কাক কাকের গোশত না খেলেও শকুন কিন্তু কাকের গোশত ঠিকই খায় ।
লিখেছেন লিখেছেন শারমিন হক ৩১ আগস্ট, ২০১৩, ০৮:২৭:১৩ রাত
খুবই অবাক হলাম বিডি নিউজ টুয়েন্টিফোর.কম এ জাফর ইকবালের একটি লেখা পড়ে।মূল কথা ছিল -দুর্নীতিবাজ ভিসি আনোয়ারের পক্ষপাতিত্ব করতে গিয়ে উনি এতটাই লজ্জিত হয়েছেন যে সেই লজ্জা রাখার মত কোন ভাণ্ডার খুঁজে না পেয়ে তা তাঁর লেখনীর মধ্যে উদগীরণ ঘটিয়ে কিছুটা হালকা হবার চেষ্টা করেন ।
কেন?
মনে আছে সেই ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসের বিডিআর বিদ্রোহের কথা যেখানে প্রাণহানি ঘটেছিল অর্ধশতাধিক সেনা অফিসারদের যারা ছিল বাঙ্গালীর হাতে গড়া দেশের সূর্যসন্তান।পিলখানার নির্মম হত্যাকাণ্ডের খুনিরা স্ব-সম্মানে প্রবেশ করেছিল গণভবনে।বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনা সামনি বসে মিটিং করলেন ঐসব খুনিদের সাথে !নাটক উপাস্থাপিত হতে শুরু করল সাধারন ক্ষমা ঘোষণার মধ্য দিয়ে ।ওদিকেম্যানহোল থেকে বের হতে শুরু করল সেনা অফিসারদের ইউনিফর্ম পড়া বিকৃত লাশ ।তখন এ লজ্জা কোথায় ছিল?নাকি কলমের কালি ছিল না।
উনি কি ভুলে গেলেন ভিসিকে পদত্যাগ করতে বাধ্য করানো উনার সেই নিজের আন্দোলনের কথা ।যেখানে সন্ত্রাসী ছাত্রদের ব্যবহার করেছিলেন এই জাফর স্যার।ক্যাডার দিয়ে যখন ঐ ভিসির বৃদ্ধা মা,শিশুসন্তানসহ স্ত্রী পরিজনকে আঁটকিয়ে আগুন দিয়েছিল এবং সামনে দাঁড়িয়ে সেইসব সন্ত্রাসীদের নিরাপত্তাবেশে তদারকি করেছিল তখন মানবাধিকারের বিন্দুমাত্র ত্রুটি হয়নি বরং আইনের শাসনও বহাল ছিল!
৯০% এর বেশি স্ব-দলীয় আ’লীগ পন্থী শিক্ষকদের নেতৃত্বে এমন গান্ধিবাদী পদ্ধতিতে ভিসি তাঁড়ানোর আন্দোলন হয়েছে দেখেই জাফর স্যার এত লজ্জিত।জাবির শিক্ষকরা যদি তাঁর মত বিধ্বংস পথে আন্দোলন করতেন তাহলে উনি আর এত লজ্জা পেতেন না ।
বর্তমান সময়ের প্রেক্ষাপটে সবথেকে কলঙ্কিত,দুর্নীতিবাজ ভিসি আনোয়ার ।যার পক্ষ অবলম্বন করেছেন তাঁরই মত আরেক জন জাফর স্যার এবং সে খুবই লজ্জা পেযেছেন সাথে তা বলার ভাষাও সে হারিয়ে ফেলেছেন ।বর্ণচোরা আনোয়ার এমনই নরাধম যে কিনা প্রখ্যাত মুফাচ্ছিরে কোরআন আল্লামা দেলোযার হোসেন সাঈদীকে যেদিন ফাঁসির রায দেয়া হয় সেদিন এ মহান ব্যক্তি কিছু কথা বলতে চাওয়ায় এ শয়তান তাঁর দিকে তেঁড়ে যায় এবং চুপ চুপ কুত্তার বাচ্চা বলে গালি দেয় ।যে গালিতে আমার মত ছোট্র মানুষের হৃদয়কেও ব্যথিত করেছিল ।মহান আল্লাহ তাআলার তরফ হতে ঐদিন থেকেই ফয়সালা হয়ে গিয়েছিল ভিসি আনোয়ারের জন্য অপমান ,অপদস্ত হওয়া ।এখন তার প্রতিফলন ঘটতেছে বাকিটা দেথার অপেক্ষায় ।
গত চারদলীয় জোট সরকারের আমলে জাফর ইকবালের লেখনীতে কলম চলেছিল বিদ্যুৎগতিতে যা এখন স্তিমিত সূর্য এর মত ।প্রতিদিনই খুন,ধর্ষণ ,দুর্নীতি এ জাতীয় বিষয়ের উপর তাঁর লেখা প্রকাশিত হত ।কিন্তু মহাজোট ক্ষমতায় আসার পর উনি কেমন জানি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন।পদ্মা সেতু,হলমার্ক,ডেসটিনি,শেয়ার বাজার এসব যেন কোন দুর্নীতিই নয় উনাদের কাছে ।বর্তমান সময়ের খুন,ধর্ষণ ,রাহাজানি এজাতীয় কার্যকলাপ বিগত সময়ের সকল রেকর্ডকে ভঙ্গ করেছে সেক্ষেত্রে উনার কলম নিরব।অথচ,এক কাক আরেক শকুনকে বাঁচাতে তাঁর (কাক) দরদ যেন উপচে পড়ছে ।মনে রাখতে হবে কাক কাকের গোশত না খেলেও শকুন কিন্তু কাকের গোশত ঠিকই খায় ।
বিষয়: বিবিধ
১৩৫২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন