ফখরুল ছাগলের ফাঁসি চাই।

লিখেছেন লিখেছেন আকবার১ ০৪ অক্টোবর, ২০১৫, ০৫:১৩:৫৮ বিকাল



সব সময় জামাত ও শিবির ও ছাত্রী সংস্থার আপুদের নিকাব

নিয়ে যুদ্ধ। মাঝে মধ্যে আইএস ,কখনো তালেবান। তার লেখায় বুঝা যায়। সে মাজার পূজায় বিশ্বাসী।

(১) মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আপনাদের দুয়ার জোড় আমরা দেখছি সেই ১৯৪১ সাল হতে । সাইদীর দুয়ার জোড় দেখেছি । শেষে দেখছি তার চাঁদে দেখা যাওয়ার কারামাত ! ।

কথায় আছে , শুকুনের দোয়ায় গরু পর্যন্ত মরে না । সুতরাং আজাব ও গজব তো পরের ব্যাপার । আপনারা হলেন গোখড়া সাপের চেয়েও বিষাক্ত । এজন্য এই অক্টোবর মাসে ২০০৬ সালে আপনাদের কিছু গেলমানকে লোকেরা সাপের মতো পিটিয়ে তক্তা বানিয়েছে । তখন আপনাদের দোয়া আল্লাহ কবুল তো করেনই নাই , বরং আপনাদের পালের গোদাদের আল্লাহ ফাসির ব্যবস্হা করেছেন ।

আপনার উপরও আল্লাহর আজাব ও গজব বর্ষিত হোক । আল্লাহ আপনাকে হাশরের মাঠে বিষাক্ত সাপ হিসেবে উঠাক । অন্তত ছাগল হিসেবে উঠাক । আল্লাহ আপনাকে নির্বংশ করে দিন । আমীন ।

ফকরুল ইসলামী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে বাজে লেখে, নীচে তার নমুনা।

খুব শিগ্রই নরপিচাশ আলী আহসান মুজাহিদের ফাঁসি হতে যাচ্ছে ।

তিনি, নব্য জামানার মুনাফিকদের সর্দার গোলাম আযমের প্রিয় শিষ্য। যার হাত দিয়ে বাস্তবায়ন ঘটেছে অসংখ্য গণহত্যার নীল নকশা। বাংলার বুদ্ধিজীবি হত্যার মূল পরিকল্পনার অন্যতম রুপকার ছিলেন এই মুজাহিদ।

তিরিশ লক্ষ বাঙ্গালী হত্যার দায়ে অভিযুক্ত ৪ লক্ষ নির্যাতিতার উপর কৃত সকল মানবতা বিরোধী অপরাধের জন্যে দায়ী।

তাই ফকরুল কে ব্যান করা হোক।

বিষয়: বিবিধ

১৭৯৮ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

344377
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৭
রাজাকারের কন্ঠস্বর লিখেছেন : সত্যিই এ ব্লগের শ্রেষ্ঠ আবালদের মধ্যে সে একজন
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
285690
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আকবার ভাই
গত কয়েকদিন থেকে চিন্তা করছিলাম এই রাম ছাগলটার ব্যাপারে কটাক্ষ করে ব্লগ দিই কিন্তু সময় কুলিয়ে না উঠাতে সম্ভব হয়নি
আপনার সাথে সম্পুর্ন একমত
এই রামছাগল একটা মাজার পুজারী অথবা চর্মনাই আলার দালাল অথবা আশেকের দেওয়ানা
আপনাকে অনেক ধন্যবাদ
344378
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২৯
আকবার১ লিখেছেন : আপনার সাথে একমত।
344379
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছাগল তো ছাগলই। ওকে এভয়েড করাই ভাল। তবে ছবি ভুল দিয়েছেন। এটা পাঠা। আর সেই পাবলিক হল খাসি। কোন কিছু উৎপাদন এর ক্ষমতা তার নাই।
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৪২
285689
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
285691
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : আমি ওকে ব্লগ করে রেখেছি রামছাগল কয়েক দিন পর পর এসে হয়তো জামায়াত নয়তো শিবির নয়তো ছাত্রিসংস্থার বিরুদ্ধে লিখা মনে হয় ক্ষমতার পালা বদল হলে এদেরকেও আওয়ামিলীগের কাতারে দাড় করানো হবে
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
285707
আকবার১ লিখেছেন : আমেরিকায় খাসি পাওয়া যায় না। তাই ফকরুলকে পাঠা বানালাম।
344383
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৪২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ফখরুল একজন মাজারপূজারী ছাগল থুক্কু খাসী।
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:০৩
285692
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪১
285704
আকবার১ লিখেছেন : সহমত
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৮:৩৭
285722
আকবার১ লিখেছেন : সহমত। একবার লিখেছিল, মাজার ছুঁয়ে যুদ্ধ করবে।
344392
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২০
আবু জারীর লিখেছেন : Mad no ১
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
285708
আকবার১ লিখেছেন : ইসলামী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে লিখে যাচ্ছে। গঠন মূলক লেখলে আমি কিছু বলতাম না। সে তাদের চরিএ নিয়ে লেখচ্ছে।
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৮:৩৬
285721
আকবার১ লিখেছেন : আবু জারীর ভাই,একমত
344401
০৪ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
শেখের পোলা লিখেছেন : ফখরুল একজন অসভ্য জানোয়ারের চাইতেও অধম৷ তাকে ব্যান না করা হলে আসুন ব্লক করি ও এড়িয়ে চলি৷
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৮:১২
285714
আকবার১ লিখেছেন : একমত
344407
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৮:০৬
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এটাকি ইসলামী আন্দোলনের কর্মীর কর্ম???? এই ধরনের কর্ম করেন বলেই ফকরুলের মত উগ্রপন্থী তৈরি হয়।

আগে নিজকে ঠিক করুন তারপর ফকরুলদের নিয়ে লিখুন! !!
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৮:১১
285713
আকবার১ লিখেছেন : জী ভাই, একমত। এমন কি আপুদের নিকাবের
বিরুদ্ধে বলে। চুপ করে থাকা দুর্বল ঈমানের লক্ষন।
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৮:২১
285715
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পারলে ওনার লেখার বিরুদ্ধে যুক্তি কন্ডন করে লিখুন... ফাঁসি চেয়ে লাভ কি? কার কাছে ফাঁসি চান??
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৮:৩৫
285720
আকবার১ লিখেছেন : ওনার ফালতু লেখা পিছনে সময় নষ্ট করা ঠিক
হবে না। দেশের বাহিরে থাকি। ফাঁসি প্রতিকী মাএ।
০৫ অক্টোবর ২০১৫ রাত ০৪:০২
285792
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আমি চাই ফখরুল আরো লিখুক তাকে লিখতে দিন। সমস্যা কোথায়.? আলোচনা সমালোচনা বিহীন সফলতা সফলতাই নয়! সমলোচনা না থাকলে ইসলামী আন্দোলন সেই কবেই মুছে যেত। আলোচনা আছে বলেই মানুষ যাচাই করার সুযোগ পায়।
344417
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:০২
রক্তলাল লিখেছেন : @নুর ভাই - যুক্তি খন্ডণ? তা হচ্ছে এরকম - "পাগলে কি না বলে ছাগলে কি না খায়"

তার মত বেকার বসে বসে দস্তা দস্তা ছাইপাশ লেখার সময় আছে - আমাদের নাই।
আমি এই পোস্টের সাথে একমত - তবে ফখরুল একটা মাতাল খাসী।
344423
০৪ অক্টোবর ২০১৫ রাত ০৯:৪৫
মনসুর আহামেদ লিখেছেন : আমি জানি না, ফকরুল সাহেবের কোন কাজ কর্ম নাই। বাংলাদেশে বসে এ কাজ করছে। পারলে
নিজেই একটা সংগঠন অপেন করুক। পার্কে, বস্তিতে,সেখানে মানুষ নামাজ কালাম জানে না।
সে খানে দাওয়ার কাজে ব্যাস্ত রাখতে পারে।
০৫ অক্টোবর ২০১৫ রাত ০৪:৫৮
285797
আকবার১ লিখেছেন : সহমত
১০
344433
০৪ অক্টোবর ২০১৫ রাত ১০:৩৯
জ্ঞানের কথা লিখেছেন : ছাগলটি বেশ। ওনার অনেকগুলো আইডি আছে কোনটা ব্যান করবেন?
১১
344460
০৫ অক্টোবর ২০১৫ রাত ০৪:৪৮
আকবার১ লিখেছেন :

আল্লাহর আজাব ও গজব ফকরুলের উপর বর্ষিত হোক । ছাত্র শিবির দেশ-জাতি-ধর্মের সৈনিক ।ফকরুল আমাদের জন্য এক কাল সাপ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File