অন্তবাসে ভারতপ্রেম!

লিখেছেন লিখেছেন শারমিন হক ০৬ এপ্রিল, ২০১৪, ০৪:৩৭:৩৮ বিকাল



পতাকা আমার জাতীয় সম্মান ,কি করে রাখব অম্লান!

দেশপ্রেম মুখে নয় সত্যিকারে দেখতে চাই।

পীযুষ বলে - মৌলবাদীরা বাংলাদেশের সর্বনাশা

সবার প্রশ্ন এবার তোমার ঘরণী জয়শ্রী কি!

বাংলা বঙ্গে ভারতের রক্ষীদারিণী!



৩০ লক্ষ মানুষের রক্তে কেনা লাল-সবুজের পতাকা

সেই পতাকার মর্যাদা তোমার বধূ দিয়েছে

কুকুরের গাঁয়ে জড়ায়ে হা হা হা!

চেতনাবাজ স্বাধীনতানামীরা

মুখে বল বাংলা আমার প্রাণ ,অন্তবাসে জড়ায়ে রাখ ভারতের সম্মান।

লোক দেখানো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি,তাই বলে এমন কর কি !

শাহবাগে আর মিলে না পুলিশী পাহাড়ায় বিরায়ানী খাওয়ার সেই মহড়া,

কিছুদিন আগেও যারা ছিল সরকারী দলের পরমপ্রিয়া

আজ তাঁরা হয়ে গেল ডাস্টবিনের ময়লা।

৫ই মে শাপলা চত্ত্বর, মুসলমানের রক্তে হয়েছিল শহিদী চত্ত্বর

ভুলিনি আমরা কিছু ভুলি নি ,সবই রয়েছে অন্তরে!!!

বিষয়: সাহিত্য

১২৮৯ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

203312
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৩৯
রাইয়ান লিখেছেন : অসাধারণ সুন্দর লেখা.... অনেক ধন্যবাদ আপনাকে !
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪২
152642
শারমিন হক লিখেছেন : আপনাকেও জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।ভালো থাকুন সুস্থ থাকুন।
203341
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : প্রতিবেশীর সাথে প্রেম থাকা দরকার আছে।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
183366
শারমিন হক লিখেছেন : প্রেম মানে এমন হওয়ার কোন অর্থ নেই।ধন্যবাদ।
203351
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : জাতি হিসেবে এটা আমাদের জন্য অপমানজনক
203366
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৪৬
হতভাগা লিখেছেন : ১৩.০৩.২০১৪ তেই বাংলাদেশীরা বাংলাদেশকে আসলেই কতটা ভালবাসে তার একটা ভাল প্রমান হয়ে গেছে ।

জয়ার এগুলো নিয়ে তো হাঁপানী দেখানোর আর কারণ থাকতে পারে না সেদিনের পর থেকে।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
183368
শারমিন হক লিখেছেন : নিরপেক্ষ কতগুলো কথা বললেই সব শেষ হয়ে গেল না।
হাপানী নয়;যেটা বাস্তব তা বুঝতে শিখুন।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৯
183406
হতভাগা লিখেছেন : এত বোঝাবুঝির কাজ নাই । বোঝাবোঝি অনেক হয়েছে ।
নামুন নারীবাদীদের মত যেভাবে তারা হেফাজতের ১৩ দফার বিরুদ্ধে সমাবেশ করেছিল ঠিক সেভাবে তাদের কাউন্টার দিয়ে ।

বুঝাবুঝির কাজ বাদ দেন , করে দেখাতে শিখুন । Winking
203375
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
লোকমান লিখেছেন : মুখেই দেশ প্রেম অন্তরে ভারত প্রেম। এরাই দেশের আসল শত্রু।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
183369
শারমিন হক লিখেছেন : খাঁটি কথা বলেছেন।ধন্যবাদ।
203377
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপু সব চেতনার কাজকারবার ,,অন্তরে ভারত মুখে বাংলাদেশ
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
183370
শারমিন হক লিখেছেন : চেতনার ফিল্টার বন্ধ হবার নয়।ধন্যবাদ।
203384
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
মাই নেম ইজ খান লিখেছেন : বুড়ির দুই পায়ের দেড় পাই কবরে গিয়ে ঠেকেছে তারপরও ভীমড়তি যায় না!

শয়তান গুলো!
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪০
183372
শারমিন হক লিখেছেন : হুম।সত্য কথাই বলেছেন ব্রাদার।ধন্যবাদ।
203385
০৬ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:২১
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
183373
শারমিন হক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
203499
০৬ এপ্রিল ২০১৪ রাত ০৯:০৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটাই এখন দেশপ্রেম!!!!
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
183374
শারমিন হক লিখেছেন : হুম;কথা কিন্তু ১০০% কারেক্ট।
১০
203531
০৬ এপ্রিল ২০১৪ রাত ১০:০২
হতভাগা লিখেছেন : ম্যাম , যখন সন্ধ্যা হলেই হিন্দি সিরিয়াল দেখার জন্য রিমোটের দখল আগেভাগেই নেওয়া শুরু করেন তখন কি এসব মনে আসে না ?







২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
183375
শারমিন হক লিখেছেন : সবাইকে এক পালায় ওজন দেয়ার চেষ্টা বন্ধ করুন।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
183404
হতভাগা লিখেছেন : ''সবাইকে এক পালায় ওজন দেয়ার চেষ্টা বন্ধ করুন।''

০ এই গান আর চলে না ।

ব্যতিক্রম থাকতেই পারে তবে তা দিয়ে কখনও মূল স্রোতকে বিচার করা যায় না ।
১১
203681
০৭ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার লিখেছেন। ধন্যবাদ।
২০ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
183377
শারমিন হক লিখেছেন : ধণ্যবাদ আপু।ভালো থাকবেন ।দোযা করবেন।
১২
248110
২৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : তাদের মধ্যে সাম্প্রদায়িক ভাবটা বেশি। তাই হিন্দুরা ভারত ছাড়া কিছুই বুঝেনা। বাংলাদেশ ভারত খেলা হলেও অনেক হিন্দু ভারতকে সাপোর্ট করে। ভারতের সাথে অন্য দেশের সাথে খেলা হলে তো কথাই না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File