নাস্তিকদের সহযোদ্ধরা ক্ষেপে গেলেন কেন?
লিখেছেন লিখেছেন শারমিন হক ২৬ জুলাই, ২০১৫, ০৮:৪১:৪৩ রাত
বাংলাদেশে নাস্তিকতার পৃষ্ঠপোষক হচ্ছে এদেশের কিছু হিন্দুসমাাজ।
নাস্তিক কমিউনিটির সদস্য এবং
সমকালের ফটো সাংবাদিক শামীমা মিতু এই ছবিটি তার ফেবু থেকে আপলোড করেছিল।
ছবি আপলোড করেই বুঝতে পারল -এতদিনের সহযোদ্ধারা(হিন্দু) মুসলমানদের বিরুদ্ধে লেখায় বাহবা দিত,তারাই আজ দিদিকে অকথ্য ভাষায় গালি-গালাজ করেছে।
শুধু তাই নয়,দিদিকে জেলের ভাত খাওয়ানোর ও হুমকি দিচ্ছে,দিদির বিরুদ্ধে ৫৭ ধারার মামলাও হবে।
মাহমুদুল হক মুন্সি, নাস্তিক কমিউনিটি এবং গণজাগরণ মঞ্চের সদস্য -
তার ক্ষোভ-
”হত্যার হুমকি, ইনবক্সে মামলার হুমকি, জেলের ভাত খাওয়ানোর হুমকি... কি নাই! এক সময়ের সহযোদ্ধা বলে পরিচয় দিতে লজ্জা লাগতেছে। ”
উল্লেখিত ছবিটির সারমর্ম হচ্ছে- পাবনার চাটমোহর উপজেলার
হান্ডিয়াল গ্রামের জগন্নাথ মন্দিরের গোসাইয়ের
কাছে এক নববধূকে ‘শুদ্ধ’ করার জন্য তার স্বামী রেখে গেছে।
গোসাইয়ের সাথে একরাত
পার করার পর তার হিন্দু স্বামী তাকে নিয়ে যাবে।
শামীমা মিতুর দেয়া পোস্টের সহযোদ্ধার কমেন্ট-
মিতু দিদি, আপনাকে আমি খুব সোশ্যাল মেয়ে
মনে করতাম। তাই বলছি বস, কেন এত দিনের এত
কষ্টার্জিত ভালবাসা হারাতে চাচ্ছেন মানুষের মন
থেকে।
নাস্তিক সেজে কেবলমাত্র মুসলমানদের বিরুদ্ধে লিখলেই বাহবা পাওয়া যায়,অন্য কারো বিরুদ্ধে নয়।
বিষয়: বিবিধ
১১৬৩ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একদম সঠিক কথা বলেছেন।
মন্তব্য করতে লগইন করুন