এখন দায়িত্ব বি এন পির

লিখেছেন লিখেছেন বাংলার আবাবিল ০৫ জানুয়ারি, ২০১৪, ০৮:৫৬:৪৭ রাত

ভোটাররা তাদের মূল্যবান মতামত প্রয়োগ করেছে

যে ঢাকাতেও ১৮ দল আন্দোলন চাঙ্গা করতে ব্যর্থ হয়েছে সেখানেও কিন্তু শান্তিপ্রিয় জনগণ ক্ষমতাসীনদের ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

এই মতামতকে যদি ১৮ দলীয় জোটের বৃহৎ দল মূল্যায়ন করতে ব্যর্থ হয় তাহলে আমরা কিন্তু আজীবনই চোরাবালিতেই নিমজ্জিত থাকব ।

সম্ভবত এই ফলাফলে ক্ষমতাসীনরা আরো বেশি আগ্রাসী ও হিংস্র হয়ে উঠবে কেননা তারা বুঝে গেছে জনগণ তাদেরকে আর চাইনা ।

এমতাবস্থায় ঢাকাতে গণবিস্ফোরণ ঘটাতে না পারলে, জনগণ ভোট কেন্দ্রে যায়নি বলে আমরা যে মিচকি হাসি হাসছি তা আজীবনের জন্য কান্নায় রূপ নেবে ।

তাই এখনই বলিষ্ঠ সিদ্ধান্ত নিতে হবে এবং গণআন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে, দরকার হলে রাতের মধ্যেই ঢাকার বর্তমান সকল নিস্ক্রিয় কমিটি ভেঙ্গে দিয়ে তরুণ জনপ্রিয় নেতাদের দায়িত্ব দিতে হবে ।

মনে রাখতে দেশের সিংহভাগ জনগণ এই জালিম সরকারের কাছ থেকে মুক্তি চাই আর এই মুক্তি সংগ্রামে অন্যতম সিপাহসালার হিসেবে বি এন পি কে দেখতে চাই,জনগণের এই আবেগ অনুভূতিকে যদি বি এন পি বুঝতে ব্যর্থ হয়ে তারাও কিন্তু আস্তাকূড়ে নিক্ষিপ্ত হবে ।

বি এন পি নেতাদের বিগত দিনের আন্দোলনের ফলাফল যথেষ্ট হতাশাব্যঞ্জক ও হাস্যকর তারা আন্দোলনের থেকে আলোচনা ও বিদেশী সহায়তার উপর বেশি নির্ভরশীল ছিল যার ফলাফল কি তা সকলেই অবগত নিজে কামাই করতে না পারলে আজীবন কেউ বসে বসে খাওয়াবে না, এটা জনগণ বুঝলেও বি এন পি নেতারা বুঝতে চরমভাবে ব্যর্থ।

চলমান আন্দোলন অনেকটাই জামায়াত শিবির নির্ভর হয়ে আছে এটা বি এন পির মত বৃহৎ দলের জন্য কোন অবস্থাতেই সুখকর নয় খেয়াল করা দরকার জাপা ও জামায়াত এক জিনিস নয়, জামায়াত একটি সুশৃংখল কর্মী বাহিনী নির্ভর সংগঠন তারা তাদের এজেন্ডাকেই সর্বোচ্চ গুরুত্ব দিবে এটাই স্বভাবিক, জামায়াত মহা দূর্যোগে আছে সেহেতু বি এন পির সারা জীবন কামলা খাটবে এই মানসিকতাই কিন্তু বি এন পির বর্তমান অবস্থার অন্যতম কারণ ।

পরিশেষে আশাকরি ঘুম ভাঙ্গবে বি এন পির

গর্জে উঠবে সমগ্র বাংলাদেশ

বাংলাদেশ জিন্দাবাদ

গণতন্ত্র মুক্তি পাক

বিষয়: বিবিধ

১৬১৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159432
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৬
হতভাগা লিখেছেন : বিএনপির খেল শেষ । সপ্তাহ খানেকের মধ্যেই বেগম সাহেবাকে আটক করা হবে । ফলে দলটির আর কিছুই থাকবে না ।
159434
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৭
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ পিলাচ
159439
০৫ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৯
159484
০৬ জানুয়ারি ২০১৪ রাত ০২:১৩
মহি১১মাসুম লিখেছেন : আন্দোলনমুখী রাজনৈতিক দলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ন হচ্ছে দলের আদর্শিক চেতনা,মেধা,শৃংখলা ও ত্যাগের মানুসিকতা।
এর কোনটাই বিএনপির নাই। কোটি কোটি নেতাকর্মী আছে সত্য। তবে দলের সুনির্দিৃষ্ট আদর্শ নাই-এরা ভীন্ন ভীন্ন মানুসিকতার মানুষ লাভ লোভের হিসেব মিলাতে বিএনপিতে অবস্থান নিয়েছে,এটাকে দল না বলে ক্লাব বলতে পারেন।
খালেদা জিয়ার নেতৃত্বের মেধা খুবই দূর্বল। লিখিত বক্তব্য পাঠ করে রাষ্ট্র শাসন সম্ভব। কিন্তু ক্রাইসিস মোকাবেলা সম্ভব নয়। দুঃখিত,দল পরিপাটি করার চাইতে উনি পোষাক-আষাক ও চুল পরিপাটিতে বেশী মনোযোগী।
ত্যাগের চর্চার চাইতে দলটির ভোগের চর্চা বেশী।
আপনি বিএনপির কাছে দূর্বার আন্দোলন কামনা করেছেন। সম্ভব নয়। নেতারা পালিয়ে পালিয়ে নিজস্ব ব্যবসা তদারকী করছেন। দল তদারকীতে রিজভী ছাড়া চোখে পড়ার মত কেউ নেই।।
সরি অনেক বেশী বেশী সমালোচনার জন্য।।
২২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৬
133702
বাংলার আবাবিল লিখেছেন : সহমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File