না হেসেই পারি না......
লিখেছেন লিখেছেন শারমিন হক ০৪ জুলাই, ২০১৫, ০৩:১৬:২৩ দুপুর
বাংলাদেশ মধ্যম আয়ের দেশ - সজীব ওয়াজেদ জয়।
এটা তো তার জন্য বলাটা কোন অস্বাভাবিক কিছু নয়। কারণ সেতো দেশের বাহিরে ভোগবিলাসী জীবনের পাশাপাশি বাংলাদেশ থেকে ১৬০ কোটি টাকা বেতন পাচ্ছে।
শুধু মাত্র
নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে নয়, শিক্ষা খাতের উপর ভ্যাট আরোপ করে তার বেতন ঠিক রাখছে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী।
আমরা এক আজব দেশে বাস করছি -
যেখানে সাধারণ মানুষ ঠিকমত ডাল-ভাত খেতে পাচ্ছে না সেখানে আমরা হঠাৎ করেই মধ্যম আয়ের দেশ হয়ে গেলাম।
হা হা হা হা,
আমরা আলাদিনের রম্যরসে সাজানো গল্পের মত হয়ে গেলাম নাতো!!!
ওদিকে যাদের নুন আন্তে পান্তা ফুরায় তারা যে ধুকে ধুকে মারা যাচ্ছে তা দেখার কেউ নেই। তাতে ওনাদের মত দামি লোকদের কিছুই যায় আসে না।
দেশের মানুষ কি খাচ্ছে,কি পাচ্ছে তা ভেবে লাভ নেই ।জয় বাংলার উলুধ্বনিতে আগে বাড়তে পারলেই জীবন তাদের ষোলকলায় পূর্ণ হবে বৈকি!!!
দেশের মানুষ মরলেই কি আর বাঁচলেই কি বিশ্বের বুকে নাম কামাচ্ছে এটাই বা কম কিসে!!!
বিষয়: বিবিধ
১১২০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আওয়ামিলীগ মানে দুঃশাসন আর বিনোদন।
নিম্ন আয়ের দেশ আর উচ্চ ব্যয় এর দেশ।
মন্তব্য করতে লগইন করুন