সাংবাদিক,সংবাদ আওয়ামি বিরোধী হলেই ..!
লিখেছেন লিখেছেন শারমিন হক ১৭ জানুয়ারি, ২০১৪, ১১:২৭:৫৬ সকাল
উপপাদ্যঃ“হাম্বালীগের বিরোধিতা করলেই দারুণ ধরা।”
সাধারণ নির্বচন:
সাংবাদিকরা সত্য খবর প্রকাশ করলেই তাঁদেরকে সিলগালা করে অবৈধ সরকার হাসিনা।
বিশেষ নির্বচন:
সাংবাদিকরা দোষ না করে ও দোষী, আর হাম্বালীগরা দোষ করে ও নিষ্পাপ।
প্রমাণঃ
ক্ষমতার ৫ বছর মানুষের উপর অন্যায় ,অত্যাচার করেও থামে নি আওয়ামিলীগ।এখন তাঁরা অবৈধ ভাবে ক্ষমতা টিকে থাকার টিকিট ভারত কর্তৃক ক্রয় করতে বদ্ধ পরিকর।কারণ,ভারত চাচ্ছে না বাংলাদেশে কোন শান্তি আসুক।যাই হোক মাহমুদুর রহমানকে অন্যোয়ভাবে আটক করে হাসিনার সন্ত্রাসী পুলিশলীগ।আমার দেশ বন্ধ করা হয় সত্যকে উন্মোচন করার অপরাধে।একইভাবে আলেমদের হত্যা করার ভিডিও প্রকাশে অভিযুক্ত হয়ে বন্ধ হয় দিগন্ত টিভি।অবশেষে বাংলাদেশের নাগরিকদের হত্যা করা ভারতের গুন্ডাবাহিনী দিয়ে যা প্রকাশ পেয়েছিল ইনকিলাবে।তাঁদেরকেও ছেড়ে দেয়নি হাযেনা সরকার ।তাঁদেরকেও সিলগালা সহ আটক করা হয়েছে।
দৃষ্টান্তঃ
এত কিছু করে রেহাই পাবে বলেই ভারতের সন্ত্রাসীদের দিয়ে হত্যা করা হয়েছিল দেশের একমাত্র হাতিয়ার ৫৭ জন সেনা অফিসার সহ সাধারণ সৈনিকদের।
উপসংহারঃ
বাংলার মানুষ হাসিনাকে অক্ষরে অক্ষরে চিনে ফেলেছে।সময় এলে প্রতিশোধ নিবে কড়ায়গন্ডায়।
বিষয়: রাজনীতি
১১১৭ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
এই কথাটি মেনে চলেই মনকে দেবেন সান্ত্বনা
রাত পোহাতে কত দেরী পাঞ্জেরী?ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন