সমকামিতা কি একটা মানসিক ব্যাধি ?
লিখেছেন লিখেছেন শারমিন হক ২৭ আগস্ট, ২০১৫, ০৬:০৪:৪৯ সন্ধ্যা
অবশ্যই ,
সমকামিতা একটি মানসিক ব্যাধি।বিকৃত রুচিতে অভ্যস্তদের মধ্যে সকামিতার প্রভাব বেশি। সমকামিতা বলতে বোঝায় মূলত সমলিঙ্গের ব্যক্তির প্রতি "স্নেহ বা প্রণয়ঘটিত এক ধরনের যৌন প্রবণতা"।
ইসলামে সমকামিতা সম্পূর্ণ নিষিদ্ধ।এ বিষয়ে ইসলাম ধর্মে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত রয়েছে-
হযরত লুত (আঃ) এর পিতার নাম ছিল হারান। লূত (আঃ) ছিলেন ইব্রাহীম (আঃ) এর ভাইয়ের ছেলে। ভাতিজা লূত (আঃ) ছোটবেলা থেকেই ইব্রাহীম (আঃ) এর সাহচর্যে বড় হন। এবং ইব্রাহীম (আঃ) এর আহবানে সাড়া দিয়ে সঠিক ধর্ম গ্রহন করেন ও সেই সত্য ধর্ম প্রচার করার জন্য মাতৃভূমি ইরাক ত্যাগ করে হিজরত করে মিশরে চলে আসেন। তিনি ইব্রাহীম (আঃ) এর যুগেই নবুয়ত প্রাপ্ত হন।
হযরত লূত (আঃ) যে জাতিতে প্রেরিত হয়েছিলেন তারা কুফর,শিরকে বিশ্বাসী ছিল।এছাড়াও তারা এমন এক জঘন্য কাজে লিপ্ত (সমকামি)ছিল যা এর পূর্বে কোন জাতিতেই ছিল না।আর ঐ জাতি নিকৃষ্টতম কাজ যেখানে ইচ্ছে হতে সেখানে বসেই করত ।এছাড়া মানুষদের উপর অত্যাচার করা তাদের কাছে খেলার মত ছিল। হযরত লূত (আঃ)তাদের এই দুষ্কর্মের জন্য অনেক বুঝাতে চেষ্টা করলেন।কিন্তু,পাপিষ্ট জাতি কিছুতেই বুঝতে চাইলৈন না।
হযরত লুত (আঃ) সময়কালে তার জাতিরা তাকে কে অমান্য করে ,মহান আল্লাহ তায়ালাকে অবিশ্বাস করে এমন কু-কর্মে লিপ্ত হয়েছিল।যার ফলশ্রুতিতে হযরত লুত (আঃ)জাতিকে কঠিন থেকে কঠিনতর শাস্তির মুখোমুখি হতে হয়েছিল। হযরত লুত (আঃ) অবিশ্বাস করায় শুরু হল ভূমিকম্প, উপর হতে প্রস্তর বর্ষণ হতে লাগলো। সমগ্র দেশকে উপরে তুলে সজোরে নিক্ষেপ করা হলো। প্রভাতেই সমগ্র দেশ ধ্বংস হয়ে ভূপৃষ্ট হতে পাপিষ্টদের চিহ্ন চিরতরে মুছে গেল। সবকিছু ধ্বংস হয়ে সম্পূর্ণ এলাকা সাগরে পরিণত হলো। যা আজও জর্দানের মানচিত্রে বিদ্যমান আছে।
বিষয়: বিবিধ
১৬৪২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সমকামিতা যে একটি মানসিক রোগ সেটা পশ্চিমারাও স্বিকার করেন কিন্তু অর্থনৈতিক কারনে চুপ থাকেন।
একমত
জাযাকিল্লাহু খাইর!
পশ্চিমাদের কালচার প্রচারে প্রসার বলে মনে হয়েছে।
আমেরিকার একটা ঘটনা মনে পড়ে গেল।
চার্চের ফাদার কথা। তার কাজ ছিল, তার
এলাকায় কোন সমকামী কোন পুরুষ বা মহিলা পেলে, তার লোক দ্বারা ধরিয়ে চার্চের টর্চার
সেলে এনে এমন পিটুনী দিত। মোটামুটি রোগ
রাতারাতি চলে যেত। পরে চার্চের ফাদারকে
এক সময় পালিয়ে যেতে হয়েছে। এফবিআই এবং পুলিশ খুজে চলছে, ফাদার কে
ধরার জন্য, জানি না এর পরের ঘটনা।
মন্তব্য করতে লগইন করুন