চেতনার বড়ি
লিখেছেন লিখেছেন ট্রাস্টেড থিফ ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:২৬:২১ সকাল
-যাদের কাছে খালি বোতল আছে জমা দেন। ভাই সব ইহা এমন একটি বড়ি যাহা নিছক আমবাত জামবাতের জন্য নয় । আপনি যদি চাপাতি শিল্পী, চুরি শিল্পী, ছিনতাই শিল্পী, বুলেট নিক্ষেপণ কারুকার্যের কারিগর, নিষ্পাপ ধর্ষক মাস্টার, টেন্ডার গুরু, স্টার ডাইল খাদক, কালোবাজারের ধবল সাদা চেয়ারম্যান, ফরমালিন বিহীন ঘুষ খাদক, ভূমীর প্রেমে মজনু মাসল প্রদর্শক, লাল গালিচার সংবর্ধিত খুনি হইতে চান তাহা হইলে প্রেত্যেক দিন কয়েকশ বেলা করিয়া এই বড়ি সেবন করিবেন। যে যত বেশী সেবন করিতে পারিবেন তিনি তত তাড়া তাড়ি কামিয়াব হতে পারবেন। এই বড়িটার নাম হইলো গিয়া চেতনার বড়ি। আপনার চেতনার দন্ডে প্রাণ সঞ্চার করে আপনাকে আটো কামিয়াব করে দিবে।
- ভাই এইডা খাইয়েন না এইডা চেতনা নাশক বড়ি। এইডা খাইলে খাইলে আপনি ঘুমাইয়া যাবেন। আর কখনই জাগতে পারবেন না।
-এই কোন হালায় কইছেরে। ওই ধইরা আন ওরে।
- আনছি ওস্তাদ...।
- আমার MJI জাফরীয়া ফিল্টারটা কই। এই তো পাইছি। ওই হান্দা এই ফিলটারের ভিতর দিয়া।
- কিল্লাই?
- ওই, এই হালায় বেশী কথা কয়। অর মাথা চিপাই এইডার ভিতর দিয়া হান্দাইয়া দে।
- এই হালা ঢুক ঢুক।
- কিরে ফিল্টারে কি রিপোর্ট দিছে?
-ওস্তাদ এতক্ষণ যা বড়ী খাওয়াইছেন একটাও হজম হয় নাই হালার।
- তাইলে আর কি বে নজিররে খবর দে।
বিষয়: বিবিধ
১৪৪৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লাগলে কইয়া পালান
মন্তব্য করতে লগইন করুন