সিলেকশনে ১৫৪ এম পি !
লিখেছেন লিখেছেন বাংলার আবাবিল ১৫ ডিসেম্বর, ২০১৩, ১০:৩৮:৪৪ রাত
তোমরা যারা আওয়ামী লীগ ও চেতনাধারী
বুকে হাত দিয়ে বলতো দেখি
দেশের অন্যতম প্রাচীন দল
বাংলাদেশ আওয়ামী লীগ
এই দলটি বর্তমান সময়ে যে বিপদের মুখোমুখি হয়েছে
তা কি তার জন্মের পর থেকে কোন সময়ে হয়েছে ?
একজন দাম্ভিক স্বেচ্ছাচারী হীনমনস্ক মহিলার কারণে
তোমাদের দল ও গোটা দেশ আজ খাদের কিনারে !
দেশের এই বেহাল দশা কেন হল কার জন্য হল
এটা কি ঠান্ডা মাথায় রঙ্গীন চশমা বিহীন
একবারও উপলদ্ধি করছো ?
তোমরাও এদেশের সন্তান
বিরোধী দল ও জামাত শিবিরের কর্মীরাও
এদেশের মাটি ও আলো বাতাসেই বেড়ে উঠেছে
হয়তোবা তারা তোমারই ভাই বা আপনজন
ভেবে দেখো এবং সিদ্ধান্ত নাও
রক্তে মাংসে সকলেই গড়া
বিবেককে জাগ্রত করো
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন