সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে

লিখেছেন লিখেছেন মুহাম্মদ লুত্ফুল আনাম ২০ অক্টোবর, ২০১৩, ০৬:২৭:২২ সন্ধ্যা

সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। দেশ চরম সংকট ও অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ আতঙ্কগ্রস্ত। মানুষ চায় না তাদের জীবন-জীবিকা, দেশের ব্যবসা-বানিজ্য , অর্থনীতি, সন্তানদের শিক্ষা এককথায় দেশের ভবিষ্যৎ নিয়ে কেউ আর ছিনিমিনি খেলুক। দীর্ঘ বিয়াল্লিশ বছর ধরে এ খেলা চলে আসছে। অনেক হয়েছে। মানুষ চায় এ সমস্যার স্থায়ী সমাধান। প্রতি নির্বাচনের সময় সংঘাতময় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে বার বার দেশকে পিছিয়ে দেয়া কার স্বাথের্? নিজেদের পিঠ বাঁচাতে ও স্বাথর্ রক্ষার জন্য কূটকৌশল ও ছল চাতুরীর আশ্রয় নেয়া কোন ফর্মুলা জনগন কোনভাবেই গ্রহন করবে না।

দয়া করে সমস্যা সমাধানে আন্তরিক হউন। এ দেশের মানুষের খুব খারাপ একটা স্বভাব হচ্ছে দীর্ঘদিন ধরে অনেক অন্যায়, অবিচার, শোষণ ও নির্যাতন সহ্য করে হঠাৎ একদিন জেগে উঠবে এবং সবকিছু তছনছ ও লন্ডভন্ড করে দিবে। শান্তিপ্রিয় কোন নাগরিক চায় না সে রকম পরিস্থিতির সৃষ্টি হউক।

আল্লাহ্ সংশ্লিষ্ট সবার সুভ বুদ্ধি দান করেন এবং এ দেশকে ও দেশের মানুষকে রক্ষা করেন এই প্রার্থনা করি।

বিষয়: রাজনীতি

১৬৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309982
২০ মার্চ ২০১৫ সকাল ০৯:০৬
গাজী সালাউদ্দিন লিখেছেন :
এ দেশের মানুষের খুব খারাপ একটা স্বভাব হচ্ছে দীর্ঘদিন ধরে অনেক অন্যায়, অবিচার, শোষণ ও নির্যাতন সহ্য করে হঠাৎ একদিন জেগে উঠবে এবং সবকিছু তছনছ ও লন্ডভন্ড করে দিবে।


সে আর হল, দেশ গোল্লায় যাক, অপশাসনে ভরে যাক, তবু সাধারণ মানুষ নিরাপদ দুরত্বে থাকতেই বেশি ভালবাসে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File