না হেসেই পারি না......

লিখেছেন লিখেছেন শারমিন হক ০৪ জুলাই, ২০১৫, ০৩:১৬:২৩ দুপুর

বাংলাদেশ মধ্যম আয়ের দেশ - সজীব ওয়াজেদ জয়।

এটা তো তার জন্য বলাটা কোন অস্বাভাবিক কিছু নয়। কারণ সেতো দেশের বাহিরে ভোগবিলাসী জীবনের পাশাপাশি বাংলাদেশ থেকে ১৬০ কোটি টাকা বেতন পাচ্ছে।

শুধু মাত্র

নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম বাড়িয়ে নয়, শিক্ষা খাতের উপর ভ্যাট আরোপ করে তার বেতন ঠিক রাখছে বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী।

আমরা এক আজব দেশে বাস করছি -

যেখানে সাধারণ মানুষ ঠিকমত ডাল-ভাত খেতে পাচ্ছে না সেখানে আমরা হঠাৎ করেই মধ্যম আয়ের দেশ হয়ে গেলাম।

হা হা হা হা,

আমরা আলাদিনের রম্যরসে সাজানো গল্পের মত হয়ে গেলাম নাতো!!!

ওদিকে যাদের নুন আন্তে পান্তা ফুরায় তারা যে ধুকে ধুকে মারা যাচ্ছে তা দেখার কেউ নেই। তাতে ওনাদের মত দামি লোকদের কিছুই যায় আসে না।

দেশের মানুষ কি খাচ্ছে,কি পাচ্ছে তা ভেবে লাভ নেই ।জয় বাংলার উলুধ্বনিতে আগে বাড়তে পারলেই জীবন তাদের ষোলকলায় পূর্ণ হবে বৈকি!!!

দেশের মানুষ মরলেই কি আর বাঁচলেই কি বিশ্বের বুকে নাম কামাচ্ছে এটাই বা কম কিসে!!!

বিষয়: বিবিধ

১১২০ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328552
০৪ জুলাই ২০১৫ দুপুর ০৩:৩৩
হতভাগা লিখেছেন : হাসেন , ভাল করে হাসেন । হাসি স্বাস্থ্যের জন্য ভাল ।
০৪ জুলাই ২০১৫ দুপুর ০৩:৩৭
270796
শারমিন হক লিখেছেন : হুম,এমন রঙ্গ রসাত্মক গল্পে না হেসে পারা যায় না।যেহেতু ,স্বাস্থ্যের জন্য হাসা উপকারী আপনি ও হাসতে শুরু করুণ।
328554
০৪ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪১
চোথাবাজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৪ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪৫
270797
শারমিন হক লিখেছেন : ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগল।আপনাকেও রইল অসংখ্য ধন্যবাদ।
328565
০৪ জুলাই ২০১৫ বিকাল ০৪:৪০
ছালসাবিল লিখেছেন : Day Dreaming Rolling on the Floor Big Grin
০৪ জুলাই ২০১৫ বিকাল ০৪:৪৪
270804
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হাসে ক্যানLove Struck Love Struck
০৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:০৫
270806
ছালসাবিল লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বিনোদন আর বিনোদন Love Struck Love Struck Rolling on the Floor Rolling on the Floor
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
270819
শারমিন হক লিখেছেন : দোয়া করবেন,আল্লাহ যেন এই দুঃশাসন থেকে দেশকে মুক্তি দান করেন।
328567
০৪ জুলাই ২০১৫ বিকাল ০৪:৪৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বিনোদন আর বিনোদন
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২৬
270821
শারমিন হক লিখেছেন : ডিজিটাল হওয়ার নাম নেই ,বিনোদনের শেষ নেই।
আওয়ামিলীগ মানে দুঃশাসন আর বিনোদন।
328573
০৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:০৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ভাগ্যিস প্রাইভেট ভার্সিটিতে এটাই আমার লাস্ট সেমিষ্টার নাহলে যে কি যন্ত্রণায় পরতে হত। আফসোস বাকিদের জন্য যাদের পড়া শেষ হয়নি।
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২১
270818
শারমিন হক লিখেছেন : ভাই ,শিক্ষা ব্যবস্থার উপর এই ভ্যাট আরোপ স্থায়ী হলে ভবিষ্যতে এটি ১০% থেকে ৫০% এ উন্নীত হবে।তাই সকলের উচিত এর তীব্র প্রতিবাদ করা।
328585
০৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : মধ্যম আয়ের আর উচ্চ ব্যায় এর দেশ!!
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:২৫
270820
শারমিন হক লিখেছেন : মধ্যম আয়ের দেশ নয়।
নিম্ন আয়ের দেশ আর উচ্চ ব্যয় এর দেশ।
328591
০৪ জুলাই ২০১৫ বিকাল ০৫:৪২
328607
০৪ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : ওদিকে যাদের নুন আন্তে পান্তা ফুরায় তারা যে ধুকে ধুকে মারা যাচ্ছে তা দেখার কেউ নেই। তাতে ওনাদের মত দামি লোকদের কিছুই যায় আসে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File