জাফর ষাঁড়ের ভয়ংকর মিথ্যাচার ।

লিখেছেন লিখেছেন শারমিন হক ১৬ আগস্ট, ২০১৩, ১১:১১:১৭ রাত

জাফর ইকবাল হচ্ছে একটা শিক্ষিত শয়তান যার অস্তিত্বই হচ্ছে মিথ্যাকে ঘিরে ।

উনি শিক্ষক জাতির কলঙ্ক যার মিথ্যাচারের সীমা বলে বা লিখে শেষ করার মত নয় ।

আজ বিডি টুয়েন্টিনিউজে এর একটা লেখা পড়ে দেখলাম যার কোথায়ও সত্য কিছু বলছে বলে মনে হল না ।

সম্পূর্ণ লেখাটা ছিল মিথ্যা থেকে বের হয়ে আসার উপর কিন্তু প্রতিটি লাইনে মিথ্যার আস্ফালন ঘটিয়েছে বারংবার ।

মাহমুদুর রহমান সমন্ধে মিথ্যাচারের পাশাপাশি তাঁর জনপ্রিয়তাকে কটাক্ষ করেছে তথাকথিত মুক্তিযুদ্ধ চেতনায় উদ্বুদ্ধ এ চেতনাদারি ।

৫ই মে গভীর রাতে সরকার হেফাজতে ইসলামের উপর যে গণহত্যা চালিয়েছিল তা নিয়ে চাটুকারতার যেন শেষ নেই এ জাফর ইকবালের ।

মূলকথা হচ্ছে -জাফর ইকবাল তাঁর শিক্ষাকতার আড়ালে সরকারের দালালি করায় ব্যস্ত যার জন্য শাহবাগ নিয়ে তাঁর এত উন্মাদনা ।

৫ই মে কোন মানুষকে হত্যা করা হয়নি,

অধিকার তাঁর প্রতিবেদনে ৬১ জনের শাহাদাত বরণের মিথ্যে তথ্য দিয়েছে,

মাহমুদুর রহমান হলুদ সাংবাদিক,

ব্লগাররা ইসলাম ও রাসূল(সাঃ) কে নিয়ে কটূক্তি করে নি ।

এসব বলে সে তাঁর প্রকৃত পরিচয় তুলে ধরেছে ।

এই হচ্ছে তাঁর সত্যবাদিতার নমুনা ।

জাফর স্যার

মাহমুদুর রহমান সম্বন্ধে করেছে জঘন্য মিথ্যাচার ।

সালাম জানাই এই মহাবীরকে ,

সাহসের বাতিঘর আমারদেশ পত্রিকার সম্পাদক তিনি তাঁর পত্রিকায় যেসব প্রতিবেদন প্রকাশ করেছে তার কোনটি মিথ্যা ?

১.স্কাইপি কেলেঙ্কারি !

আমি দাঁড়াইয়া যামু,আপনি বসাইয়া দিবেন লোকে ভাববে আমাদের মধ্যে কোন সম্পর্ক নাই

হা হা হা হা হা হা হা ................

সরকার গেছে পাগল হইয়া তাঁরা তিনটা রায় আগে চায়...............

তিনটা রায় দিন আপনাকে আপিল বিভাগ নিয়া আসব.......

সাঈদির এটাতো কোন মামলাই না গ্রাম্য শালিসের মত অথচ সরকার তাঁর রায়টাই আগে চায় ...............

২.নাস্তিক ব্লগাররা কি আল্লাহ্ ওনবী রাসূল (সাঃ) সম্বন্ধে অবমাননাকর গালাগালি করে নি?

যাকে ঘোষণা করা হয়েছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ সেই ব্লগার থাবা বাবাকে কেন নিহত হয়েছিল ?

কেন আহত হয়েছিল আসিফ মহিউদ্দিন ?

কেন নাস্তিক নবির উপর আক্রমণ হয়েছিল?

এরা কি গণজাগরণ মঞ্চের সাথে জড়িত ছিল না ?

যখন সরকার বাধ্য হয়েছিল তিন ব্লগার নাস্তিককে গ্রেফতার করতে ,তখন গণজাগরণ মঞ্চের নেতা কুলাঙ্গার ডঃ ইমরান এইচ সরকার, রাজাকার খাইরুদ্দিনের নাতি ঐসব নাস্তিক ব্লগারদের মুক্তির দাবী তুলে নি?

এতে কি প্রতীয়মাণ হয় না ,যে গণজাগরণ মঞ্চের এরা নাস্তিক ?

মাহমুদুর রহমানের প্রতিবেদনে কোথায় মিথ্যা ছিল?কোথায় হলুদ সাংবাদিকতা ছিল তা আমার বোধগম্য নয় ।

৩.প্রথম আলোর জৈষ্ঠ সাংবাদিক আনিসুল হক কুরআনের আয়াতকে বিকৃত করে সহী রাজাকারনামা লিখে নি ?

এরাত (জাফর)সেই শিক্ষিত শয়তান ।

যখন কালা মানিক ধর্ষণে সেঞ্চুরি করে,

পান্না মাস্টারদেড় শতাধিক ছাত্রীর ইজ্জত নিয়ে খেলা করে,

ছাত্রলীগ যখন টেণ্ডার বাজি করতে গিয়ে নিরাপরাধ শিশুকে গুলি করে হত্য করে,

বিশ্বজিৎকে যখন প্রকাশ্যে দিবালোকে ছাত্রলীগের সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে,

তখন এদের মাথা কচ্ছপের মত ভিতরে চলে যায়

মুখ শামুকের মত আঁটকে যায় ।

তখন এরাই হয়ে যযায় বোবা বধির ।

এদের দাবী বর্তমান সময়ে কলেজ,বিশ্ববিদ্যালয় শান্তিতে আছে কিন্তু বাস্তবে তার পুরোটাই ব্যতিক্রম ।

এইতো কয়েক মাস আগে দক্ষিণবঙ্গের অন্যতম সেরা বরিশাল বি এম কলেজের নতুন অধ্যক্ষকে ঘাড় ধাক্কা দিয়ে ,পাছায় লাথি মেরে কলেজ থেকে বের করে দেয় ।

তখন এ জাফরদের চেতনায় আঘাত লাগে না, কারণ তাঁরা মুজিব চেতনা বাস্তবায়ন করতেছে ।

বিষয়: রাজনীতি

১৮৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File