মমতাময়ী মা
লিখেছেন লিখেছেন শারমিন হক ২৭ জুলাই, ২০১৩, ০৩:২৩:২২ দুপুর
মা তুমি অনেক ভালো তোমাকে দেখি না কত দিন হলো !
দশ মাস দশ দিন গর্ভে রেখে একদিন তুমি জন্ম দিলে,
মায়ের মত মহিয়সী হয়ে, ”আসে না কেউ এ দুনিয়ার তরে”
মা সন্তানের কষ্ট বুঝে অন্য সবাই মুচকি হাসে ।
সন্তান হারালে মা কখনও না ভুলে,
সন্তান যদি মরেগো হায় একমাএ মায়েরই মনে রয় ।
মায়ের মত নিঃস্বার্থ এ পৃথিবীতে নেই আরতো,
মা ছোট থেকে বড় করে অন্যরা শুধু ব্যবহার করে ।
তোমাকে দিয়েছি কতই যাতনা,আমার সাথে কভু আড়ি করতে না
তুমি আমার গর্ভধারিণী আমাকে ক্ষমা করে দাও সর্বক্ষণি ।
যেদিকে তাকাই মগো,কোথাও তোমাকে পাইনা গো,
তোমাকে দেখতে বড় মন চায় কি করে দেখব হায় ।
মনে পড়ে সেই ছোট্র বেলার কথা,
একবার পড়ে গিয়ে মুখে পেয়েছিলাম ব্যথা
তুমি বুঝতে না পেরে আমাকে খুব মেরেছিলে
পরক্ষণে আমাকে ধরে অনেকক্ষন কেঁদেছিলে ।
স্কুরে চলে যেতাম কাছে এসে ফিরে পেতাম,
কলেজে যেতাম চলে তুমি থাকতে চিন্তার ঘোরে
ইউনিভার্সিটির জীবনটাতে অভাব বোধ করি তোমার আদরটাকে
সেই হাসিমাখা মুখখানি দেখব কখন জানি ?
মাগো তোমার ঋণ কভু শোধ করতে পারব না ।
আমাকে কখনও ভুল বঝ না্ ।
মায়ের মত আপনজন হয় না কভু অন্যজন
সবাই শুধু দোষ খুঁজে বেড়ায়,
মা ভূলে যায় সর্বক্ষণ
এই তো জীবন চলার নাট্যমঞ্চ এর নেই যে কোন শেষ সীমান্ত !
শারমিন হক
INTERNATIONAL ISLAMIC UNIVERSITY MALAYSIA
DEPARTMENT OF ICT
বিষয়: সাহিত্য
১২৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন