ঐশীদের অধঃপতনে নিষ্ক্রিয় আমাদের সমাজব্যবস্থা ।

লিখেছেন লিখেছেন শারমিন হক ২২ আগস্ট, ২০১৩, ০৭:৪৭:৫১ সন্ধ্যা

ধর্মীয় শিক্ষা জীবন গড়ার মূলমন্ত্র ।

ধর্মীয় মূল্যবোধ যার যত বেশি সে তত বেশি আলোকিত ও মহিমানিত্ব ।

ধর্মীয় শিক্ষার অভাবে দেশ আজ অসামাজিক কার্যকলাপের দাবানলে দাউ দাউ করে জ্বলছে ।

আধুনিকতার নামে দিনে দিনে বেড়েই চলেছে খুন,রাহাজানি, ধর্ষণ,মাদকাসক্তি সহ নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড যা সমাজকে শুধু ধ্বংসই নয় করেছে দিশেহারা ।

যার ফলশ্রুতিতে জন্ম নিচ্ছে ঐশীর মত হাজার ও মাদকাসক্ত মেয়ের ।

বস্তুত,

ঐশীকে যদি তাঁর বাবা-মা সঠিকপথে পরিচালনা করতে পারত তাহলে এই ঐশী মাদকাসক্ত না হয়ে,হয়তো হতে পারত সমাজের আলোর দিশারি ।

ঐশী নামটা শুনলে মনে হয় মেযেটা আর যাই হোক বাবা-মাকে খুন করার মত ঘৃণিত কাজ করতে পারে না ।

কিন্তু ,নির্মম হলেও সত্য যে ঐশীই তাঁর বাবা-মার খুনি ।

এর দায়ভার কে নিবে সমাজ নাকি রাষ্ট্র ;কিইবা এর পরিণতি !

কিছুই হবে না,কেউই নিবে না এর দায়ভার ।

কিছুদিন বিষয়টা নিয়ে খুব তোলপাড় হবে মাত্র,এছাড়া কিছুই নয় ।

অথচ,

এ অবস্হার জন্য কেবলমাত্র ঐশীর বাবা-মা একা নয়,প্রত্যক্ষ আর পরোক্ষ যেভাবেই হোক সমাজ কিংবা রাষ্ট্র কোন অংশে কম দায়ী নয় বরং এরাও এর সাথে ওতপ্রোতভাবে জড়িত।

জড়িত আমাদের সমাজব্যবস্হার অপসংস্কৃতি ।

জড়িত আমাদের সমাজের সুশীল নামধারী কিছু চুশীল ব্যক্তিবর্গ ।

রোকেয়া প্রাচি ,মিতা হক,সুলতানা কামাল,অদিতি ফাল্গুনি,জাফর ইকবাল,ইনু ,মেনন,কামরুল,শাহরিয়া কবির এরা আজ কো্থায় !

এরাতো আধুনিকতা নামক বেহায়াপনা সমাজব্যবস্থার উদ্বেল হাওয়ায় উদ্ভেসিত ।

আজ তাঁদের গলাবাজি কোথায় !

তাঁরাতো অনবরত ধর্মীয় শিক্ষা নিয়ে নানা ধরণের কু-মন্তব্য করতে বদ্ধ পটু ।

এদের কাছে আধুনিকতা নামক উচ্ছৃঙ্খলা হচ্ছে অমেয় সুধার মত ।

কিন্তু,এই আধুনিকতা আমাদেরকে কি দিয়েছে !

তেমন ভাল কিছুতো দেয়নি বরং সমাজটাকে অসভ্যতার দিকে ঠেলে দিচ্ছে ।

অন্যথায়,

মাদ্রাসায় পড়ুয়া ছাত্র-ছাত্রীরা এরকম করা তো দূরের কথা কখনও ভাবে কিনা তাও সন্দেহের বিষয় ।

কেননা তাঁরা ধর্মীয় মূল্যবোধে ইংরেজি মিডিয়ামে পড়ুয়াদের থেকে অনেক এগিয়ে ।

শুধু তাই নয় এরা সমাজের অসামাজিক কর্মকাণ্ড থেকেও অনেক দুরে থাকে ।

তবে ইংরেজি মিডিয়ামে পড়া খারাপ তা বলছি না ।

কারণ,ধর্মীয় মূল্যবোধটাই হচ্ছে মূল বিষয় ।

ধর্মীয় মূল্যবোধই হচ্ছে জীবেনকে সঠিক পথে পরিচালনা করার শ্রেষ্ট চাবিকাঠি ।

ঐশীর বাবা-মা যেমন তাঁকে সঠিক শিক্ষা দিতে ব্যর্থ হযেছে ;

ঠিক একইভাবে সমাজ,রাষ্ট্রও তাঁকে ভাল কিছু দিতে পারেনি ।

পেরেছে অসভ্যতার নোংরামি আস্তাকুঁড়ে ফেলে দিতে ।

অথচ,

এই ঐশীই যদি ধর্মীয় শিক্ষার আলোতে বড় হতে পারত তবে এ ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটা কখনই সম্ভব হত না ।

কারণ,ধর্মই তাঁকে মাদকাসক্ত সহ অন্যান্য অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বাধ্য করত ।

বিষয়: বিবিধ

১৩৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File