আমার ছোট বেলা ও বেঁদেদের জীবন ধারা।
লিখেছেন লিখেছেন আকবার১ ০৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০৭:৩১ রাত
সময়ের সিঁড়ি বেঁয়ে অনেকটা পথ চলে এসেছি, অনেক দিন পর মনে পড়লো ছোট বেলার কথা, কখনো, সাইকেল চালানো,ঘুড়ি উড়ানো, মাছ ধরা, নৌকা বাওয়া, মটরশুঁটি খাওয়া, আম, জাম,কাঁঠাল, নারিকেল পাড়া ,দূরান্ত ডানা পিঠে জীবন। আমি এক সময়ে গ্রামে ছিলাম। তখন প্রাইমারী বিদ্যালয়ে পড়াশুনা করতাম।আমাদের এক সহপাঠী ছিল, ওর নাম হাবিব। বেদে পরিবার থেকে আসা। এক সময়ে ওদের নৌকায় ছিল আবাস। পরিবারে সবাই, মাছ ধরা, বড়শী বাওয়া, শিঙ্গা দেওয়া এ ধরনে পেশায় জড়িত ছিল। কালক্রমে আর্থিক সঙ্গী হওয়ায় , ডাঙ্গা চলে এসেছে। গ্রামে বাড়ী তৈরি করে। বেদে গোত্রের সবাই ইসলাম ধর্মের ছায়াতলে এসে যায়। তবুও গ্রামের সবাই এক চোখে দেখতও না। ওদের সাথে গ্রামের কেউ আত্মীয়তা করত না। খুব কম লোকই মিশতও। আমার সাথে হাবিবের বন্ধুত্ব গ্রামের মক্তব এবং প্রাইমারী স্কুল থেকে। আমি প্রায়ই ওদের বাড়ীতে যেতাম।হাবিবের আম্মা আমাকে যথেষ্ট স্নেহ করতেন এবং আমাকে যথেষ্ট খাওয়াতেন। একদিন ইস্কুল শেষে, আমাদের বাসায় নিয়ে আসলাম। ফাঁকে বড় মামা দেখে ফেললেন। জিজ্ঞাসা করলেন, ঐ ছেলেটা কে? বললাম হাবিব, আমার সাথে পড়ে। খোজ নিয়ে জানলো ও বাঁদ্যা বাড়ীর ছেলে হূম ! আমার আম্মাকে শাসিয়ে গেল।তোর ছেলে,গোল্লায় গেছে।আমাদের মান সম্মান আছে না।মামারা চৌধুরী পরিবার। যার তার সাথে মিশতে নেই। আব্বা তখন সার্কেল অফিসার উন্নয়ন। আম্মু , মামাকে বললেন, ওরা মুসলিম। আম্মু শুধু বললেন, হাবিবকে বাসায় ,নিয়ে আসবিনা,আব্বু আমাকে কিছু বলেনি। আমার অন্য ভাই বোনরাও পছন্দ করত না। ওদের দৃষ্টিতে, হাবিরা নিচু স্তরের লোক, মুখে ইসলাম, বাস্তবে অনইসলাম। হায়রে পৃথিবী। আব্বু প্রতি তিন বছর পর পর বদলী, হঠাৎ তিন বছর কেটে গেছে, টেরও পাইনি। আমি তখন ৫ম শ্রেণীর ছাএ। আমাদের পুরো পরিবারকে অন্য থানায় যেতে হবে। যাওয়ার এক সপ্তাহ আগে হাবিবের আম্মার সাথে দেখা করে আসলাম। খালাম্মা কেঁদে ছিল। আজ অনেক বছর, বেদেরা আজও সমাজে উপেক্ষিত, যেখানে ইসলাম ১৪শত বছর আগে ঘোষণা দিয়েছে, একজন মুসলিম ভাই অন্য মুসলিমের ভাই, একজন মুসলিম বোন , আমারই বোন, হোক না সে সমাজের নিচু স্তর থেকে আসা।এর সাথে বেদেদের জীবন ধারার ভিডিও সংযোগ করা হলও। যদি ভিডিওটি সেকুলার ধারার, ওখানে দ্বীনি দাওয়াতি কাজ করার জায়গা রয়েছে। কেউ এগিয়ে গেলে বেদেনী বোনরা ইসলামের দাওয়াত পেত। যেমন পেয়েছিল হাবিবরা,জানিনা হাবিব আজ কোথায় আছে।
বিষয়: বিবিধ
১৪১৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো / অনেক ধন্যবাদ
ভালো লাগলো। জাজাকাল্লাহু খাইর।
আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় APA
জাজাকাল্লাহু খাইর
মন্তব্য করতে লগইন করুন