গতানুগতিক ধারার আন্দোলন ও তার ফলাফল

লিখেছেন লিখেছেন বাংলার আবাবিল ০৬ নভেম্বর, ২০১৩, ১০:৫৭:১৮ রাত

১৮ দলীয় ঐক্যজোট ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দূর্ণীতি জেল জুলুম গুম হত্যার বিরুদ্ধে রাজপথে সভা সমাবেশ করে তাদের দাবী দাওয়া পেশ করে আসছে সাথে সাথে হরতালের মত কর্মসূচীও পালন করেছে। কিন্তু বর্তমান সরকার তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য একক সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে (যদিও নির্বাচনী মেনিফেষ্টোতো উল্লেখ ছিল না তত্বাবধায়ক সরকার বাতিল করা হবে) ইতিপূর্বেই সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্বাবধায়ক সরকার বাতিল করেছে। বিরোধী দল উক্ত পঞ্চদশ সংশোধনী মেনে নিতে পারেনি এবং তা দেশের শান্তিপ্রিয় জনগণও মেনে নেয়নি কেননা ক্ষমতাসীন দল একদিকে সংবিধান সংশোধন করেছে তাদের গায়ের জোরে সাথে সাথে তারা দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে দলীয়করণের শেষ সীমায় নিয়ে গেছে। আইন আদালত তাদের ইশারায় চলছে যার দৃষ্টান্ত দেশের জনগণ ইতিমধ্যেই পেয়ে গেছে। এমতাবস্থায় ক্ষমতাসীনদের অধীনে নির্বাচনে গেলে তার ফলাফল কি হবে তা সকলেই অনুমান করতে পারছে। ১৮ দলীয় জোট তাদের প্রতিবাদ গণতান্ত্রিক ধারায় যেভাবে করা দরকার তা করে যাচ্ছে কিন্তু সরকার তার একগুয়েমি বজায় রেখেছে । দেশের জনগণ এই সরকারের কাছ থেকে পরিত্রাণ চাই আর এ কারণেই ১৮ দলীয় জোটকে আন্দোলনের গতানুগতিক ধারা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে কেননা বিরোধী জোট হয়তো জনগণের কথা ভেবে এর থেকে কঠোর আন্দোলন করছে না কিন্তু ২/৩ দিন করে হরতাল দিলেও তো ক্ষতি হচ্ছে তার থেকে অর্নিদিষ্টকালের জন্য হরতাল বা অসহযোগ আন্দোলনের ডাক দিলে সরকারের উপর চাপটা বেশি হবে এবং সমাধানের জন্য এগিয়ে আসবে । একারণে ১৮ দলীয় জোট নেতাদেরকে নতুন করে ভাবতে হবে আন্দোলনের পূর্ণাঙ্গ রুপরেখা তৈরী করতে হবে এবং ঝাপিয়ে পড়তে হবে এটা করবো ঐটা করবো করতে করতে দিন পার করে দিলে হবেনা । এখন পর্যন্ত বিরোধী জোদের আন্দোলনের ফলাফল অনেকটাই শূন্য

অতএব আন্দোলনের রোডম্যাপ তৈরী করুন এবং তা বাস্তবায়ন করুন জনগণকে এমন খুচিয়ে খুচিয়ে মেরেন না । আপনারা যে জুজু বিড়ালের ভয়ে থাকতেছেন সেটা পরিহার করুন।

বিষয়: বিবিধ

১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File