আম্মা আপনি কেমন আছেন?
লিখেছেন লিখেছেন শারমিন হক ০৮ এপ্রিল, ২০১৪, ১১:০৫:৫৪ রাত
আমার শ্বাশুড়ি অনেক ভালো
গাল-মন্দ করেনি কখনও বিয়ে থেকে আজ পর্যন্ত।
চার ছেলে তিন মেয়ে তাঁর
আমি হলাম চতুর্থ মেয়ে আম্মার।
সব সময় বলে শুধু -
সোজা পথে চলবে তুমি,
ত্যাগ করা মহৎ গুণ
হিংসা-বিদ্বেষ কর না কোনক্ষণ।
ভালবাসা পেতে চাও ,আমাকে দেখে নাও।
শ্বাশুড়ি কি করে মায়ের মত হয়
আমার কাছে আশ্চর্যের বিষয়!!!
অনেকের মত নয় তিনি
ব্উদের ভালবাসে মেয়েদের থেকেও বেশি
সে একজন সহজ সরলা মহিয়সী নারী
তাঁকে ভুলতে পারব না কোননিই।
তিনি খুবই অসুস্থ, আজ তাঁকে দেখতে পারছি না পর্যন্ত!
শুধু আমি একা নই,তাঁর ছেলেরাও আজ কাছে নেই।
বড় ছেলেকে হারিয়েছেন অনেক আগে
বাকি তিন ছেলে প্রবাসে থাকে।
তাঁর অসুস্থতা কেন কাটছে না
দিন তো কম হলনা,
জানি না পাব কোথায় এর উত্তর!
যন্ত্রনাময় ব্যথা সইতে পারছেন না তিনি
ফোন করলেই বলে মা- আম্মার জন্য দোযা কর না বুঝি !
আল্লাহ তাঁকে সুস্থ কর!
আল্লাহ তাঁকে সুস্থ কর!
আল্লাাহ তাঁকে সুস্থ কর!
বিষয়: বিবিধ
১৩১০ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মেয়ের মতো অমন বৌমা...মাশাআল্লাহ!
সৌভাগ্যবতী শাশুড়ি...
মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন!
অনেক ভালো...
তিনি কারো মুখাপেক্ষী নন...
মন্তব্য করতে লগইন করুন