ইসলামিক ব্লগার এবংভিজিটরদের দৃষ্টি আকর্ষণ।
লিখেছেন লিখেছেন শারমিন হক ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ০৯:৪৯:২৭ রাত
আসসালামু আলাইকুম।
আমি লেখালেখিতে তেমন পারদর্শি নই ।তরপর ও খুব লিখতে মনে চায় এবং মাঝেমধ্যে লিখি ।কিন্তু আজ আমি অন্য একটি বিষয় বলতে চাই।নাস্তিকরা বিভিন্নভাবে তাঁদের জটিলতা,শয়তানী মনোভাব অনায়াসে প্রচার করে যাচ্ছে।আজ থেকে বিগত কয়েক বছর আগেও বাংলাদেশের মাটিতে নাস্তিকতা মনোভাব সম্পন্ন লোক থাকলে তাঁরা বর্তমান সময়ের মত প্রকাশ্যে ধর্মকে কটাক্ষ করতে পারেনি যদিও তসলিমা নাসরিনের উদয় ঘটেছিল কিন্তু সে দেশ ছাড়তে বাধ্য হয়েছে।আজ আবার তাঁর মতই কিছু শয়তান ওঠে পড়ে লেগেছে ধর্মকে কটূক্তি করতে।এভাবে চলতে থাকলে রাবেয়া বসরীর পরিবর্তে জন্ম নিবেন রোকেয়া প্রাচির মত পতিতা।তাই আমার ক্ষুদ্র মন থেকে এইসব নাস্তিকদের প্রতিবাদ করতে অর্থাৎ তাঁদের প্রকৃত চরিত্র তুলে ধরতে ইচ্ছা পোষন করেছি।আমি ওদের পরিচয়কে একটি উপন্যাসের মাধ্যমে তুলে ধরতে চাই।অবশ্য আমি ইতিমধ্যে লিখা শুরু করেছি।যার নাম দিয়েছি ”ভুল।”আপনাদের কাছ বলার কারণ আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার লেখা মার্জিত ওসময়োপযোগী করে তুলতে পারি।যেহেতু আমি প্রবাসে থাকি তাই কিভাবে বইটি প্রকাশ করতে পারি সে বিষয়ে কারো জানা থাকলে আমাকে পরামর্শ ও সহযোগীতা করার অনুরোধ রইল।সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
শারমিন হক।
বিষয়: বিবিধ
১৮৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন