ওয়েস্টার্ণকে বাদ দিয়ে ইসলামে দেখানো পথে চলি......
লিখেছেন লিখেছেন শারমিন হক ১৪ জুন, ২০১৬, ০৭:৫৪:৩৫ সন্ধ্যা
ইসলামে শিষ্টাচার ঈমানের অংশ -
একথা আমাদের জানা থাকলে ও আমরা দিন দিন এ থেকে দূরে সরে যাচ্ছি।
আমরা মুসলমান হয়েও ওয়েস্টার্ণ কালচারকে আষ্টেপিষ্টে ধরে আছি।
আমরা ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত যেভাবেই হোক ইসলামিক বিষয়গুলো অবজ্ঞা করে যাচ্ছি।
আমরা যদি দৈনন্দিন জীবনে ওয়েস্টার্ণ কালচারকে ব্যবহার না করে, ইসলামিক কালচার ব্যবহার করে থাকি সেক্ষত্রে সওয়াব হওয়ার পাশাপাশি আল্লাহর দেয়া জীবনবিধাণ ও পালন হয়ে গেল।
আলহামদুলিল্লাহ:
অর্থঃসব প্রশংসা মহান আল্লাহর জন্য।
যেকোন ভালো সংবাদ অথবা অবস্থানের ক্ষেত্রে এ শব্দটি ব্যবহার করা হয়ে থাকে।
ইনশাআল্লাহ :
অর্থঃমহান আল্লাহ যদি চান।
ভবিষ্যতে হবে,করব,এমন সম্ভব্য বিষয়ে এটি ব্যবহার করা হয়।
মাশাআল্লাহ :
অর্থঃআল্লাহ যেমন চেয়েছেন।
যেকোন কিছুর সুন্দর প্রকাশ করতে এটি ব্যবহৃত হয়।
সুবহানাল্লাহ :
অর্থঃআল্লাহ পবিত্র ও সুমহান।
আশ্চর্যজনকভাবে কোন কাজ সম্পাদিত হতে দেখলে এটি বলা হয়ে থাকে।
জাযাকাল্লাহ:
অর্থঃমহান আল্লাহ আপনাকে সর্বোত্তম প্রতিদান করুণ।
কারো প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে এটি বলা হয়।
নাউযুবিল্লাহ :
অর্থঃআমরা মহান আল্লাহর কাছে এ থেকে আশ্রয় চাই।
এটি যেকোন মন্দ ও গুণাহের কাজ হতে আত্মরক্ষার্থে ব্যবহার হয়ে থাকে।
আসতাগফিরুল্লাহ :
অর্থঃআমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই।
অনাকাঙ্খিত কোন অন্যায় বা গুণাহ হয়ে থাকলে এটি ব্যবহার হয়।
আল্লাহ হাফেজঃ
অর্থঃমহান আল্লাহ সর্বোত্তম হেফাজতকারী।
কারো কাছ থেকে বিদায় নিতে এটি ব্যবহৃত হয়।
যেকোন কিছু করার আগে, পরে উক্ত শব্দগুলো প্রয়োগে সচেতন হই এবং সঠিকভাবে ব্যবহার করার মাধ্যমে ইসলামকে প্রাত্যহিক জীবনের কার্যকলাপে জড়িত রাখার চেষ্টা করি।
বিষয়: বিবিধ
১২৭১ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সেমিস্টার শুরু হলে ক্লাশ,সংসার,বাচ্চা সব নিয়ে .....তাই অনেকসময়ই নাই হয়ে যায়। কিন্তু এই ব্লগ সাইট কে ভীষণ মিস করি।
মন্তব্য করতে লগইন করুন