সত্যিই বুড়ো বয়সে ভীমরতি??

লিখেছেন লিখেছেন শারমিন হক ০৪ জুলাই, ২০১৫, ০৬:১৬:০৭ সন্ধ্যা

আল্লাহর ৯৯ গুণবাচক নাম কাফেরদের দেবতাদের নাম ছিলো-

সাংবাদিক ও কলামিস্ট আব্দুল গাফ্ফার চৌধুরী।

বুড়ো বয়সে ভীমরতিতে ধরছে।

নামের আগে আবার গুনবাচক শব্দ জড়িয়ে সমাজের ভাল মানুষের রুপ ধরেছে মুখোশদারী ইসলাম বিদ্বেষী গাফ্ফার ।

আল্লাহর নাম নিয়ে তামাশা করার দুঃসাহস দেখিয়েছে বুড়ো হনুমান।

গুনবাচক শব্দ দু’টির ইজ্জতের মূল্য দিল না।

মহান আল্লাহ তাআলাকে নিয়ে তামাশা, এখন টের না পেলেও মরার পর ঠিকই টের পাবি শয়তান।

বিষয়: বিবিধ

১৫৫৯ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328602
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৪৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সে ইসলাম বিদ্বেশ থেকে কথাটা বললেও কথাটা পুরো অসত্য না। লাত, মানত ও উজ্জা ছিল মূলত আরবদের কল্পিত আল্লাহর মূর্তি। আল ইলাহ থেকে লাত, আল মান্নান থেকে মানত এবং আল আঝিঝ থেকে উজ্জা। আর এই লোক উচ্চজাতের মারাত্নক মূর্খ। বিদেশ থাকে এজন্য আরো ভাবটা বেশি নেয়।
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
270831
শেখের পোলা লিখেছেন : কল্পিত আল্লাহ নয় বরং আল্লাহর কন্যা৷ আল্লাহকে তারা মূর্তীর মাঝে আনেনি৷ আল্লাহকে তারা ঠিকই চিনত৷ তার পরও তারা তার শরিক করেই মুশরীক ছিল৷
328605
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫২
শেখের পোলা লিখেছেন : সময় ঘনিয়ে এসেছে৷ বাহাদুরী শেষ হতে ঐ বুড়োটার আর বেশী বাকী নাই৷
328612
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : কুলাঙ্গার গাফ্ফার চৌধুরী বলে কি ? বাংলাদেশ মুসলিম প্রধান দেশ কিন্তু বারবার এই দেশের নাগরিকরা ইসলাম্নিয়ে কটুক্তি করে কিন্তু কোনো বিচার হয় না উল্টো সমমনা দেওয়া হয়।
328650
০৪ জুলাই ২০১৫ রাত ১১:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বুড়া বয়েস না সে সবসময়ই ভিমরতিতে আক্রান্ত!
328656
০৫ জুলাই ২০১৫ রাত ১২:২৬
আবু জান্নাত লিখেছেন : রাজনীতির প্রতিহিংসা পরায়ন হয়ে তারেক জিয়ার বক্তব্য মিড়িয়ায় প্রচার নিষিদ্ধ করলেও নাস্তিক গাফফার চৌধুরী ও তসলিমাদের বক্তব্য প্রচারে উৎসাহ দেওয়া হচ্ছে, ঐ নাস্তিকটি আজ বলেছেঃ ধর্ম পরিবর্তন করলেও নাকি তিনি বাঙ্গলীত্ব পরিবর্তন করবেন না।
এই বাঙ্গালীত্ব যদি উনার আখিরাতের মুক্তির উপায় হয়, তবেই বাচা গেল....
328717
০৫ জুলাই ২০১৫ দুপুর ১২:১৮
ফাতিমা মারিয়াম লিখেছেন : এরা খুব ঠাণ্ডা মাথায় এসব কথা বলে! তারা জানে যে এইসব কথা বলার জন্য প্রচলিত আইনে তাদের কোন কিছু হবে না।
328748
০৫ জুলাই ২০১৫ দুপুর ০৩:০৫
হতভাগা লিখেছেন : এই বেটা একটা জীবন্ত উন্মাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File