নাস্তিকদের সহযোদ্ধরা ক্ষেপে গেলেন কেন?

লিখেছেন লিখেছেন শারমিন হক ২৬ জুলাই, ২০১৫, ০৮:৪১:৪৩ রাত



বাংলাদেশে নাস্তিকতার পৃষ্ঠপোষক হচ্ছে এদেশের কিছু হিন্দুসমাাজ।

নাস্তিক কমিউনিটির সদস্য এবং

সমকালের ফটো সাংবাদিক শামীমা মিতু এই ছবিটি তার ফেবু থেকে আপলোড করেছিল।

ছবি আপলোড করেই বুঝতে পারল -এতদিনের সহযোদ্ধারা(হিন্দু) মুসলমানদের বিরুদ্ধে লেখায় বাহবা দিত,তারাই আজ দিদিকে অকথ্য ভাষায় গালি-গালাজ করেছে।

শুধু তাই নয়,দিদিকে জেলের ভাত খাওয়ানোর ও হুমকি দিচ্ছে,দিদির বিরুদ্ধে ৫৭ ধারার মামলাও হবে।

মাহমুদুল হক মুন্সি, নাস্তিক কমিউনিটি এবং গণজাগরণ মঞ্চের সদস্য -

তার ক্ষোভ-

”হত্যার হুমকি, ইনবক্সে মামলার হুমকি, জেলের ভাত খাওয়ানোর হুমকি... কি নাই! এক সময়ের সহযোদ্ধা বলে পরিচয় দিতে লজ্জা লাগতেছে। ”

উল্লেখিত ছবিটির সারমর্ম হচ্ছে- পাবনার চাটমোহর উপজেলার

হান্ডিয়াল গ্রামের জগন্নাথ মন্দিরের গোসাইয়ের

কাছে এক নববধূকে ‘শুদ্ধ’ করার জন্য তার স্বামী রেখে গেছে।

গোসাইয়ের সাথে একরাত

পার করার পর তার হিন্দু স্বামী তাকে নিয়ে ‍যাবে।



শামীমা মিতুর দেয়া পোস্টের সহযোদ্ধার কমেন্ট-

মিতু দিদি, আপনাকে আমি খুব সোশ্যাল মেয়ে

মনে করতাম। তাই বলছি বস, কেন এত দিনের এত

কষ্টার্জিত ভালবাসা হারাতে চাচ্ছেন মানুষের মন

থেকে।


নাস্তিক সেজে কেবলমাত্র মুসলমানদের বিরুদ্ধে লিখলেই বাহবা পাওয়া যায়,অন্য কারো বিরুদ্ধে নয়।

বিষয়: বিবিধ

১১৬৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331792
২৬ জুলাই ২০১৫ রাত ০৮:৫৬
আহমদ মুসা লিখেছেন : নাস্তিক সেজে কেবলমাত্র মুসলমানদের বিরুদ্ধে লিখলেই বাহবা পাওয়া যায়,অন্য কারো বিরুদ্ধে নয়।
একদম সঠিক কথা বলেছেন।
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:২২
278052
শারমিন হক লিখেছেন : হুম।ওরা নামের নাস্তিকতা কিন্তু কাজে নয়।
331795
২৬ জুলাই ২০১৫ রাত ০৯:১৬
হতভাগা লিখেছেন : বর্তমানে হিন্দুরা বেশ টপে আছে । আজকে হিন্দুদের রথ যাত্রাতে মতিঝিলে তারা এমন মাইকিং করে মিছিল করে যাচ্ছিল যে 'আছরের নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৪
278053
শারমিন হক লিখেছেন : ওরা সরকারের ছত্রছায়ায় সব কিছু করে বেড়াচ্ছে।
331812
২৬ জুলাই ২০১৫ রাত ১০:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নাস্তিকতা শুধু ইসলাম এর সাথে!
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৫
278055
শারমিন হক লিখেছেন : হুম।তাইতো দেখতেছি।নাস্তিক মানেই শুধু ইসলামের শত্রু।
331817
২৬ জুলাই ২০১৫ রাত ১০:৪২
দ্য স্লেভ লিখেছেন : নাস্তিক সেজে কেবলমাত্র মুসলমানদের বিরুদ্ধে লিখলেই বাহবা পাওয়া যায়,অন্য কারো বিরুদ্ধে নয়।
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৬
278056
শারমিন হক লিখেছেন : নাস্তিকতা মানেই ইসলাম বিদ্বেষী।
331876
২৭ জুলাই ২০১৫ রাত ০১:৫৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : নাস্তিকরা কেবলই ইসলামের বিরুদ্ধেই বলে..
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৭
278057
শারমিন হক লিখেছেন : হুম।ইসলাম শান্তির ধর্ম তাই ওরা অশান্তি লাগাতে চায়।
331894
২৭ জুলাই ২০১৫ সকাল ০৫:১৯
ছালসাবিল লিখেছেন : সব নাস্তিক ই হিন্দু Love Struck
১৬ আগস্ট ২০১৫ দুপুর ০২:২৭
278058
শারমিন হক লিখেছেন : না ভাই,নামের মুসলমানও আছে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File