ্ধের শিষ্যরা। কিন্তু একদিন টাক মাথার গেরুয়াধারী বুদ্ধের অমর বাণী প্রচারকারী ভিক্ষুরা বার্মাতে মুসলমানদের পাইকারি ভাবে হত্যা করল। মহানির্বান প্রাপ্ত বুদ্ধ তার শিষ্যদের এই কর্মযজ্ঞ দেখেছে কিনা জানিনা, তবে ভারতে নির্বাসিত বুদ্ধের তিব্বতি ভক্ত এসব দেখেও চুপ রইলেন। জীব হত্যা মহাপাপ- বুদ্ধের এই অমরবাণী আর উচ্চারন করলেননা।বুদ্ধের বাণী প্রচার করে তিনি পশ্চিম থেকে নোবেল জিতেছেন। নোবেল জিতেছেন বুদ্ধের আরেক মহিলা ভক্ত ।তিনি বললেন- রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশ থেকে বার্মাতে অভিবাসি হয়েছে। বার্মার সেই গণহত্যায় তিনিও চুপ রইলেন- বুদ্ধ যেমন চুপ করে ধ্যান করতেন।কম কিসে আমরা বাংলাদেশী মুসলমানরা, বার্মার নির্যাতিত সেই মুসলমানদের আমরা আশ্রয় দেইনি। কারন, মুসলিমরা সন্ত্রাসী।বার্মাও তাদের নাগরিক হিসেবে নিলনা, এথনিক ক্লিন্সিং তাদের উপর চলল, নৌকায় তুলে সাগরে ভাসিয়ে দিল, বাংলাদেশও তাদের মানবিক আশ্রয় দিলনা। রাষ্ট্রহীন, মানবাধিকারহীন এই দুর্বল মানুষগুলো যখন অধিকারের দাবীতে বিদ্রহী হয়ে ওঠে, আমাদের মিডিয়াগুলো তখন বলে জঙ্গী। আর এই মানুষগুলোকে যারা ঘরহারা, আশ্রয়হারা করে, সাগরে ভাসিয়ে চরমপন্থার দিকে ঠেলে দেয়, তারাই মিডিয়ার চোখে হয়ে ওঠে তপোবনের তাপস।
বিষয়: বিবিধ
১৫০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন