ফিলিস্থিনঃ ডন্ট মাইন্ড প্লিজ ---------------------------------

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ১১ জুলাই, ২০১৪, ০১:৪৬:৪৩ রাত

সেই শৈশব থেকেই ফিলিস্থিন, ইয়াসির আরাফাতের নাম শুনছি, মসজিদে দোয়া হচ্ছে, মিছিল হচ্ছে প্রতিবাদী... আসলে যেখানে ছিলাম তার চেয়ে আরো খারাপ হচ্ছে সিচ্যুয়েশন। দোয়া, প্রতিবাদ আর কত করবো?

তাহলে কি যুদ্ধ?

আসলে যুদ্ধের আগেই তুমি হেরে আছ হে মুসলিম, তুমি কি তা ভেবেছো??

১। মিশরে আর্মিকে ক্ষমতায় এনেছ তোমরা আবার ইসরাইলের বন্ধু সিসিকে করেছ প্রেসিডেন্ট

২। সিরিয়া, ইরাক কে তুমি শেষ করে দিচ্ছ তোমার ক্ষমতালিপ্সার কারনে।

৩। সৌদি, আমিরাত, কুয়েতে অঘোষিত ইসরাইলী পরামর্শক শাসন চালাচ্ছ।

৪। তোমার কোন সামরিক শক্তি নাই।

৫। তুমি নিজেদের মারামারিতে এক্সপার্ট এবং আগ্রহী। ফিলিস্থিন তোমাদের কাছে ধুড়ছাই।

৬। বিজ্ঞান-প্রযুক্তি শিক্ষা কে তুমি দুরে ঠেলে দিয়েছো।

৭। তুমি আক্বীদার ক্ষুদ্র মতপার্থক্য নিয়ে বাহাসে লিপ্ত কিন্তু বিজ্ঞান তোমার কাছে পরিত্যাজ্য।

৮। তুমি ইসরাইল নির্ভর তোমার তেল ছাড়া কোন সম্পদ নাই।

৯। তোমার ওআইসি শেখদের তেল মর্দনে ব্যস্ত আর শেখরা ইসরাইলের পাচাটায় ব্যস্ত।

১০। তোমার নাই অর্থনৈতিক অবরোধ দেবার ক্ষমতা।

১১। তোমাদের নাই কোন একতাবদ্ধতা।

তাহলে,

লজিক্যালি কি আছে তোমার হাতে?

কিসের বড়াই কর তুমি?

কিসের খালেস মুসলিম তুমি যে আল্লাহ্‌ তোমাকে হেল্প করবে?

সবই ইমোশনাল... আর কি বোর্ডের যুদ্ধ।

দোয়া, কিবোর্ড যুদ্ধের যদি প্রয়োজন হয় ১০% তাহলে,

সাথে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামরিক সক্ষমতা প্রয়োজন হবে ৯০%।

সরি ,

ফিলিস্থিনী সাহসী তরুণ...

তার পরেও স্যালুট তোমাদের !!!!

বিষয়: বিবিধ

১২১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

243627
১১ জুলাই ২০১৪ রাত ০২:০৩
গ্রামের পথে পথে লিখেছেন : কাঁন্নাকাটি থামান। সবার আগে শিক্ষা জ্ঞান, বিজ্ঞান অর্জন করে নিজের পায়ে দাড়াতে শিখুন। হামাসের উস্কানীমুলক রকেট নিক্ষেপ করে কোন কাজ হবে না।
১১ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
189386
মনসুর আহামেদ লিখেছেন : @গ্রামের পথে পথে,খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু
মরুর মুসাফির
পরীবানু ,সততার আলো
অশ্বথমা
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী
সততার আলো সকাল সন্ধ্যা
এই নেরিকুত্তার এত নিক ।
243700
১১ জুলাই ২০১৪ সকাল ০৫:১১
সাদাচোখে লিখেছেন : আপনার বিশ্লেষনটি আমরা শুনে আসছি বছরের পর বছর। আর এ বিশ্লেষনটি আমাদের শুনতে হয়েছে স্যেকুলার ধ্যানধারনার আবর্তে, স্যেকুলার নলেজ এর আওতায়।

পৃথিবীর ইতিহাসে ইব্রাহীম আঃ এর ধর্মের নামে ইসরাইল প্রতিষ্ঠিত হল, এতবড় একটি ধর্মীয় বিষয় পৃথিবীতে আছড়ে পড়লো আমরা কোনদিন চেষ্টা করলাম না কোরআন ও হাদীসের আলোকে বুঝতে কেন এটা হল? অথচ কোরআন পড়ছি, হাদীস পড়ছি - যেখানে বলা হয়েছে পরিষ্কারভাবে 'কোরআন উন্মতে মহাম্মদীর জন্য সকল প্রশ্ন ও সিচ্যুয়েশানকে ব্যাখ্যা করে, কোরআনের মাধ্যমে যুদ্ধের মত একটা বিষয়কে ইভেন ফেইস করতে বলেছে'। কিন্তু সে কোরআনের আলোকে আমরা দেখিনি কেন ইসরাইল ঐ ভূখন্ডে এলো - যেখানে আল্লাহ নিজে বলেছেন ইয়াহুদীদেরকে উনি পবিত্র ভূমি থেকে বিতাড়িত করেছেন দুইবার এবং সেই ইয়াহুদীরা পবিত্র ভূমিতে আবারো এলে এবং রাহাজানী কিংবা ফ্যাসাদ করলে উনি তাদেরকে আরো কঠিন শাস্তি দেবেন। যেখানে মোহাম্মদ সঃ আমাদের বলেছেন মুসলিমরা ইয়াহুদীদেরকে নিধন করবে - এবং গাছ ও পাথর ও মুসলিমদেরকে ডেকে ডেকে ইয়াহুদীদেরকে হত্যা করতে বলবে।

সেখানে কেন আমাদের ওলামা ও লিডারশীপ আমাদেরকে কোরান ও হাদীস এর আলোকে বিশ্লেষন দিচ্ছেন না? স্যেকুলার বিশ্লেষন তো লিটারেলী জুদায়ো খৃষ্টানদের সহায়ক একটা কৌশল।

Surah Al-Anbiya
And there is a ban upon any community which We have destroyed: that they shall not return. (95) Until, when Gog and Magog are let loose, and they hasten out of every mound, (96)

আমরা কি সত্যিকারের ট্রান্সেলেশানে গেলে এমনটা পাবোনা

Surah Al-Anbiya
And there is a ban upon a community (ইমপ্লাইড বনী ইসরাইল) which We have destroyed: that they shall not return (পবিত্র ভূমি / হলি ল্যান্ড)। (95) Until, when Gog and Magog (খাযারস তথা ভেজাল জিয়ুস - যারা বনী ইসরাইল নয়) are let loose, and they hasten out of every mound, (96) (এবং বনী ইসরাইলদেরকে পবিত্রভূমিতে জড়ো করেনি)?

কেন তাহলে আমাদের স্কলার রা রিসার্চ করছেন না কোরান ও হাদীসে এবং কেন তারা আমাদের মত সাধারন মানুষের কষ্ট দুর করতে কাজ করছেন না?

কেন তারা যারা কাজ করছেন রিসার্স করছেন তাকে ছুড়ে ফেলে দিচ্ছেন?
১২ জুলাই ২০১৪ রাত ১২:৪৯
189479
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : thnx.. your question is first but you should not delete my question...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File