আমরাইতো নিরানব্বই পার্সেন্ট।
লিখেছেন লিখেছেন মুহাম্মদ লুত্ফুল আনাম ১৩ অক্টোবর, ২০১৩, ০৯:৩২:০৫ রাত
কয়েকটি বিষয় যা প্রত্যেক দেশপ্রেমিক নাগরিক সমর্থন করবেন:
§ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং নিরাপত্তার ব্যাপারে কোন আপস না।
§ মত প্রকাশের স্বাধীনতা।
§ প্রতিটা নাগরিকের জান, মাল ও ইজ্জতের হিফাজত।
§ প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাবার অধিকার।
§ একমাত্র জনগনই সিদ্ধান্ত নিবে কে দেশ শাসন করবে, কোন দেশী বা বিদেশী শক্তি নয়।
§ নির্বাচিত সরকার কখনও দেশের ও জনগনের স্বার্থ বিরোধী কোন কাজ করবে না।
উপরের মাত্র কয়েকটা বিষয়কে যদি আমরা মেনে নেই তাহলে অবিলম্বে দেশে শান্তি ফিরে আসবে। আর সত্যি কথা হচ্ছে দেশের শতকরা নিরানব্বই ভাগেরও বেশী মানুষ স্থিতিশীলতা চায়, শান্তি চায়। তারা চায় তাদের সন্তানেরাও তারা যেমন ছোটবেলায় নির্বিঘ্নে ও নিশ্চিন্তে একা স্কুলে যাতায়াত করেছে তেমনি স্কুলে যেতে পারবে, কোন সন্তানের মাকে স্কুলের গেটের সামনে রাস্তায় সারাদিন বসে থাকতে হবে না, তাদের জিপিএ-৫ পাওয়া ছেলেদের হাতে কেউ রিভলভার বা রামদা তুলে দিবে না এবং তারা সহপাঠিদের উপর চড়াও হবে না ও তাদের হত্যা করবে না, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজ ছাত্রদের দ্বারা প্রহিত ও লাঞ্ছিত হবেন না, খুন ও ধর্ষণের শিকার হবার পর ভুক্তভোগীর আত্নীয়স্বজনকে পালিয়ে বেড়াতে হবে না এবং অপরাধি প্রকাশ্যে ঘুরে বেড়াবে না, তাদের মেয়েরা নির্ভয়ে রাস্তায় চলাচল করবে এবং তাদের উত্যক্ত করার জন্য রাস্তার মোড়ে মোড়ে কেউ অপেক্ষা করবে না, জনগনের অর্থে পালিত সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জনগনের আতংকের কারন হবে না, অন্যায়, জুলুম ও বৈষম্যের শিকার দেশের প্রতিটা মানুষ বিচারকদের দ্বারস্থ হলে ন্যায় বিচার পাবে, এবং সর্বোপরি রাজনীতিবিদরা দেশসেবা ও জনসেবার শপথ নিয়ে ক্ষমতায় এসে জনগনের প্রভু হয়ে উঠবে না, দেশের ও জনগনের সম্পদ লুট করবে না, ক্ষমতার লোভে বিদেশীদের কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবে না এবং জনগনের দেওয়া ক্ষমতাকে জনগনের বিরুদ্ধে অন্যায়ভাবে ও স্বেচ্ছাচারির মত ব্যাবহার করবে না।
দেশের এক পার্সেন্টেরও কম লোক খুন, গুম, ধর্ষণ, চুরি, ডাকাতি, দেশের ও জনগনের সম্পদ লুন্ঠন, বিভেদ ও অনৈক্যের বীজ বপণ, সংঘাত সৃষ্টি এবং সকল প্রকার অশান্তির কারন। আমরা কেন এই মুষ্টিমেয় লোককে আমাদের জিম্মি করতে দিচ্ছি। আমরাইতো নিরানব্বই পার্সেন্ট।
বিষয়: বিবিধ
১৩৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন