ফখরুল ছাগলের ফাঁসি চাই।
লিখেছেন লিখেছেন আকবার১ ০৪ অক্টোবর, ২০১৫, ০৫:১৩:৫৮ বিকাল
সব সময় জামাত ও শিবির ও ছাত্রী সংস্থার আপুদের নিকাব
নিয়ে যুদ্ধ। মাঝে মধ্যে আইএস ,কখনো তালেবান। তার লেখায় বুঝা যায়। সে মাজার পূজায় বিশ্বাসী।
(১) মোহাম্মদ ফখরুল ইসলাম লিখেছেন : আপনাদের দুয়ার জোড় আমরা দেখছি সেই ১৯৪১ সাল হতে । সাইদীর দুয়ার জোড় দেখেছি । শেষে দেখছি তার চাঁদে দেখা যাওয়ার কারামাত ! ।
কথায় আছে , শুকুনের দোয়ায় গরু পর্যন্ত মরে না । সুতরাং আজাব ও গজব তো পরের ব্যাপার । আপনারা হলেন গোখড়া সাপের চেয়েও বিষাক্ত । এজন্য এই অক্টোবর মাসে ২০০৬ সালে আপনাদের কিছু গেলমানকে লোকেরা সাপের মতো পিটিয়ে তক্তা বানিয়েছে । তখন আপনাদের দোয়া আল্লাহ কবুল তো করেনই নাই , বরং আপনাদের পালের গোদাদের আল্লাহ ফাসির ব্যবস্হা করেছেন ।
আপনার উপরও আল্লাহর আজাব ও গজব বর্ষিত হোক । আল্লাহ আপনাকে হাশরের মাঠে বিষাক্ত সাপ হিসেবে উঠাক । অন্তত ছাগল হিসেবে উঠাক । আল্লাহ আপনাকে নির্বংশ করে দিন । আমীন ।
ফকরুল ইসলামী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে বাজে লেখে, নীচে তার নমুনা।
খুব শিগ্রই নরপিচাশ আলী আহসান মুজাহিদের ফাঁসি হতে যাচ্ছে ।
তিনি, নব্য জামানার মুনাফিকদের সর্দার গোলাম আযমের প্রিয় শিষ্য। যার হাত দিয়ে বাস্তবায়ন ঘটেছে অসংখ্য গণহত্যার নীল নকশা। বাংলার বুদ্ধিজীবি হত্যার মূল পরিকল্পনার অন্যতম রুপকার ছিলেন এই মুজাহিদ।
তিরিশ লক্ষ বাঙ্গালী হত্যার দায়ে অভিযুক্ত ৪ লক্ষ নির্যাতিতার উপর কৃত সকল মানবতা বিরোধী অপরাধের জন্যে দায়ী।
তাই ফকরুল কে ব্যান করা হোক।
বিষয়: বিবিধ
১৭৯৮ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গত কয়েকদিন থেকে চিন্তা করছিলাম এই রাম ছাগলটার ব্যাপারে কটাক্ষ করে ব্লগ দিই কিন্তু সময় কুলিয়ে না উঠাতে সম্ভব হয়নি
আপনার সাথে সম্পুর্ন একমত
এই রামছাগল একটা মাজার পুজারী অথবা চর্মনাই আলার দালাল অথবা আশেকের দেওয়ানা
আপনাকে অনেক ধন্যবাদ
আগে নিজকে ঠিক করুন তারপর ফকরুলদের নিয়ে লিখুন! !!
বিরুদ্ধে বলে। চুপ করে থাকা দুর্বল ঈমানের লক্ষন।
হবে না। দেশের বাহিরে থাকি। ফাঁসি প্রতিকী মাএ।
তার মত বেকার বসে বসে দস্তা দস্তা ছাইপাশ লেখার সময় আছে - আমাদের নাই।
আমি এই পোস্টের সাথে একমত - তবে ফখরুল একটা মাতাল খাসী।
নিজেই একটা সংগঠন অপেন করুক। পার্কে, বস্তিতে,সেখানে মানুষ নামাজ কালাম জানে না।
সে খানে দাওয়ার কাজে ব্যাস্ত রাখতে পারে।
আল্লাহর আজাব ও গজব ফকরুলের উপর বর্ষিত হোক । ছাত্র শিবির দেশ-জাতি-ধর্মের সৈনিক ।ফকরুল আমাদের জন্য এক কাল সাপ ।
মন্তব্য করতে লগইন করুন