দেশটা চলছে দয়ার উপর
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৯ আগস্ট, ২০১৪, ০২:৪৯:১০ দুপুর
# প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে আমাদের দয়া করছেন
# মন্ত্রী-এমপিরা স্বনির্বাচিত হয়ে আমাদের দয়া করছেন
# আমলারা আমাদের দুই-একটা কাজ ঘুষের বিনিময়ে করে দিয়ে মনে হয় দয়া করছেন
# রাজউকে বৈধ কাজ করতে গেলে মনে হয় ঘুষের বিনিময়ে কাজ করে দিয়েও আমাদের দয়া করছেন, আর প্লট পেলে মনে হয় তার বাপ-দাদার জমি দিচ্ছেন দয়া করে ।
# ব্যবসায়ীরা মনে হয় শিল্প কারখানা করে ব্যবসা করছেন না দয়া করছেন আমাদের।
# রক্ত চোষা গার্মেন্ট মালিকরাও শ্রমিকদের দয়া করছেন
# ডাক্তাররা দয়া করে আমাদের দেখছেন আর শত কোটি টাকার মালিক হচ্ছেন, ডাক্তারি পড়েই আসলে তিনি দয়া করেছেন।
# ব্যাংক লোন মনে হয় আপনাকে দয়া করেই দিচ্ছে ব্যাংকাররা ভাব দেখে মনে হয় বাপ-দাদার টাকা দিচ্ছেন দয়া করে।
# শিক্ষকরা ছাত্রদের পড়াচ্ছেন দয়া করে
# দয়া করছেন বাড়ীওয়ালারা অবৈধ টাকায় বাড়ি বানিয়ে ভাড়া দিয়ে ইনকাম করে
# সিএনজি-রিক্সাওয়ালারা দয়া করেন তার বাহনে বেশী ভাড়ায় উঠিয়ে......
এইভাবে,
সমগ্র দেশের সবাই এক দয়ার সংস্কৃতিতে ভাসছে।
দয়া পাচ্ছে মূলত কৃষক এবং প্রবাসীরা......
অদ্ভুত, দয়ার সংস্কৃতির ভিতর ভয়াবহ দূর্নীতিপ্রবনতা!
বিষয়: বিবিধ
১২৩১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন