আপডেট : মিসর

লিখেছেন লিখেছেন জুবায়ের ২৬ জুলাই, ২০১৩, ১২:২২:১৩ দুপুর

মিসরের জনগণের প্রতি পাল্টাপাল্টি আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক : মিসরে দুইপক্ষই সেনাবাহিনী এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টমোহাম্মদ মুরসির দল মুসলিম ব্রাদারহুড শুক্রবার জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছে। দুটি পক্ষ তাদের আবেদনের সমর্থনে আবেগপ্রবণ বক্তব্য তুলে ধরে বিবৃতিও দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

মোহাম্মদ মুরসির পক্ষে মুসলিম ব্রাদারহুডের বিবৃতিতে দেশটিতে ইসলাম রক্ষার জন্য তাদের শান্তিপূর্ণ বিক্ষোভে জনগণকে অংশ নিতে বলা হয়েছে।

অন্যদিকে মুরসি এবং ব্রাদারহুডের সমর্থকদের সন্ত্রাসী আখ্যা দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে রাজপথে নামতে বলেছে।

মিসরে সামরিক অভ্যুত্থানের নেতা এবং সেনাপ্রধান জেনারেল আব্দুল ফাত্তাহ আল সিসি সহিংসতা এবং সন্ত্রাস মোকাবেলায় শুক্রবার রাজপথে নামার জন্য জনগণকেযে ডাক দিয়েছেন তার সমর্থনে সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিও দেয়া হয়েছে। সেই বিবৃতিতে একইদিন রাজপথে অবস্থান নিয়ে জনগণকে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বলা হয়েছে।

দেশটির তৃণমূল পর্যায়ের আন্দোলন তামারদের সমর্থকদেরও সেনা প্রধানের ডাকে সমাবেশে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে।

কোনো দেশে সেনাবাহিনীর পক্ষ থেকে জনগণকে রাজপথে নামার আহ্বান জানানোর ঘটনা ব্যতিক্রমী বলে বিশ্লেষকদের অনেকেই বলছেন।

অন্যদিকে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে পুনর্বহালের দাবিতে মুসলিম ব্রাদারহুডের পক্ষ থেকে শুক্রবার শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে অংশ নিতেজনগণকে আহ্বান জানানো হয়েছে।

এই বিক্ষোভের সমর্থনে বিবৃতি দিয়ে দলটি বলেছে,নির্বাচিত প্রেসিডেন্টকেক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী মিসরের মানুষের অধিকার এবং ইসলামকে ধ্বংসের কাজে নেমেছে। এর বিরুদ্ধে শক্তঅবস্থান নিয়ে দাঁড়ানো ছাড়া তাদের সামনে বিকল্পকিছু নেই।

মিসরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ৩ জুলাইসেনাবাহিনী ক্ষমতাচ্যুত করে।

প্রেসিডেন্ট মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেমিসরের পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়েছে এবং সহিংসতা বেড়েই চলেছে বলেবলা হচ্ছে।

বিষয়: আন্তর্জাতিক

৭৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File