উদারনৈতিক গনতন্ত্রঃ স্বাধীনতার মূল চাবি =========================
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৮ নভেম্বর, ২০১৪, ০১:১১:৪২ রাত
গণতন্ত্র মানে কি শাসন ব্যবস্থা? উত্তর যদি বলি অংশত সত্য। তাহলে কি বলবেন? আচ্ছা চায়না কি অগণতান্ত্রিক দেশ? আমি আপনি বললেও চায়না তা বলে না। তাহলে গণতন্ত্র মানে কি শুধু নির্বাচন ব্যবস্থা? উত্তর না। প্রকৃতপক্ষে গণতন্ত্র একদিকে যেমন নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের পদ্ধতি আবার জনগনের হাতে ক্ষমতার চাবি কাঠি রাখার মেকানিজম। গনতন্ত্র মূলত একটা সংস্কৃতি যা মানুষের প্রকৃত স্বতন্ত্রতার স্বীকৃতির ভিতর দিয়ে গড়ে উঠা সবার শাসন পদ্ধতি।
তাহলে প্রশ্ন হল পৃথিবীতে গনতন্ত্রের সর্বোচ্চ শিখরে কি কোন দেশ পৌছেছে?
উত্তরঃ আসলেই না। গনতন্ত্রের মূল সুর হল উদারনৈতিক চেতনার ধারন, তা প্রতিষ্ঠার জন্য নিরন্তর প্রচেষ্টা। নাগরিক, রাষ্ট্র, মিডিয়া, সংসদ, বিচার, প্রশাসন সবাই এই স্পিরিটের আলোকে চলবে। রাষ্ট্র একটা ছোট ব্যারিয়ার ছাড়া কখনই মানুষের 'ব্যক্তি স্বতন্ত্রতার' উপর হস্তক্ষেপ করতে পারেনা। প্রকৃত পক্ষে মানুষের সমষ্টি হল সমাজ আর সমাজের বৃহত্তর রুপ হল রাষ্ট্র। মানুষ তার প্রয়োজনেই সমাজ তৈরী করে। তাহলে মূল ইউনিট হল মানুষ। তাহলে বোঝা যাচ্ছে মানুষের জন্য সমাজের তৈরী এবং রাস্ট্রের উদ্ভব। এখন যে সমাজ আর যে রাষ্ট্র মানুষের স্বতন্ত্রতাকে দমন করতে চায় সেটা মানা মানুষের কি আবশ্যক? অবশ্য মানুষ একটা আইনবদ্ধ থাকে কিন্তু আইনের বেসিক হল কোন আইন মানুষের মৌলিক মানবাধিকার অস্বীকার করতে পারে না বা ক্ষমতা রাখে না।
উদারনৈতিক ধারনার মূল চরিত্র হল
১। সংখ্যাগরিষ্টের শাসন কিন্তু রাষ্ট্র সকল নাগরিকের প্রতিনিধিত্ব করতে হবে
২। প্রতিনিধিত্বশীল গণতন্ত্র
৩। ধারাবাহিক নির্বাচন এবং ভোটারদের চয়েজের নিশ্চয়তা বিধান।
৪। বাক স্বাধীনতা সর্বত্র নিশ্চিত করন। ব্যক্তি, সংগঠন, মিডিয়ার সর্বত্র।
৫। দল, সংগঠন করার স্বাধীনতা এবং তার স্বাধীনতা সংরক্ষনের নিশ্চয়তা।
৬। সকল ক্ষেত্রে প্লুরালিজম বা বহুত্বের সং রক্ষন।
৭। সকল ধর্মীয় স্বাধীনতা।
৮। সর্বক্ষেত্রে সাম্য বা সুজোগের সমতা প্রচেষ্টা।
৯। আইনের প্রকৃত শাসন
১০। মানুষের সকল অর্থনৈতিক কাজের স্বাধীনতা নিশ্চিত করন।
১১। সকল ধরনের মাইনরিটির অধিকার সংরক্ষন এবং প্রমোট করা।
১২। আইন, বিচার এবং শাসন বিভাগের সুসমন্বয়ে গঠিত সংবিধান
১৩। সরকার হবে ক্ষুদ্র ব্যক্তি এবং বেসরকারী উদ্যোগ হবে বৃহৎ।
এই গুলি আমরা কমবেশি সবাই জানি কিন্তু আগে আমরা কতটা ধারন করি? কতটা নিজেদের অধিকার নিয়ে সচেতন?
এখন সেক্ষত্রে যারা এই স্পিরিটের বাইরে কথা বলে বা অবস্থান করে তারা কি গণতান্ত্রিক? মানবতাবাদী?
(চলবে)
বিষয়: বিবিধ
৩৩৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন