জিয়াউর রহমান “জাতীয়তাবাদী দল” প্রতিষ্ঠা করেন আজকের এইদিনে এবং জন্মদিনে অবহেলিত,উপেক্ষিত জেনারেল ওসমানী।
লিখেছেন লিখেছেন শারমিন হক ০১ সেপ্টেম্বর, ২০১৩, ১০:০৯:২৬ রাত
পৃথিবীতে মানুষ আসে এবং চলেও যায় কিন্তু ক’জনই বা পারে ভাল মানব হয়ে মানুষের স্মৃতিপটে অমর হয়ে থাকতে ।এদের সংখ্যা খুব বেশি না হলেও এরা মানুষের মনে যে জায়গাটুকু করে নিয়েছে তা কিন্তু যে কেউই করতে পারে না একথা অনস্বীকার্য ।তাঁদেরই মধ্যে একজন শহীদ জিয়াউর রহমান যিনি শুধু বাংলা জনতার কাছেই সুপ্রিয় ছিলেন না ,ছিলেন সারা বিশ্বের কিাছে ।তাঁর মধ্যমে বাংলাদেশের পরিচয়টা খুব দ্রুত সারা বিশ্বের কাছে ছড়িয়ে পড়ে ।
স্বাধীনতার ঘোষক,সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলা মানুষের এক গর্বিত নেতার নাম যার জন্য সবার মন আজও কাঁদে ।যার আহবানে সাধারণ জনতা ঝাঁপিয়ে পড়েছিল পাক হানাদারদের উপর এবং নয় মাসের রক্তক্ষযী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের জন্ম হয়।তিনি শুধু স্বাধীনতার ঘোষকই নন একজন স্বক্রিয় মুক্তিযোদ্ধা।১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মহানায়ক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক,বাংলাদেশের জাতীয়তাবাদ দর্শনের প্রবক্তা,দেশ উন্নয়নও অগ্রগতি রাজনীতির গুণগত পথপ্রদর্শক।এক কথায় বলতে গেলে-জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রুপকার ।১৯৭৮ সালের আজকের এ দিনে তিনি “বাংলাদেশ জাতীয়তাবাদী দল”(বি এন পি ) প্রতিষ্ঠা করেন।
জেনারেল ওসমানী ১৯৭১ সালে বাংলাদেশের যুদ্ধক্ষেত্রে এক অবিস্মরণীয় নাম এবং এ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক।তিনি ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাক বাহিনীর প্রধান নেয়াজির আত্মসমার্পণে উপস্থিত না থাকলে ও পরবর্তীতে আওয়ামীতে সক্রিয়ভাবে কাজ করেন ।মূলত,তিনি যুদ্ধের পূর্ববর্তী সময়ে অর্থাৎ ১৯৭০ সালেই আ’লীগে যোগদান করেন।কিন্তু,আজ তিনি তাঁর জন্মদিনে অবহেলিত,উপেক্ষিত ।অথচ,তিনি ছিলেন আ’লীগ সমর্থিত একজন নেতা ।১৯৭৫ সালে শেখ মুজিব কর্তৃক চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় বাকশাল ব্যবস্থা প্রবর্তিত হলে তিনি(ওসমানী) তার ঘোর বিরোধিতা করেন একইসাথে তিনি তাঁর সংসদ সদস্যপদ এবং আ’লীগ সদস্যপদও ত্যাগ করেন এটাই তাঁর অবহেলিত,উপেক্ষিত হওয়ার মূল কারণ।আওয়ামিলীগ এমনই একটা মেশিন যেখানে প্রবেশ করলে রাজাকার স্বয়ংক্রিয়ভাবে মুক্তিযোদ্ধা হয় একইসাথে মুক্তিযোদ্ধারা ন্যায়ের পক্ষে কথা বললে এবং তা আ’লীগের বিপক্ষে গেলে তাঁরা রাজাকার হয়ে যায়।যার উদাহরণ-মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানী এবং বঙ্গবীর
বিষয়: রাজনীতি
১৩৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন