ইসলামী জাগরণের তরুণ কবি গায়ক মুহিব খান

লিখেছেন লিখেছেন ব্লগার ইবনে হাসান ২৯ জুলাই, ২০১৩, ০৯:৫২:০২ রাত

আমরা অনেকেই হয়তো মুহিব খানকে চিনি। আবার অনেকেরই না চেনার কথা। কে এই মুহিব খান? ৪-৫ বছর আগে মুহিব খানের সাথে সাক্ষাত হয় কুমিল্লা টাউন হল মাঠে অনুষ্ঠিত এক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে। তখন আমি অনুপম শিল্পী গোষ্ঠী নামক একটি ইসলামী সাংস্কৃতিক সংগঠনের দায়িত্বে ছিলাম। তবে এর আগে থেকেই মুহিব খানকে চিনতাম। তুখোর আর জ্বালাময়ী কন্ঠ। লেখায় রয়েছে বিপ্লবী স্রোতধারা। মুহিব খানকে যতই দেখেছি ততই মোহিত হয়েছি। যত চিনেছি ততই তার প্রতি আমার আকর্ষণ বেড়েছে।

মুহিব খান। একজন ইসলামী জাগরণের কবি, একজন সাংবাদিক, একজন কলাম লেখক, একজন অন্যরকম বিপ্লবী গানের গায়ক। আপনি যতই তাঁর গান শুনবেন এবং যতই তার লেখা কবিতা পরবেন ততই তাঁর প্রতি আপনার আকর্ষণ বাড়বে। ফখরুদ্দীনের সময় বিটিভিতে তার একটা দেশের গান খুব প্রচার হতো।

ইঞ্চি ইঞ্চি মাটি

সোনার চাইতে খাঁটি

নগদ রক্ত দিয়ে কেনা;

শত্রু বা হানাদার

একটি কণাও তার

কেড়ে নিতে কেউ পারবে না ।

কসম সেই খোদার

একটি কণাও তার

কেড়ে নিতে কেউ পারবে না।


আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর মুহিব খানকে আর বিটিভিতে দেখা যায়নি।

আমার এই লেখাটি শুধু মাত্র মুহিব খানকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা মাত্র।

মুহিব খানের কবিতার কয়েকটি অংশ আপনাদের সামনে তুলে ধরছি।

"ভয় পেয়ো না বন্ধু আমার কদম বাড়াও আগে

রক্ত সাগর ঢেলেই তবে মুসলিমেরা জাগে...

অন্ধকারের গন্ধ পেয়েই মন ভেঙে যায় যদি

কেমন করে পেরিয়ে যাবে পাহাড় সাগর নদী

তখতো ভাঙার জন্য অনেক রক্ত দেয়া লাগে..

রক্ত সাগর ঢেলেই তবে মুসলিমেরা জাগে..."


কেন মসজিদ কমিটির সভাপতি ঘুষখোর বেনামাজী

কেন এলাকার ত্রাস খুনী লম্পট টাকার গরমে হাজী;

কেন মিছে নবুয়ত দাবীদারদের মুসলিম হবে বলা

কেন ভিআইপিদের বহর থামাবে জনতার পথ চলা।



এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন

দিতে খুন তৈরী মুসলমান আছে লক্ষ কোটি গুণ

এদেশের রক্তে ভেজা মাটি জেনো ইসলামের ঘাঁটি

এজাতির মুক্ত স্বাধীন প্রাণ এখনো তরতাজা খাঁটি

ষোল কোটি বুকে ঈমান যেন বারুদের কাঠি

জিহাদের ঘর্ষণে দাও দাও করে জ্বলবে আগুন!


কেন নারী নেত্রীর কাজের মেয়েটি হচ্ছে নির্যাতিতা

কেন অচিকিতসায় ধুকে মরে ডাক্তার পুত্রের পিতা;

কেন সারামাস খেটে স্কুল শিক্ষক বেতন পায়না তার

কেন ছয় চার মেরে লাখ টাকা পায় সামন্য খেলোয়ার।


বিষয়: সাহিত্য

৬১৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File