“আশরাফকে আর ছাড় দেয়া যায় না,অন্য কোন নেতা হলে এতদিনে ছিঁড়ে ফেলতাম” -মতি +আলু

লিখেছেন লিখেছেন শারমিন হক ০২ জানুয়ারি, ২০১৪, ১১:২৪:৩৬ সকাল

তারেক রহমান এবং শমসের মুবিন চৌধুরীর ফোনালাপ প্রকাশ।

এটাই প্রথম না,এর আগেও খালেদা জিয়া এবং শেখ হাসিনার ফোনালাপ প্রকাশ করা হয়েছে।

জানি না কারা এ ন্যাক্কারজনক জঘন্য খেলায় মেতে উঠেছে।

তারেক রহমানের ফোনালাপ প্রকাশ করে আওয়ামিলীগ কতটা বেনিফিট অর্জন করেছে তা বলতে পারব না ,বাট বি এন পি অনেক লাভবান হয়েছে।এই ফোনালাপ প্রকাশের মধ্য দিয়ে বি এন পি আরো একবার নতুন করে নতুন ধারায় উজ্জিবীত হয়েছে একথা বলেতে হয়।

এই ফোনালাপের মাধ্যমে প্রকাশ পেয়েছে তারেক রহমানের বর্তমান রাজনৈতিক চিন্তাধারা।উঠে এসেছে তৃণমূল মানুষের জন্য তাঁর চিন্তাধারা।প্রকাশ পেয়েছে বি এন পির পলাতক নেতাকর্মিদের প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া।

“জয়ের মত তাঁর মুখে উচ্চারিত হয় নি-আমরা ক্ষমতায় গেলে বোরকার পরিমান কমাব,মাদ্রাসার ছাত্র কমাতে হবে.................................!”

সেই সাথে মতি আলুরও ফোনালাপ প্রকাশ পেয়েছে ,সামাজিক যোগাযোগের মাধ্যম ফেইসবুকের মাধ্যমে জানতে পারলাম।তাঁর ফোনালাপে বুঝতে পারলাম প্রথম আলু কতটা জন্ডিসে আক্রান্ত।গণমাধ্যমের সাংবাদিক হচ্ছে একটি রাষ্ট্রের চোখ,বিবেক।কিন্তু,আমাদের দেশের গণমাধ্যম এবং সাংবাদিদের চরিত্র প্রশ্নবিন্দু।তাঁরা কি আসলেই দেশের জন্য ভালো কিছু করছে নাকি দেশের অবনতি ডেকে আনছে!

তাঁরা হলুদ সাংবাদিকতার সব রেকর্ডকে ছাড়িয়ে গিয়েছে।

তাঁরা সাদাকে কালো,আর কালোকে সাদা বানাতে সদা প্রস্তুত।মতি আলু অবৈধ সরকার দলীয কর্মকাণ্ড প্রকাশ করতে সর্বদা লজ্জায় লজ্জিত হয় এবং সেই লজ্জাকে ঢাকে বিরোধী দলের উপর দোষ চাপিয়ে।ফটো সেশনে ও তাঁরা বদ্ধপটু।মুহূর্তের মধ্যেই তাঁরা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানাতে পারে।

বি এন পির উচিত হবে ক্ষমতায় গিয়েই প্রথম এই হলুদ সাংবাদিকতাকে সমূলে উৎপাটন করা।কলুষিত মুক্ত করা এ সম্মানজনক পেশাটিকে তাতে নিজ দলীয় হোক কিংবা বিরোধী দলীয় হোক

বিষয়: রাজনীতি

১৪০৮ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158285
০২ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৭
মুক্তধারা লিখেছেন : হাত ও চোখ বাঁধা অবস্থায় শেখ মুজিবের কাছে নিয়ে যাওয়া হয়, শেখ কামাল মাথায় গুলি করে।
Click this link
০৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৭
113349
শারমিন হক লিখেছেন : ওরাতো হায়েনা,এর থেকে বেশি জানে না।কমেন্ট করার জন্য ধন্যবাদ।ভালো থাকবেন।
158287
০২ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৩৬
সিটিজি৪বিডি লিখেছেন : বিএনপি কি বাআল সরকারকে ক্ষমতা থেকে সরাতে?
০৩ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৫৮
113350
শারমিন হক লিখেছেন : আল্লাহ করলে সবই সম্ভব।ধন্যবাদ।
158298
০২ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৫৫
জোবাইর চৌধুরী লিখেছেন : ঠিকই বলেছেন, তারেক ও শমশের মুবিনের ফোনালাপ প্রকাশের ফলে নেতা এবং কর্মীদের কাছে হাইকমান্ডের চিন্তাধারাগুলো আবারো স্পষ্ট হয়েছে।
০৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০০
113351
শারমিন হক লিখেছেন : তাঁদের ফোনালাপ প্রকাশ পাওয়াতে খারাপের থেকে ভালোই হয়েছে।কারো জন্য গর্ত খুঁড়লে নিজেকে সেই গর্তে পরতে কথাটা আবারো প্রমাণিত হলো।ধন্যবাদ।
158308
০২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৬
শিশির ভেজা ভোর লিখেছেন : এগুলা ফাঁস করা ঠিক না।
০৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০১
113352
শারমিন হক লিখেছেন : আমি ও আপনার শতভাগ সহমত।Good Luck Good Luck
158310
০২ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৫
নেহায়েৎ লিখেছেন :
বি এন পির উচিত হবে ক্ষমতায় গিয়েই প্রথম এই হলুদ সাংবাদিকতাকে সমূলে উৎপাটন করা।
০৩ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০২
113353
শারমিন হক লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File