’’শিক্ষা অর্জন মানেই সুশিক্ষা নয় ।”
লিখেছেন লিখেছেন শারমিন হক ২৭ জুলাই, ২০১৩, ১১:১৯:০৯ রাত
শিক্ষক শিক্ষার কারিগর ।
শিক্ষক ছাত্র-ছাত্রীদের কোমলমতি মনকে বিকশিত করে,
দেখায় আলোকিত পথ,
দূর করে অন্ধকারের কালিমা ।
শিক্ষক একটি সমাজের আলোর নিদর্শন স্বরুপ,
সমাজ থেকে কুশিক্ষা বিতাড়িত করে সমাজকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যায়।
কিন্তু বর্তমান প্রেক্ষাপট দেখলে ভয়ে শিউরে ওঠি ভাবি কোথায় হারিয়ে গেল সেইসব শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ।
তবে সব শিক্ষক এক নয় তাও জানি;
এভাবে চলতে থাকলে শিক্ষকদের প্রতি অভিভাবক,ছাত্র-ছাত্রী সহ প্রত্যেকের শ্রদ্ধা ,
ভালবাসা বিলীন হয়ে যাবে ,
জাতির উন্নতিতে অন্তরায় হবে শিক্ষক ।
এরকমটা হওযার কারণ অভিভাবকের উদাসীনতা, সুশিক্ষার অভাব,মনুষ্যত্বের ঘাটতি,সামাজিক অবক্ষয় সহ ধর্মীয় মূল্যবোধ ।
সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোকে আমি বিচ্ছিন্ন ঘটনা বলে মানতে রাজি নয় ।
এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ,গড়ে তুলতে হবে জনসচেতনতা ,নিতে হবে এ ধরনের শিক্ষকদের প্রতি কঠোর পদক্ষেপ,
না হয় এরকম হাজারও পরিমল থেকে পান্না মাসটারের জন্ম হবে ।
ধিক এসব নরাধম
মুখোশধারী শিক্ষক নামক কুলাঙ্গারদের,
এরা শিক্ষক নয় সমাজের আবর্জনা ,
এরা সমাজকে আলোকিত নয়, করে কলুষিত ।
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন