ইসলামী সমাজ" এর উদ্যোগে শান্তিপূর্ণ "মানব বন্ধনের" আয়োজন করা হয়েছে
লিখেছেন লিখেছেন আকবার১ ২৯ এপ্রিল, ২০১৭, ০৬:৪০:৩৯ সন্ধ্যা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ!
সম্মানিত দেশবাসী,
আসছে আগামী পহেলা মে, ২০১৭ ঈসায়ী, রোজ সোমবার সকাল ১১টায়। জাতীয় প্রেসক্লাব সংলগ্ন রাস্তায়- "আন্তর্জাতিক শ্রমিক দিবস" উপলক্ষ্যে
সৃষ্টিকর্তা আল্লাহর সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্বের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র পরিচালিত না হওয়ায় শ্রমিকসহ সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার এবং সুশাসন ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়ে দুর্ভোগ ও অশান্তিতে কাল কাটাচ্ছে। বিধায়- "মানুষের নয়! সার্বভৌমত্ব, আইন-বিধান ও নিরংকুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর" এই মহাসত্যের ভিত্তিতে 'জাতীয় ঐক্য' গঠন করে সুশাসন, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় আল্লাহর আইন-বিধান দিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনার উদ্দেশ্যে- "ইসলামী সমাজ" এর উদ্যোগে শান্তিপূর্ণ "মানব বন্ধনের" আয়োজন করা হয়েছে। উক্ত মানব বন্ধনের সার্বিক নেতৃত্ব দিবেন- আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তাঁরই আইন-বিধান ও কর্তৃত্বের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমীর,
হযরত সৈয়দ হুমায়ূন কবীর।
দল-মত নির্বিশেষে দেশবাসী সকলকে উক্ত মানব বন্ধনে শামিল হওয়ার জন্য আন্তরিক আহ্বান করছি-
আমন্ত্রণে-
মোঃ আবু রাশেদ সিদ্দিক
সদস্য ইসলামী সমাজ।
বিষয়: বিবিধ
১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন