গাধার সামনে মূলাঝুলানোর কাহিনী এবং ইন্ডিয়ার 'গাধা তত্ত্ব'" ও বাংলাদেশি গাধা মহোদয়।
লিখেছেন লিখেছেন হুতুম আকন্দ ২৬ জুলাই, ২০১৩, ১১:২২:০৬ সকাল
'গাধাদের দুর্গম পাহাড়ে কিংবা মরু অঞ্চলে ভারী বোঝা বহন করার কাজে ব্যবহার করা হয়। গাধা একটানা অনেক সময় বোঝা বহন করতে পারে। অন্য প্রাণীর থেকে গাধা অনেক বেশি পরিশ্রম করে এবং ঝামেলা কম করে বলে মানুষ এদের দিয়ে জিনিসপত্র বহন করার কাজে বেশি বেশি ব্যবহার করে। কিন্তু মাঝে মাঝে দূরত্ব বেশি হলে কিংবা বোঝা বেশি হলে,তারা
একটু অপারগতা প্রকাশ করে,বা যেতে চায় না। তখন লাঠিতে 'মূলা' বেঁধে তাদের মাথার সামনে ঝুলিয়ে দেওয়া হয়। তখন গাধা মনে করে,এইতো আর একটু গেলেই হয়ত মূলাটা সে খেতে পারবে। কিন্তু হায়,সে মুলার নাগাল কখন পায় না। এইটা হল "গাধার সামনে মূলাঝুলান কাহিনী"।
মূলা-০১:
সাড়ে ৪ বছর আগে আম্লিগ ক্ষমতায় আইসা গর্বে গর্ভবতী হয়ে, বলে ছিল,"তিস্তা চুক্তি এই সরকারের আমলেই হবে। ৪-৫ আগে মনমোহন শিং এসে বলেছিল,এই গর্ভের 'তিস্তা চুক্তি' নামের শিশুকে ভুমিষ্ট করা হবে'। কিন্তু মমতার মমতাময়ীতায় স্পর্শে সেই প্রেগন্যানসি অকালেই মিস্কারেজ হয়ে গেল । গাধাদের সামনে আবার মূলা ঝুলাল তাদের ইন্ডিয়ান
বাপেরা!! "হাসিনার আগামী ভারত সফরে তিস্তা চুক্তি।"মূলা দেখিয়া আবার এই আবাল গাধাদের চোখ চকচক করিয়া উঠিল। আফচুস...বড়ই আফচুস...
মূলা-০২:
"বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ত্রিপুরায় পালাটানায় স্থাপিত তাপবিদ্যুত্ কেন্দ্রের ৭২৬ মেগাওয়াট ক্ষমতার প্রথম ইউনিটের উদ্বোধন করে বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তবে বাংলাদেশকে প্রতিশ্রুত বিদ্যুত্ দেয়ার ব্যাপারে তিনি কোনো কথা বলেননি। আশুগঞ্জে ট্রান্সশিপমেন্ট চালুর মধ্য দিয়ে ভারতকে সে সুযোগ দেয় বাংলাদেশ। একইসঙ্গে ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহারেরও সুযোগ দেয়া হয়।"
মূলা-০৩:
ট্রানজিট নামের মুলা।এই মূলা দেখিয়া তো হাসিনার দালাল উপদেষ্টারা মূলার জন্যে উৎফুল্ল হইয়া গেল।তারা বাংলাদেশের রাস্তাঘাট,সমুদ্রবন্দর, নৌ বন্দর সবই অকাতরে তাদের দিয়ে দিল। "বিনিময়ে মাসুল নেওয়া নাকি অভদ্রতা-অসৌজ্যতা "- তাইতো কহিল এক উপদেষ্টা
এইভাবে গাধার মত,বাংলাদেশের সামনে ভারত 'গাধা তত্ত্বের' মূলা ঝুলিয়ে তাদের সব স্বার্থ সিদ্ধ করতিছে।বিনিময়ে ভারত কখনই বাংলাদেশকে কিছু দিবে না।
তিস্তা নদীতে বাধ দিয়ে তোরা তাদের যাওয়ার রাস্তা বানিয়ে দিলি,ট্রানজিট ফাইনাল করলি,সীমান্তে হত্যা করলে চুপ থাকিস,ইন্ডিয়া গিয়া কি চুক্তি কইরা আসলি,জানালি না।কিন্তু তোদের দাদা বিনিময়ে তোরে কি দিল।??!!
কিন্তু হায় আফসোস এই গাধারা বোকার রাজ্জ্যেই থেকে গেলা। যারা ভারত প্রেমী আছে,তাদেরবলতে চাই,সারাজীবন গাধাই থাকবেন,ইন্ডিয়ার কাছে থেকে কিছুই পাবেন না। এই কিছু দিন ধৈর্য্য ধরেন,দেখবেন ক্ষমতা না থাকলে,ওই দাদারা কিভাবে আপনাদের ডাস্টবিনে used সেনেটারি নেপকিনের মত ছুরে ফেলে । After all এই গাধারা গুলাকে
তো এখন তাদের দাদা-দিদিরা সেনেটারি নেপকিনের হিসাবেই তো ব্যবহার করতিছে।
বিষয়: রাজনীতি
১২৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন