একজন লোকের বিরুদ্ধে ৭১টা মামলা, এটা কোন বিশ্বাসযোগ্য ব্যাপার ?

লিখেছেন লিখেছেন মুহাম্মদ লুত্ফুল আনাম ১৯ ফেব্রুয়ারি, ২০১৬, ০৯:৩৪:২২ রাত

একই সাথে বিস্মিত ও মর্মাহত হচ্ছি এটা জেনে যে জনাব মাহমুদুর রহমানের বিরুদ্ধে ৭০টা মামলা ছিল এবং সবগুলতে জামিন পাবার পরও নুতন এক মামলায় তাকে আটকান হোল । একজন লোকের বিরুদ্ধে ৭১টা মামলা, এটা কোন বিশ্বাসযোগ্য ব্যাপার ? এত বড় একজন অপরাধী যার বিরুদ্ধে সাত আটটা নয় ৭০টা মামলা হয়েছে তিনি আবার সব মামলায় জামিন পান কি ভাবে ? তার বিরুদ্ধে যদি সত্যিই কোন গুরুতর অভিযোগ থাকত তাহলে তিনি ৭০টি মামলাতেই জামিন পেতেন না । এ থেকে এটাই কি প্রমানিত হলো না মাহমুদুর রহমান রাজনৈতিক হয়রানির শিকার ৷

মাহমুদুর রহমান একজন সফল প্রকৌশলী ৷ বিনিয়োগ বোর্ড ও জ্বালানী মন্ত্রনালয়েও দক্ষতা ও সততার সাথে কাজ করার তার রেকর্ড আছে । তিনি যদি আর দশজন এম পি ও মন্ত্রীদের মত ক্ষমতার অপব্যবহারকারী ও দুর্নীতিপরায়ণ হতেন তাহলে তো খুব সহজেই তাঁকে জেলে আটকিয়ে রাখা যেত ৷ ৭০ মামলার জামিনই প্রমান করে তিনি একজন সৎ মানুষ ৷

এ ছাড়াও সাংবাদিকতার কোন অভিজ্ঞতা ছাড়াই একটা সংবাদপত্রের সম্পাদকের দায়িত্ব নিয়ে খুব অল্প সময়ে তিনি ও তার পত্রিকা খুব জনপ্রিয় হয়ে উঠেন । তার মেধা, দক্ষতা ও

আন্তরিকতার জন্য যেখানে তার পুরস্কৃত ও সম্মানিত হবার কথা ছিল সেখানে তার পত্রিকাকে বন্ধ করে দিয়ে, তাকে জেলে পুরে প্রায় তিন বছর ধরে তাকে নানান ভাবে নির্যাতন করা হচ্ছে এতে দেশের প্রত্যেক বিবেকবান নাগরিক আহত ও উদ্বিগ্ন না হয়ে পারেন না ৷ আজ এটা স্পষ্ট দেশ ও দেশের মানুষের স্বার্থে কথা বলা এবং সত্য প্রকাশই মাহমুদুর রহমানের অপরাধ ৷ তাহলে মাহমুদুর রহমানের প্রতি অবিচারকারীদের দৃষ্টিতে আজ দেশপ্রেম অপরাধ ৷

আমাদের বিচারকরা কি করছেন ? তাদের অন্তর একটুও কি কাঁপে না আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করার কথা চিন্তা করে ? একজন নিরপরাধ মানুষের উপর যে এত বড় যুলুম হচ্ছে তার সুষ্ঠ বিচার করার দায়িত্বতো তাদের ছিল ৷ যে জালিমরা হাজার দিনেরও বেশি সময় ধরে তাকে আটকিয়ে রেখেছে তাদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত ছিল ৷

যাঁরা ন্যায় বিচার করে তাদের জন্য আল্লাহর কাছে আছে উচ্চ মর্যদা ও অতি সম্মানজনক পুরস্কার কিন্তু যারা ন্যায় বিচার করে না তারা সম্মুখীন হবে চরম লাঞ্চনার এবং ভোগ করবে ভয়াবহ শাস্তি ৷

আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত করুন ৷ যারা ক্ষমতার চর্চা করছে তাদের সঠিক বুঝ দিন যে কাউর ক্ষমতা স্থায়ী না এবং প্রত্যেককে তার কাজের হিসাব দিতে হবে ( সুরা ১৮, আয়াত ৪৯ : এবং উপস্থিত করা হইবে আমলনামা এবং উহাতে যাহা লিপিবদ্ধ আছে তাহার কারণে তুমি অপরাধিগণকে দেখিবে আতংকগ্রস্ত এবং উহারা বলিবে, 'হায়, দুর্ভাগ্য আমাদের ! ইহা কেমন গ্রন্থ ! উহা তো ছোট বড় কিছুই বাদ দেয় না; বরং উহা সমস্ত হিসাব রাখিয়াছে ৷' উহারা উহাদের কৃতকর্ম সম্মুখে উপস্থিত পাইবে; তোমার প্রতিপালক কাহারও প্রতি যুলুম করেন না ৷) l

বিষয়: রাজনীতি

১০৫০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360002
২০ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৩৭
হতভাগা লিখেছেন : হাসুবু ও জয় ভায়াকে নিয়ে কাব যাব করলে মামলা ৭০ টা কেন, ১০০০ টাও হতে পারে ।

উনাদের অপমানে উনাদের ভক্তদেরও কি কম খারাপ লাগে !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File