গিনিসে রেকর্ড!
লিখেছেন লিখেছেন শারমিন হক ০৩ এপ্রিল, ২০১৪, ০৪:১৩:২১ রাত
জাতীয় সঙ্গীত গেয়ে গিনেস বুকে রেকর্ড করি
দেশে অরাজকতা বিশৃঙ্খলা অবিরত রাখি।
দেশ যাক গোল্লায় আমরা আছি গিনেসে
বলবে কেবা এমন কথা হাসিনা যে সবার সেরা।
মিথ্যায় উনি বদ্ধ পটু,
গুম ,খুন উনার নিত্য নেশা
সত্য কথা বলব কি আর বাকি সব তো সবার জানা।
জনগণ মোদের একটা দাবী -
দেশের তরে শান্তি চাই
গিনেস বুকে রেকর্ড নই।
রেকর্ড মোরা করব বটে
দু্র্নীতি,রাহাজানিকে আগে মারব তবে!
সবার তরে একটি কথা-
বাংলা মোদের রক্তে কেনা,একে তোমরা দিল্লী কর না।
বিষয়: বিবিধ
১১৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন