জাফরের চেতনায় গাছ না জন্মালেও আগাছা জন্মায় না!

লিখেছেন লিখেছেন শারমিন হক ০৪ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:১৯:৫৩ দুপুর

মুন্নি সাহার প্রশ্নের উত্তরে জাফর স্যার বললেন -

শিবির যারা করে তারাতো সবাই ঢালাওভাবে মুক্তিযোদ্ধার চেতনা বিরোধী কিন্তু যারা ছাত্রলীগ তারা তো সবাই এমন নয়!!!

তারপর বললেন-

ছাত্রলীগের টেণ্ডারবাজি উনাকে ভীষণ কষ্ট দেয়।

ছাত্রশিবির আওয়ামিলীগের তথাকথিত মুক্তিযোদ্ধার চেতনার ফিল্টারে বিশ্বাসী না হয়ে ,এক আল্লাহর উপর ‍বিশ্বাসী ।

অন্যদিকে,

ছাত্রলীগ তথাকথিত মুক্তিযোদ্ধার চেতনার ফিল্টারে বিশ্বাসী।

ছাত্রলীগ দেশে এমন কোন অরাজকতা নেই ,যা করেনি।

ছাত্রলীগ সব ধরণের অসামাজিক কর্মকাণ্ড করে ও খেতাব পায়-সোনার ছেলে।

অথচ,কোন ধরণের অসামাজিক কর্মকাণ্ড না করেও ছাত্রশিবির খারাপ!!!

নিজেরাই প্রশ্ন করে আবার নিজেরাই উত্তর দিয়ে দেয়।

লোক দেখানো ত্যানা পেচানোর দরকার কি?

স্পষ্ট করে বললেই হয়-

জাফরের চেতনায় গাছ না জন্মালেও আগাছা জন্মায় না!!!

বিষয়: রাজনীতি

১২৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339579
০৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
শেখের পোলা লিখেছেন : এরা ইসলামী সমাজের বীষ ফোঁড়া। এদের এড়িয়ে চলুন৷
339595
০৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৯
হতভাগা লিখেছেন : এমন একদিন আসবে যে উনার কান্না লুকানোর জন্য বৃষ্টি থাকবে না।

জাফর স্যারদের মত মুক্তিযুদ্ধে না গিয়েও যারা চেতনার ব্যবসা করেন তাদের স্বভাব জাফর স্যারের মতই হবে ।
339608
০৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : উনার চেতনায় শুধু ব্যবসাই আছে!
339645
০৫ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:২৬
কাহাফ লিখেছেন :
চেতনা যদি এমনই হয়,ঘৃণা করি এমন চেতনা কে!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File