ছটফট হাসিনা ।
লিখেছেন লিখেছেন শারমিন হক ০৪ অক্টোবর, ২০১৩, ০৯:১৫:২৫ রাত
সালাহউদ্দিন কাদেরকে না পাওয়ার যন্ত্রণায় ছটফট করতে থাকা হাসিনা এখন কিছুটা হলেও মিথ্যে শান্তির নিশ্বাস ফেলার চেষ্টা করলেন।ছ্যাকা খেয়েছে কি হয়েছে সাকাকে জেলের মধ্যে আটকিয়ে রাখতে পেরেছে এটাই হাসিনার কাছে বড় পাওয়া।হাসিনার অপমানবোধ হওয়ার কিছু নেই বিয়ের পিড়িতে না বসলেও অপরাধের কাটগড়ায় সাকাকে ঠিকই দাঁড় করাতে পেরেছেন।অবাকের বিষয় হল সাকাকে সাথে ভ্রমণ করতে নেয়নি ঠিকই কিন্তু দেশে ফিরেই প্রতিশোধের আগুন নিভাতে সাকাকে প্রহসন দেয়া হল যেটা ক্যাঙ্গারু ট্রাইবুন্যালের পাগলামি ছাড়া আর কিছুই নয়।নিজেকে হিরোইন হিসেবে আবার ও প্রমাণ করে ছাড়ল আমাদের পিএম।কিন্তু ,হিরো কে বুঝলাম না।হা হা হা.....!
বিষয়: বিবিধ
১৪৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন