লুটপাটের শেষ কোথায় ?
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ১৩ নভেম্বর, ২০১৪, ০৭:৪৮:১৩ সন্ধ্যা
২০০ বছরের বৃটিশ শাসন যারা উপভোগ করেছিল, দালালী করেছিল তারা শিক্ষা,দীক্ষা এবং অর্থনৈতিক ভাবে স্বচ্ছল হয়ে এক নব্য ধনীক জমিদার শ্রেনী তৈরী করেছিল। আমরা তাদের এখনো পুজা করি, তাদের কি কোন ক্ষতি হয়েছে?
ইতিহাস এবং বাস্তবতা বলে না... বরং তাদের অত্যাচার, অবিচার, শোষন আমাদের ৭১ ইস্যু দিয়ে ভুলিয়ে দেয়া হয়েছে...
আজ যারা আলীগ শাসনকে উপভোগ করছে, দালালী করছে তাদের ভিতরও একদল নব্য ধনীক শ্রেনী তৈরী হচ্ছে। ব্যাংক লুট, শেয়ার মার্কেট লুট, ভূমি দখল,
টেন্ডার বাজি, ছিনতাই, চাঁদা, ভিওআইপি ব্যবসা, লাইসেন্স ব্যবসা, স্টক ব্যবসা, চোরাকারবারী, ড্রাগ ব্যবসা,পর্ন ব্যবসা ইত্যাদির মাধ্যমেও একদল হটাৎ তেল চকচকে শ্রেনী তৈরী হচ্ছে। আমরাও এক প্রকার তাদেরকে পূজা করছি। কারন আমাদের একটা অংশও আগে একইভাবে হটাৎ বড়লোক হয়েছে।
আবার সরকার আসবে বা যাবে কিন্তু এই লুটপাটের কোন বিচার হবেনা, সবাই মিলে মিশে যাবে, লুটপাটের শুধু মানুষ বদলাবে কিন্তু গোপন কন্টাক্ট থাকবেই।
এই অসুস্থ, ব্যক্তিত্বহীন, বিকৃত রুচি, লুটপাটকারী ধনিক শ্রেনী সৃষ্টির অবিরাম প্রচেষ্টা এবং সমর্থনের যে ধারা চলছে তার কোন শেষ নেই।
এই শ্রেনীই রাজনীতি, ব্যবসা, সংস্কৃতি এবং সভ্যতা নিয়ন্ত্রন করছে।
তাহলে সুশাসন, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে?
কিভাবে বিশ্বাসীদের মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে?
কিভাবে সুস্থ সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হবে?
কিভাবে সমানাধিকার বাস্তবায়ন হবে?
--- তিনশত বছরের শোষন এবং তার ফলে গড়ে উঠা বিকৃত ধনীক শ্রেনী থেকে মুক্তির সঠিক পথ কোথায়...??!!!
বিষয়: বিবিধ
১২৭৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার চাচা জানের সাথে একমত ।
মন্তব্য করতে লগইন করুন