পারিবারিক মূল্যবোধঃ অমূল্য সম্পদ =========================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ০১:১০:৩২ রাত



# বাংলাদেশের পরিবার গুলির বন্ধন অসাধারন এক নিদর্শন।

# প্রতিটা পরিবারের বেড়ে উঠা এবং শিক্ষা-দীক্ষার পিছনে রয়েছে পারিবারিক মূল্যবোধের গভীর প্রভাব। মুলত বাড়ীর কর্তা বা বড় কেউ'এ গাইড লাইন, স্যক্রিফাইসের ভিতর দিইয়ে একটা পরিবার শিক্ষা এবং অর্থনৈতিক উন্নয়নের কারিগর হয়ে আছেন।

# পাশ্চাত্য দেশ সমূহ এই পারিবারিক বন্ধন এবং মুল্যবোধকে হারিয়ে ফেলেছে অনেকাংশেই, তারাও এক ধরনের হাহাকার বোধ করে এই মূল্যবোধ প্রত্যাবর্তনে।

# ইসলাম এবং প্রাচ্যের মূল্যবান সম্পদ এটা।

# দেশে বিবাহ বিচ্ছেদ, ড্রাগ গ্রহনের হার এবং এক্সট্রা ম্যারিটিয়াল সম্পর্ক আশংকাজনক ভাবে বিস্তার করছে যা আমাদের শাস্বত জীবন ব্যবস্থার প্রতি হুমকি স্বরুপ।

# পাশ্চাত্য সভ্যতার বিকৃত অনুসরন, ধর্মীয় বিশ্বাসের অগভীরতা, সেক্যুলারিজম,

স্টার জলসা-জি বাংলা সহ বিভিন্ন মিডিয়ার প্রভাব এবং দূর্নীতি প্রবনতা এর জন্য দায়ী।

----- এই অমূল্য সম্পদ রক্ষায় ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিকভাবে আসুন আমরা সচেতন হই।

বিষয়: বিবিধ

১৩১৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261447
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:১৩
নোমান২৯ লিখেছেন :
----- এই অমূল্য সম্পদ রক্ষায় ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিকভাবে আসুন আমরা সচেতন হই|সহমত ভাইয়া| Good Luck Rose
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০১:৪০
205309
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : ধন্যবাদ ভাইয়া
261491
০৪ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৩০
আবু সাইফ লিখেছেন : জাযাকাল্লাহ...

এজন্য ব্যাপক ক্যাম্পেইন দরকার
১৪ অক্টোবর ২০১৪ রাত ১২:১২
218009
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : হুম
261510
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:০৭
কাহাফ লিখেছেন : এর জন্যে সবাই কে সম্মিলিত ভাবে প্রচেষ্টা চালাতে হবে, আল্লাহ তাওফিক দান করুন.....।
১৪ অক্টোবর ২০১৪ রাত ১২:১২
218008
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : ধন্যবাদ
261541
০৪ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৮:৩৮
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ। মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
১৪ অক্টোবর ২০১৪ রাত ১২:১২
218007
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : আমিন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File