গণমাধ্যমের স্বাধীনতা ও মাহমুদুর রহমানের ৩ দিনের রিমান্ড।

লিখেছেন লিখেছেন বাংলার আবাবিল ২৭ জুলাই, ২০১৩, ১০:৪৫:৩৬ রাত

গত কয়েকদিন আগেই ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিককে প্রহারের অপরাধে সরকার দলীয় সংসদ সদস্য জনাব গোলাম মওলা রনির জামিন আদেশ বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে এর মাধ্যমে সরকার জনগণকে বোঝাতে চেয়েছেন তারা গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বসী। আসলে কি তাই ? আমার বিবেচ্য বিষয় মামুদুর রহমানের তিন দিনের রিমান্ড, যে মামলায় জনাব মাহমুদুর রহমানের তিন দিনের রিমান্ড মন্জুর করা হয়েছে তা হল, তার নেতৃত্বে হেফাজত কর্মীরা শাহবাগের গণজাগরণ মঞ্চে হামলা করা হয়েছিল। বাস্তবে কিন্তু তিনি তখন আমার দেশ পত্রিকা কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন তাহলে বিষয়টা কেমন হল ? সরকার যদি সত্যিই গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী হবেন তাহলে আজকে আমারদেশ পত্রিকা সহ দিগন্ত টিভি ও ইসলামিক টিভি বন্ধ কেন ? আসলে বর্তমান সরকার জনগণকে শাক দিয়ে মাছ ঢাকার মত কাহিনী ঘটাচ্ছেন তবে জনগণ যে তাদের সকল ফন্দি ফিকির ধরে ফেলছেন তা হয়তো তিনারা বুঝতে পারছেন না অথবা বুঝেও না বোঝার ভান করছেন। প্রকৃত অর্থে সরকারের সকল ধান্দাবাজী জনগণ ধরে ফেলেছে যার কারনেই গত পাঁচটি সিটি নির্বাচনে সরকার দলীয় প্রার্থী ধরাশয়ী হয়েছেন । এরপরও সরকার তাঁর একগুয়েমি কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। সরকারের উচিত হবে এমন আত্বঘাতি কার্যকলাপ পরিহার করা গণমাধ্যমের প্রকৃত স্বাধীনতা ফিরিয়ে দেওয়া সাময়িক স্বার্থে বিরোধী মত ও পথকে অত্যাচার অনাচার পরিহার করা।

বিষয়: বিবিধ

১০৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File