জন্মই যাদের আজন্ম পাপ
লিখেছেন লিখেছেন হুতুম আকন্দ ২৫ জুলাই, ২০১৩, ১১:৫৮:১৪ সকাল
গতকালকে ব্রিটিশ রাজ পরিবারে নতুন একজন শিশুর জন্ম হল।
মিডিয়াতে তোলপাড়,লক্ষ লক্ষ মানুষে উৎসুক দৃষ্টি,উহঃ ...কি যে excitation !!কারো কারো রাতের ঘুম হারাম হওয়ার জোগার।
এই শিশুর সাথে বস্তিতে কাল কলিমুদ্দিনের পোলা জন্ম নিল। পোলা দেখতে কেমন হইছে? বলতেই,কলিমুদ্দিনের বলল,"দেখতে এক্কেরে রাজপুতের লাহান হইছে"।
তাদের মধ্যে কি পার্থক্য,সেটা খুব জানতে ইচ্ছা করে। রাজকীয় ঐ পোলা কি খুব উর্বর মস্তিষ্ক নিয়া জন্মাইছে,তাই সে বেশি বুদ্ধিমান? নাকি সে জন্মের সাথে সাথেই অতিব বুদ্ধিমান কোন গ্রহের মানব হয়ে গেল !!
আচ্ছা এক কাজ করলে কেমন হয়,কলিমুদ্দিনের পোলার সাথে ঐ রাজকীয় পোলারে পাল্টাইয়া দিলে কেমন হবে ? ২৫ বছর পরে হয়ত দেখা যাবে, রাজকীয় ঐ পোলা কলিমুদ্দিনের বস্তিতির ভাঙ্গা ঘরের কোনে গাঁজা খেয়ে বেঘোরে ঘুমাচ্ছে। আর বস্তির পোলা সবার টপ এন্ড হট কাঙ্ক্ষিত পাত্র,গায়ে পারফিউম লাগিয়ে ঘুরে বেরাচ্ছে।মিডিয়া/গার্লস
সব তার পিছে পিছে ক্ষুদার্থ শার্দূলের ছুটতেছে।
আমরা কেউ কোন দুর্বলতা নিয়ে জন্মাইনা। আল্লাহ সবাইকে সব কিছুই সমান দেন। দেশ/পরিবেশ/ব্যক্তি/সিস্টেম আমাদের পঙ্গু করে রাখে। আমাদের বিকশিত হতে দেয় না। আজকে ৫৫% কোটা দিয়ে আমাদের মেধাকে পঙ্গু বানিয়ে দিয়েছে তারা। আর ৪৫% এর মধ্যেও তারা হিংস্র থাবা বসিয়ে আমাদের মন বলকে টুকরো টুকরো করে দিচ্ছে
প্রতিনিয়ত।এই অন্যায়ের প্রতিবাদ করার অধিকার টুকুও আমাদের কাছে থেকে হরন করে নিচ্ছে ঐ নেকড়ের দলেরা। ঘৃণা জানাই তোদের। ধিক্কার জানাই তোদের।এই অভিশপ্ত অভিশাপে জ্বলে পুড়ে খাক হয়ে যাবি।
বিষয়: বিবিধ
১০১৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন