নষ্ট ডোবা

লিখেছেন লিখেছেন ট্রাস্টেড থিফ ০২ ডিসেম্বর, ২০১৩, ০৭:৪০:৫১ সকাল

আরে রাজনীতিই খারাপ, ইহা একটা পচা ডোবা। কথা হচ্ছে ইনারা নাকে কাপড় দিয়ে ডোবার ধারে অনন্তকাল দাড়িয়ে থাকতে রাজি কিন্তু সেই ডোবায় নেমে সেটাকে পরিষ্কার করার নুন্যতম স্বদিচ্ছাও তাদের মাঝে নাই। দুরে দাঁড়িয়ে ইহারা যখন রাজনীতি নামক পচা ডোবার চোদ্দ গুষ্টি উদ্ধার করছে তখন কেউ না কেউ সেই ডোবাতে কলা গাছের বেহাল নামিয়ে মাছ শিকারে ব্যস্ত হয়ে পড়েছে। আর যে দু এক জন লোক অপার্থিব লাভের আসায় কোঁচ মেরে ডোবা পরিষ্কারের উদ্দেশ্যে নেমে গেছে তাদের পানির নাড়ানোতে বেহালার সেই মাছ শিকারিদের ভীষণ সমস্যা হয়ে গেছে । তাদের হাতের বর্ষা মাছের পিঠে পড়ার আগেই সেই দু এক জনের পিঠে পড়ে গেল যারা অপার্থিব লাভের আশায় ডোবায় নেমেছিল। রক্তে বারি লাল হয়ে গেল। হায়েনা শিকারি বিকৃত হাঁসিতে ফেটে পড়লো। ডোবার পাশে দাঁড়ানো অকর্মণ্য মানুষগুলো অর্থহীন আলোচনা মেতে উঠলো । কেউ বলল দেখ দেখ বললাম না রাজনীতি একটা নষ্ট ডোবা। এখানে মানুষ যায়! আবার কেউ কেউ অতি সুশীল হয়ে গেল। আরে ভাই তুমি ডোবা পরিষ্কার কর ভালো কথা কিন্তু পানি নাড়াও কেন? মাছ ধরাতে বাধা দাও কেন? ডোবার সব মাছ গুলো ধরা হয়ে গেলে তাদের ফেলে যাওয়া বেহালা পচে পানিকে আরো কালো করে তুল্যও। মৃত দেহ গুলোও ভেসে উঠলো। কালো পানির আড়ালে তাদের ঠিক মানুষ বলে মনে হয়নি। তাদের অধিকার নিয়ে কেউ আর কোন শব্দ করে নি। তারা যে উদ্দেশ্যে নেমেছিল তারা তো সফল হয়ে গেল। দিনে দিনে বাড়িতেছে দেনা- আর তাইতো শিকারি নামক বিষধর সর্পের ভয়ে এখন হাজারো তেলাপোকা ঝিমিয়ে ঝিমিয়ে পাড়ি দিচ্ছে জীবনের এবেলা থেকে অবেলা। কিন্তু এরা আজও ডোবা পরিষ্কারের গুরুত্ব বোঝেনি।

বিষয়: বিবিধ

১২৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File