স্মৃতিপট

লিখেছেন লিখেছেন শারমিন হক ০৬ জুন, ২০১৪, ১০:৫২:৫৩ রাত



স্মৃতির আকশে কত কথা

মনে পড়লে বুকে পাই ব্যথা।

তুমি আর নেই আগের মত

কিছু হতে না, হতেই রাগ করো কত!

স্মৃতির আকাশ স্মৃতিই হয়,

মনের দুংখ মনেই রয়।

স্মৃতিপট যতই গভীর হয়,মনের সুখ ততই বেড়ে যায়।

হারিয়ে যেতে ইচ্ছে হয়,

তোমার হৃদয়ের গভীর মোহনায়।

জীবনের প্রতিক্ষণে-

রেখ আমায় মনে।

মন চায় হারিয়ে যেতে,তোমার আদরের শেষ সীমানাতে।

সমুদ্রের স্রোত চির বহমান,তোমার আমার প্রেম তেমনই ধাববান ;

মনে পড়ে সেই প্রথম দিনের কথা ,আমার ছিল শুধু ব্যাকুলতা।

ভাবি সারাক্ষণ

তোমাকে পাব কখন?

স্বপ্ন যেন বাস্তব হয়

সেই প্রতীক্ষায় দিন চলে যায়।

অবশেষে স্বপ্ন পূরণ

তোমার আমার হলো মিলন।

সব বাঁধা কেটে গেলুম,আমরা দু’জন কাছে এলুম।

কখনও ভুলব না ২০১০ এর ফেব্রুয়ারিকে

কেননা্ বিয়ে হয়েছিল ৯ তারিখে।

তুমি আমার ,আমি তোমার

-এই শ্লোগানে হই একাকার!!!

শারমিন হক

লেখার সময়-০১.০২.২০১২(বুধবার-বিকেল)

বিষয়: সাহিত্য

১১৯৭ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

231546
০৬ জুন ২০১৪ রাত ১০:৫৮
ভিশু লিখেছেন : ভালো কোবিতা!
Rose Rose Rose
০৬ জুন ২০১৪ রাত ১০:৫৯
178350
শারমিন হক লিখেছেন : ধন্যবাদ
231558
০৬ জুন ২০১৪ রাত ১১:১৯
নীল জোছনা লিখেছেন : সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
180010
শারমিন হক লিখেছেন : আপনাকে ও রইল অসংখ্য ধন্যবাদ।
231574
০৬ জুন ২০১৪ রাত ১১:৪৯
ছিঁচকে চোর লিখেছেন : অসাম ভাই অসাম হয়েছে,,, অনেক অনেক ধন্যবাদ
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪৮
180011
শারমিন হক লিখেছেন : ধন্যবাদ ভাই। দোয়া করবেন।
231588
০৭ জুন ২০১৪ রাত ১২:১৭
সন্ধাতারা লিখেছেন : ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫০
180012
শারমিন হক লিখেছেন : ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম।ধন্যবাদ।
231623
০৭ জুন ২০১৪ সকাল ০৫:৫৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার বিয়ের তারিখটা জানা হয়ে গেলো।
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
180013
শারমিন হক লিখেছেন : তা বেশ ভালোই হল।ধন্যবাদ।
231628
০৭ জুন ২০১৪ সকাল ০৬:৩৪
শেখের পোলা লিখেছেন : ভালবাসা অটুট থাকুক৷
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
180014
শারমিন হক লিখেছেন : দোয়া করবেন ।ধন্যবাদ।
231639
০৭ জুন ২০১৪ সকাল ০৮:৪২
সিটিজি৪বিডি লিখেছেন : ভালো লাগলো
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
180015
শারমিন হক লিখেছেন : ধন্যবাদ।
কথা দিয়েছিলাম কিন্তু পরীক্ষার জন্য পারিনি।সরি ভাইয়া।বেশ কিছুদিন পর ব্লগে আসার সুযোগ পেলাম।
১০ জুন ২০১৪ রাত ১১:৪০
180112
সিটিজি৪বিডি লিখেছেন : আমিও অনেক দিন পরে এলাম। একমাস ব্লগ থেকে দুরে ছিলাম।
231667
০৭ জুন ২০১৪ সকাল ০৯:৫৪
আহমদ মুসা লিখেছেন : আপনার এবং সোহেল ভাইয়ের শুভ কামনা করছি। আপনাদের সংসারে নেমে আসুক জান্নাতি সূখের ফল্গুধারা। মেয়েটাও যেন হয় পিতা মাতার যোগ্য উত্তরসুরী।
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
180016
শারমিন হক লিখেছেন : দোয়া করবেন।ধন্যবাদ।
231676
০৭ জুন ২০১৪ সকাল ১০:০৭
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো শুকরিয়া।
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৫৫
180017
শারমিন হক লিখেছেন : ধন্যবাদ।
১০
232515
০৮ জুন ২০১৪ রাত ০৮:২৩
পুস্পিতা লিখেছেন : সামনের ৯ ফেব্রুয়ারীতে আপনাকে শুভেচ্ছা জানাতে হবে।
১০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:০০
180018
শারমিন হক লিখেছেন : ওহ!আপু আপনি বিশ্বাস হচ্ছে না।আমার লেখা ব্লগে প্রথম কমেন্ট।আপনাদের মত উচ্চ মানসম্পন্ন লেখকদের কমেন্ট পেলে আমারা ক্ষুদ্র লেখকরা খুব খুশি হই।অনেক অনেক ধন্যবাদ।
১১
241347
০৩ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৩
আনসারি লিখেছেন : তুমি আমার ,আমি তোমার
-এই শ্লোগানে হই একাকার!!!
.
আপনাকে শুভেচ্ছা ....
১৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
189818
শারমিন হক লিখেছেন : আপনাকেও

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File