“ধন্যবাদ তারেক রহমান”
লিখেছেন লিখেছেন শারমিন হক ৩০ মার্চ, ২০১৪, ০৩:২৮:৫৯ দুপুর
সাম্প্রতিক সময়ে তারেক রহমান তাঁর বাবার জন্য যে কাজটা করেছেন তাতে তিনি অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য ।তাঁর একটি কথায় সারা বাংলাদেশে এক অসাধারণ আলোড়ণ সৃষ্টি করেছে।ইতিহাস বিকৃতকারী দল আওয়ামিলীগের টনক নড়েছে বলতে হয়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে এতদিন তাঁরা স্বাধীনতার ঘোষক মানতে নারাজ ছিল।তারেক রহমানের মন্তব্যে আওয়ামিলীগের সুর পাল্টাতে শুরু করেছে।আওয়ামিলীগের অবস্থাটা এমন হয়েছে- স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান কিন্তু বাংলার প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবর রহমান।
বিষয়টা প্রথমে আমার কাছেও খটকা লেগেছিল।কিন্তু,২৬শে মার্চ ১৯৭১ স্বাধীনতার ঘোষণা করা হয় এবং ১৭ই এপ্রিল ১৯৭১ অস্থায়ী সরকার গঠন করা হয়।তাহলে ,অন্তর্বর্তী ২২ দিন রাষ্ট্রপতি কে ছিলেন?
আওয়ামিলীগের অবস্থাটা এমন দাঁড়িয়েছে -ভিক্ষা চাই না,কুত্তা খেদা! দু’দিন আগেও যারা জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানতে নারাজ ছিল,তাঁরাও আজ তাঁকে নিজের অজান্তেই জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে মেনে নিয়েছে।
আজ সকালে ফেবুতে জাহিদুল হক ভাইয়ের ওয়ালে অসাধারণ একটি গল্প দেখলাম।গল্পটি ঠিক এ রকম ছিল-
তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য এবং সরকারের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় এরচেয়ে ভালো কোন গল্প মনে করতে পারছিনা ।
এক বুড়ো বাপ তার ছেলেকে জেলে চিঠি লিখেঃ বেটা, আমার অনেক বয়স হইছে। এত বড় ক্ষেত খুদে আলু চাষ করা আমার পক্ষে সম্ভব না।
তুই থাকলে একটু সাহায্য করতে পারতি ।
ছেলে জেল থেকে বাবাকে চিঠিতে জবাব দেয়ঃ তুমি ক্ষেত খুইদো না। ক্ষেতে আমি আমার অস্ত্র লুকিয়ে রাখছি।
পরেরদিন কতগুলো পুলিশ গিয়ে পুরো ক্ষেতখুদে দেখলো, কিন্তু অস্ত্র পেলো না।
ছেলে আবার তার বাবাকে চিঠি লিখলোঃ 'বাবা,আমি জেলে থেকে তোমার এতটুকু সাহায্যই করতে পারলাম।
এখন শুধু আলুর বীজ লাগিয়ে দেও।
পিছনের নথিপত্র ঘাঁটলে দেখা যাবে ১৯৭১ এ শেখ মুজিবরের ৭ই মার্চের ভাষণ ব্যতিত স্বাধীনতা অর্জনে উল্লেখযোগ্য কোন অবদান নেই।
স্বাধীনতার ঘোষক তো দূরের কথা প্রথম রাষ্ট্রপতির স্থানটা ও হাতছাড়া হয়ে যাবে।আওয়ামিলীগের চামচাদের কথা না হয় বাদই দিলাম তাঁদের পূজনীয় শেখ মুজিবরের অবস্থানটা্ হচ্ছে এই ।
বিষয়: রাজনীতি
১৩৯২ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বি এন পির মাঝে কিছু সুবিধাবাদী লোক আছে যারা জামাত এলার্জিতে আক্রান্ত।
২৬ শে মার্চ থেকে ১৭ই এপ্রিল এই কটা দিন জিয়াই ছিল বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। কেউ স্বীকার করল কি করল না তাতে কিছুই যায় আসে না, ইতিহাস তার আপন প্রয়োজনেই এটি স্বীকার করতে বাধ্য।
৭ই মার্চের ভাষন শেষে শেখ মুজিব বলেছিলেন "জিয়ে পাকিস্হান" এটা একটি ঐতিহাসিক সত্য। আজ হোক কাল হোক এই সত্যও একদিন বেরিয়ে এসে ৭ই মার্চের স্বাধীনতার ঘোষনা দাবীর অসারতা আবারো প্রকাশ করবে। ধন্যবাদ আপনাকে।
পশুর অধঃপতন হলে তাকে ডাকা হয় আওয়ামীলীগ ।
আর আওয়ামীলীগের পরে আর কোন জানোয়ারের সন্ধান
পশু বিজ্ঞানীরা এ পর্যন্ত দিতে পারেনি ।
হিসেবমতে,শহীদ প্রেসিডেন্ট জিয়া্উর রহমানই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন