ডিজিটাল চেতনার উদয় ।
লিখেছেন লিখেছেন শারমিন হক ১৩ আগস্ট, ২০১৩, ০৫:৩১:২৬ বিকাল
চেতনা চেতনা চেতনা
কিসের এত চেতনা !
চেতনা কি শুধু আওয়ামিলীগ পন্থিদের জন্য জায়েযকৃত একটি ইস্যু যা থেকে অন্য সবাই বঞ্চিত !
স্বাধীন দেশের জনতার আশা পেট পুরে দু’বেলা দু ‘মুঠো ভাত খেয়ে শান্তিমত ধর্ম পালন করে জীবন পার করা।
চেতনা নামক বেহায়াপনার গজব থেকে মানুষ আজ মুক্তি চাচ্ছে ।
তথাকথিত যুদ্ধাপরাধের নাটক সাজিয়ে তৈরি করল শাহবাগের গণজাগরণ মঞ্চ যেখানে দিন কিংবা রাত বলতে কোন কথা ছিল না সারাক্ষণ কিছু বিপথগামী ছেলেমেয়েরা সরকারের ছত্রছায়ায় ফাঁসি চাই,ফাঁসি চাই শ্লোগানের পাশাপাশি তাঁদের কু-রুচিপূর্ণ চরিত্রের মাধ্যমে সর্বশ্রেষ্ট ধর্ম ইসলাম ও নবী রাসূল(সাঃ) কে কটূক্তি করার মত ঘৃণ্য ও ক্ষমার অযোগ্য অপরাধ করেও মুক্তিযুদ্ধ চেতনার পক্ষের শক্তি বলে পার পেয়ে যায় কিছু নষ্ট কুলাঙ্গার ।
যারা কিনা সবসময় ব্যস্ত থাকত গান বাজনা,নেশাজাতীয় দ্রব্যাদিএবং বিরানি খাওয়াসহ অশ্লীল কার্যকলাপে।
এই যদি হয় মুক্তিযুদ্ধের চেতনা তবে আমি এ চেতনাবাদীদের দলে নই,ঘৃণা করি এ চেতনাকে।
যেই চেতনা আমার ধর্ম ও প্রিয় নবী রাসূল (সাঃ) কে কটাক্ষ করে সেই চেতনা কখনই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না
এবং
সেই চেতনা মানি না,কখনও চাই না ।
যারা দেশকে স্বধীন করেছিল তাঁদের উদ্দেশ্য ছিল -
দেশের মানুষকে দাসত্ত্বের হাত থেকে রক্ষা করা,
পরাধীনতা গ্লাণি মুছে ফেলা,
যে যার ধর্ম নিদ্বিধায় পালন করা,
সু -শাসন কায়েম করা ।
মূলকথা,দেশকে একটি শান্তিকামী রাষ্ট্রে পরিণত করা ।
অথচ যারা নিজেদেরকে স্বাধীনতার পক্ষের শক্তি বলে দাবি করছে তাঁদের চরিত্র সম্পূর্ণই এর বিপরীত তাহলে উনারা কিভাবে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হলেন আমার বোধগম্য নয়,
উনারাই ভাল জানেন।
ইদানিং শাহবাগীদের সাথে কিছু নতুন পাগলের আমদানি হয়েছে যারা জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাসী ।
এরা হলেন মিতা রায়,অদিতি ফাল্গুনি যারা বাঙ্গালী হওয়ার নব্য সংঙ্গা আবিষ্কার করেছে ।
ঘোমটা,হিজাব ,বোরকা এগুলো নিয়ে উনাদের মাথা ব্যথার কোন অন্ত নেই ।
অথচ,পতিতা সানি লিওনের নামে যখন পোশাক বের হয় তখন এদের সংস্কৃতিতে মোটেই আঘাত হানে না ।কারন খোলামেলা থাকাটাই এদের কাছে বেশ পছন্দনীয় ।
তাই তো তখন মুখে কুলুপ এঁটে বসে থাকে ।
মোটকথা হচ্ছে ,চেতনার আড়ালে এরা নিজেদের মনগড়া সংস্কৃতি গড়তে চায এবং ইসলামি রীতিনীতি সমাজ থেকে তুলে ফেলতে চায় ।
ডিজিটাল সরকারের ডিজিটাল চেতনাদারিরা ডিজিটাল সংস্কৃতি দ্বারা ইসলামকে কখনই ধ্বংস করতে পারবে না ।
ইনশাহআাল্লাহ্
বিষয়: রাজনীতি
১১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন