“ধন্যবাদ তারেক রহমান”

লিখেছেন লিখেছেন শারমিন হক ৩০ মার্চ, ২০১৪, ০৩:২৮:৫৯ দুপুর

সাম্প্রতিক সময়ে তারেক রহমান তাঁর বাবার জন্য যে কাজটা করেছেন তাতে তিনি অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য ।তাঁর একটি কথায় সারা বাংলাদেশে এক অসাধারণ আলোড়ণ সৃষ্টি করেছে।ইতিহাস বিকৃতকারী দল আওয়ামিলীগের টনক নড়েছে বলতে হয়।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এতদিন তাঁরা স্বাধীনতার ঘোষক মানতে নারাজ ছিল।তারেক রহমানের মন্তব্যে আওয়ামিলীগের সুর পাল্টাতে শুরু করেছে।আওয়ামিলীগের অবস্থাটা এমন হয়েছে- স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কিন্তু বাংলার প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান।

বিষয়টা প্রথমে আমার কাছেও খটকা লেগেছিল।কিন্তু,২৬শে মার্চ ১৯৭১ স্বাধীনতার ঘোষণা করা হয় এবং ১৭ই এপ্রিল ১৯৭১ অস্থায়ী সরকার গঠন করা হয়।তাহলে ,অন্তর্বর্তী ২২ দিন রাষ্ট্রপতি কে ছিলেন?



আওয়ামিলীগের অবস্থাটা এমন দাঁড়িয়েছে -ভিক্ষা চাই না,কুত্তা খেদা! দু’দিন আগেও যারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানতে নারাজ ছিল,তাঁরাও আজ তাঁকে নিজের অজান্তেই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে মেনে নিয়েছে।

আজ সকালে ফেবুতে জাহিদুল হক ভাইয়ের ওয়ালে অসাধারণ একটি গল্প দেখলাম।গল্পটি ঠিক এ রকম ছিল-



তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য এবং সরকারের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এরচেয়ে ভালো কোন গল্প মনে করতে পারছিনা ।

এক বুড়ো বাপ তার ছেলেকে জেলে চিঠি লিখেঃ বেটা, আমার অনেক বয়স হইছে। এত বড় ক্ষেত খুদে আলু চাষ করা আমার পক্ষে সম্ভব না।

তুই থাকলে একটু সাহায্য করতে পারতি ।

ছেলে জেল থেকে বাবাকে চিঠিতে জবাব দেয়ঃ তুমি ক্ষেত খুইদো না। ক্ষেতে আমি আমার অস্ত্র লুকিয়ে রাখছি।

পরেরদিন কতগুলো পুলিশ গিয়ে পুরো ক্ষেতখুদে দেখলো, কিন্তু অস্ত্র পেলো না।

ছেলে আবার তার বাবাকে চিঠি লিখলোঃ 'বাবা,আমি জেলে থেকে তোমার এতটুকু সাহায্যই করতে পারলাম।

এখন শুধু আলুর বীজ লাগিয়ে দেও।


পিছনের নথিপত্র ঘাঁটলে দেখা যাবে ১৯৭১ এ শেখ মুজিবরের ৭ই মার্চের ভাষণ ব্যতিত স্বাধীনতা অর্জনে উল্লেখযোগ্য কোন অবদান নেই।

স্বাধীনতার ঘোষক তো দূরের কথা প্রথম রাষ্ট্রপতির স্থানটা ও হাতছাড়া হয়ে যাবে।আওয়ামিলীগের চামচাদের কথা না হয় বাদই দিলাম তাঁদের পূজনীয় শেখ মুজিবরের অবস্থানটা্ হচ্ছে এই ।

বিষয়: রাজনীতি

১৪০২ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

200324
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৪:০২
ভিশু লিখেছেন : আওয়ামী লীগ একটি উদ্ভট-চিন্তার, চরম অসহিষ্ণু, মাস্তান প্রকৃতির দল! মিথ্যা-ধোঁকাবাজি-লুটপাটকে যারা রাজনীতির একমাত্র অবলম্বন করে নিয়েছেন - ঐদলটি তাতে সেকেণ্ড টু নান! আর বিএনপি মিথ্যাও বলতে জানে না, ভালো করে সত্যও বলতে পারে না! কিছু চেষ্টা চলছে, তবে অপ্রতুল! দেখি তারেক আরো কি করতে পারেন...Day Dreaming
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৭
150076
সুমাইয়া হাবীবা লিখেছেন : Waiting
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৪:১৩
150077
ভিশু লিখেছেন : কপাল-কুঁচকে কি দেখছেন ওভাবে?! আমার ভয় হচ্ছে...Worried তারেকের প্রতি পজিটিভ দৃষ্টি নিয়েই বলেছি আমি...Happy @মিসেস সুমু...~:>
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০১
150127
শারমিন হক লিখেছেন : প্রথম মন্তব্যকারী হিসেবে রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

বি এন পির মাঝে কিছু সুবিধাবাদী লোক আছে যারা জামাত এলার্জিতে আক্রান্ত।
৩১ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩৪
150511
সুমাইয়া হাবীবা লিখেছেন : Smug
200328
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৭
সুমাইয়া হাবীবা লিখেছেন : একদম মনের কথাটা বলেছেন বোন! Loser
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
150128
শারমিন হক লিখেছেন : ধন্যবাদ
200342
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৮
জোবাইর চৌধুরী লিখেছেন : দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশের মুক্তিযোদ্ধারা তো নয়ই এমন নি বিএনপিও অতীতে কখনো এই বিষয়টি নিয়ে এগিয়ে আসে নি।
২৬ শে মার্চ থেকে ১৭ই এপ্রিল এই কটা দিন জিয়াই ছিল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। কেউ স্বীকার করল কি করল না তাতে কিছুই যায় আসে না, ইতিহাস তার আপন প্রয়োজনেই এটি স্বীকার করতে বাধ্য।

৭ই মার্চের ভাষন শেষে শেখ মুজিব বলেছিলেন "জিয়ে পাকিস্হান" এটা একটি ঐতিহাসিক সত্য। আজ হোক কাল হোক এই সত্যও একদিন বেরিয়ে এসে ৭ই মার্চের স্বাধীনতার ঘোষনা দাবীর অসারতা আবারো প্রকাশ করবে। ধন্যবাদ আপনাকে।
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
150130
শারমিন হক লিখেছেন : হ্যাঁ, জোবাইর ভাই তারেকে রহমানের বক্তব্য প্রথমে আমার কাছেও খটকা লেগেছিল।কিন্তু,এটা সত্য ২৬ শে মার্চ থেকে ১৭ই এপ্রিল পর্যন্ত এদেশের রাষ্ট্রপ্রধান কে ছিল!আওয়ামিলীগের কাছে এর কোন জবাব আছে?হুম,শেখ মুজিবর রহমান স্বাধীনতার ঘোষক তো নয়ই; দেশের প্রথম রাষ্ট্রপতির পথটাও হারাতে যাচ্ছেন।এবার শুধু সময়ের অপেক্ষা..............ইনশাহআল্লাহ!
200347
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩১
আহমদ মুসা লিখেছেন : তারিক জিয়ার আচানক দাবীতে আওয়ামী শিবিরে এখন চেড়ে মা কেদে বাচি অবস্থা।
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২১
150133
শারমিন হক লিখেছেন : হুম,আওয়ামিলীগ এমন বেকায়দায় আর কোন দিন পড়ছে কিনা; আমার মনে হয় না!!!!!!!!
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
150135
শারমিন হক লিখেছেন : হুম,আওয়ামিলীগ এমন বেকায়দায় আর কোন দিন পড়ছে কিনা; আমার মনে হয় না!!!!!!!!
200359
৩০ মার্চ ২০১৪ বিকাল ০৫:০১
আমি মুসাফির লিখেছেন : মানুষ অমানুষ হলে বলা হয় পশু ।
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামীলীগ ।
আর আওয়ামীলীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি ।
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
150139
শারমিন হক লিখেছেন : আওয়ামিলীগকে সঠিকভাবে সংজ্ঞায়িত করার জন্য ধন্যবাদ।কিন্তু,দুর্ভাগ্য এ পশুরাই আজ আমাদের মাথায় চেপে বসে আছে।
200408
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
সিটিজি৪বিডি লিখেছেন : রাজনীতির এই নোংরা খেলা আর কতকাল চলতে থাকবে?
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
150145
শারমিন হক লিখেছেন : যতদিন আমরা বোকা থাকব।ধন্যবাদ
200411
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
মেঘ ভাঙা রোদ লিখেছেন : তারেক রহমান দেশে আসলে নাকি তাকে বাশ দিয়ে পিটিয়ে চামড়া তুলে নিবে আওয়ামী লীগ।
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
150147
শারমিন হক লিখেছেন : বাঁশ তো দূরের কথা ক্ষমতার পালাবদল হলে তাঁদেরকে(যারা বলেছে)ঈঁদুরের গর্তেও খুঁজে পাওয়া যাবে না।
200436
৩০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
শেখের পোলা লিখেছেন : "খুজহু বিল মওতে হাত্তা ইয়ারজা বিল হুম্মা" মৃত্যু দিতে চাইলে অন্তত জ্বর নিতে রাজি হবেই৷ তারেক এই পলিসী এ্যপ্লাই করেছে৷
৩১ মার্চ ২০১৪ রাত ০৯:৩৫
150664
শারমিন হক লিখেছেন : যাই যা হোক কথাগুলো ফেলনা নয়।
হিসেবমতে,শহীদ প্রেসিডেন্ট জিয়া্উর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।ধন্যবাদ
200500
৩০ মার্চ ২০১৪ রাত ০৯:১৩
বুঝিনা লিখেছেন : আহমদ মুসা লিখেছেন : তারিক জিয়ার আচানক দাবীতে আওয়ামী শিবিরে এখন চেড়ে মা কেদে বাচি অবস্থা।
৩১ মার্চ ২০১৪ রাত ০৯:৩৬
150665
শারমিন হক লিখেছেন : হুম,রাইট।ধন্যবাদ।Happy>- Happy>-
১০
200588
৩১ মার্চ ২০১৪ সকাল ০৫:০৪
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
৩১ মার্চ ২০১৪ রাত ০৯:৩৭
150666
শারমিন হক লিখেছেন : ভালো লেগেছে....বেশ তো আমারও ভালো লাগল।ভাল থাকুন,সুস্থ থাকুন।কমেন্টটা একটু বড় করুন।ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File