জামায়াতের নিবন্ধন বাতিল ও আওয়মী লীগের লাভ ক্ষতি

লিখেছেন লিখেছেন বাংলার আবাবিল ০৪ আগস্ট, ২০১৩, ১২:২৩:০৬ রাত

গত ১লা আগষ্ট হাইকোর্টের এক দ্বিধাবিভক্ত রায়ের মাধ্যমে নির্বাচন কমিশন কতৃক প্রদত্ত জামায়াতের বিন্ধন বাতিল ঘোষনা করা হয়েছে। আমার প্রশ্ন হল নিবন্ধন দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের তারা নিশ্চয় তা পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে তা প্রদান করেছে এবং নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এই রায়ের মাধ্যমে একটি সাংবিধানিক প্রতিষ্টানকে অবজ্ঞা করা হল তার অর্থ সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হল। আমার আলচ্য বিষয়ে আসি এই রায় কার্যকরী হলে জামায়াত তার নিজস্ব প্রতিক ও নাম নিয়ে নির্বাচন করতে পারবে না আর এটা হলে কি জামায়াতের কোন একটি ভোট ও কি আওয়ামী লীগের বাক্সে যাবে? তা নিশ্চয় না । আর তাহলে কেন এমন হঠকারিতা ? আমার মনে হয় আওয়ামী লীগের ঘাড়ে সওয়ার বামপন্থীদের সন্তুষ্টির জন্যই এমনটি করা হয়েছে। আমরা নিশ্চয় অবগত আছি জামায়াতের চেয়ে বামপন্থী সকল দলের ভোট বিশী নয় এমন কি চার ভাগের এক ভাগ ও নয়, সারাদেশে জামায়ত যে আসনে প্রাথী দেয়না সেই আসনেও ১০ হাজার ভোট আছে কিন্তু বামদের তা কিন্তু নাই, তাহলে আওয়ামী লীগ নিশ্চয় ভূল ও আত্বঘাতি কর্মে জড়িয়ে পড়ছে তা বলার অপেক্ষা রাখে না।

বিষয়: বিবিধ

১৩৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File