আল্লাহ্কে ভয় করুন, বন্ধ করুন সব অন্যায় জুলুম!

লিখেছেন লিখেছেন মুহাম্মদ লুত্ফুল আনাম ২৫ জানুয়ারি, ২০১৫, ০৯:১০:৫২ রাত



' অন্যায়ভাবে একজন মানুষকে যে হত্যা করল সে যেন সমস্ত মানুষকে হত্যা করল। আর যে একজন মানুষকে বাঁচাল সে যেন সমস্ত মানুষকে বাঁচাল। '

আল্লাহ্ র এমন সতর্কবাণীর পরও কি অবলীলায় আমরা মানুষ হত্যা করে চলেছি। আমরা সত্যিই কি বিশ্বাস করি আমাদেরকে আল্লাহ্ র সামনে দাঁড়াতে হবে, আমাদের কাজের জবাবদিহি করতে হবে। নানান কূটচাল, ষড়যন্ত্র ও প্রতারণার আশ্রয় নিয়ে নিজেদেরকে খুব স্মার্ট ভাবছি আমরা। কিন্তু পরিণতি যে কত ভয়াবহ তার নজির ইতিহাসের পাতায় পাতায়। সতি্য মানুষ খুবই নির্বোধ। ইতিহাস থেকে খুব কমই শিক্ষা গ্রহণ করে।

আমরা ভুলেই গেছি আল্লাহ্ সবকিছু দেখেন, শুনেন এবং আমরা কি চিন্তা করি তাও জানেন।

বিষয়: রাজনীতি

১০৮৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301728
২৫ জানুয়ারি ২০১৫ রাত ১০:৩৮
মোতাহারুল ইসলাম লিখেছেন : আপনাকে অসংখ্য ধন্যবাদ।
301739
২৫ জানুয়ারি ২০১৫ রাত ১১:১৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : আমাদের সবাইকে সতর্ক হতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দিন আমিন।
301744
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০১:২২
sarkar লিখেছেন : কথায় আছেনা যে চোরে শোনেনা ধর্মের কাহীনি।সেই জন্য যারা মানুষ মারে তারা ও আল্লহ পাকের হুকুম মানে না।তবে নিশ্চয় সব কাজের জন্য আল্লাহর কাছে জবাব দিহি করতে হবে।
301751
২৬ জানুয়ারি ২০১৫ রাত ০১:৫৩
যা বলতে চাই লিখেছেন : যে ব্যক্তি ইচ্ছাকৃত কোন মানুষকে হত্যা করল সে যেন দুনিয়ার সকল মানুষকে হত্যা করল, সে সমগ্র মানবতাকে হত্যা করল। বর্তমান বাংলাদেশে ক্ষমতার মোহে অন্ধ তথাকথিত রাজনীতিবিদেরা মানুষ হত্যার নগ্ন উল্লাসে মেতে উঠেছে। সন্তান হারা মা আর ভাই হারা বোনের বুকফাটা আর্ত চিতকারে আজ বাংলার আকার আকাশ-বাতাস ভারি হয়ে উঠেছে। এ অবস্থা মেনে নেয়া যায় না।
301789
২৬ জানুয়ারি ২০১৫ সকাল ১০:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমাদের হৃদয় হতে এখন সেই ভয় টাই চলে গিয়েছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File