"মিথ্যে জঙ্গী ধরার নাটক নতুন নয়, ক্রসফায়ার শেষ সমাধাণ "

লিখেছেন লিখেছেন শারমিন হক ১৮ জুন, ২০১৬, ০৩:০৩:১৪ দুপুর

সকালে ঘুম থেকে উঠেই যে নিউজটি দেখলাম সেটি প্রতিদিনের মত নিউজ হলেও একটু খটকা লাগল।

জনগণ জীবনের ঝুকি নিয়ে জঙ্গী ফাহিমকে আটক করল। আর তাকে শেষ করে দেয়া হল বন্দুকযুদ্ধ নামক নাটিকা দিয়ে।

আমাদের দেশের মানবাধিকার,সুশীল,সাংবাদিকরা কখনও প্রশ্ন করবে না পুলিশের হেফাজতে থাকা ফাহিম কিংবা জুবায়েরদের হাতে অস্ত্র অথবা গ্রেনেট আসল কি করে???

কেউ করবেও না সবই তো সরকারের ছায়াতলেই ঘটছে।

আর মিথ্যে মিথ্যে সাড়াশি অভিযানের নাটক দিয়ে পুলিশের ইনকাম বেশ ভালোই হবে মনে হচ্ছে!

নিরাপরাধ মানুষ আটক হচ্ছে আর জঙ্গী জঙ্গী খেলা চলছে।

এ থেকে দেশ কবে মুক্তি পাবে জানা নেই, কিন্তু মুক্তি চায়!!!

বিষয়: বিবিধ

১২১৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372392
১৮ জুন ২০১৬ দুপুর ০৩:৪৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সত্য ঢাকার উপায় ক্রসফায়ার
372421
১৮ জুন ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
শেখের পোলা লিখেছেন : বড় শখ করেই দেশটা তৈরী হয়েছিল।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File