যুদ্ধাপরাধী মামলার বিনিময়ে জাতিকে যা দিতে হচ্ছে এবং হবে ====================================

লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৪ জুন, ২০১৪, ১১:৪০:০৮ সকাল



ফ্যাসিবাদ, সমাজতন্ত্র, জঙ্গলতন্ত্র, দূর্নীতিতন্ত্র কোন যুক্তি মানেনা...

তারা আবেগ দিয়ে মানুষকে শাসন করতে চায়।

বাংলাদেশে ঠিক এই মতবাদগুলি চাপিয়ে দেয়া হচ্ছে যুদ্ধঅপরাধ নামক

রুপকথাময়-কল্পিত স্যালাইনের মাধ্যমে। জাতিকে যে মূল্য দিতে হচ্ছে---

# বিচারবিভাগ, সেনাবাহিনী, র‍্যাব, বিডিআরকে ধ্বংশ করে দেয়া।

# ভারতের চিরস্থায়ী বন্দবস্তের মত চিরস্থায়ী দাসত্বের পাকাপোক্ত করন।

# মুসলিম ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে কবর দেয়া।

# ভয়াবহ দলীয়করন, গোপালীকরন, বামকরন এবং রামকরনের মাধ্যমে প্রশাসনকে মানুষের নির্যাতনের হাতিয়ার করা।

# জোড় করে অবৈধভাবে ক্ষমতায় থাকা

# সমস্থ নির্বাচন ব্যবস্থাকে চুড়মার করে ভেঙে ফেলা

# দূর্নীতি, ব্যাংক লুট, কমিশন বানিজ্য, ১০ গুনে সরকারী ক্রয়, টেন্ডারবাজির মাধ্যমে অর্থনীতির মেরুদন্ড ভেঙে ফেলা

# আন্তর্জাতিক সম্পর্ককে ভুটানের মত ভারতের পদনস্থ করা।

# অর্থপাচারের মাধ্যমে দেশকে ফোকলা বানিয়ে ফেলা

# গুম, খুন, গনগ্রেফতার, ধর্ষনের মাধ্যমে জাতিকে অভিশপ্ত করা......

# জিয়া পরিবার এবং আলেম সমাজকে শেষ করে দেবার পরিকল্পনা

# জামায়াত এবং হেফাজতকে ধ্বংশ করা

# ইয়াবা, ফেন্সিডিলের মাধ্যমে যুব সমাজকে শেষ করা

# নগ্নতা, বেহায়য়াপনা, অস্লীলতাকে অবাধে প্রমোট করা...

সব কিছুকেই জায়েজ করা হচ্ছে স্বকল্পিত, স্বরচিত যুদ্ধাপরাধী মামলার দূর্বল স্ক্রিপ্টের চিত্রায়নের মাধ্যমে...

আমরা এমনই এক জাতি,

যারা সব দেখছে কিন্তু দুই বেলা খেতে পেরেই সুখী হয়ে বিছানাই যাচ্ছি...

আমাদের ভবিষ্যৎ কি আমরা তা চিন্তা করছি??

শুধু নিজের পেট নয় ছেলে সন্তান নিয়েও চিন্তা করুন......!!!

বিষয়: বিবিধ

১১৪০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238270
২৪ জুন ২০১৪ দুপুর ১২:০১
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : চিন্তার বিষয় !
১১ জুলাই ২০১৪ রাত ০১:১২
189252
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : thnx
238276
২৪ জুন ২০১৪ দুপুর ১২:২৬
পারভেজ লিখেছেন : আপনার ল্যাম্পপোষ্টে ধারুন একটা বিলবোর্ড ঝুলিয়েছেন। কিন্তু আপনার এ ভাবনার মতো করে আমরা ভাবতে শিখিনি। আপনি যথার্থ বলেছেন- কোথায় কে কি করছে সেটা আমাদের দেখার বিষয় না। আমরা দুবেলা পেট ভরে খেতে পারছি কি না, এটাই মুল ব্যাপার। ছেলে সন্তার সেটা তাদের টা তারাই করে নেবে।

ধন্যবাদ ভাই- এ জাতীর আচরণে কষ্ট নিবেন না। এটাতো আমাদের উত্তোরাধিকার সূত্রে পাওয়া।
১১ জুলাই ২০১৪ রাত ০১:১১
189248
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : ;Winking
238303
২৪ জুন ২০১৪ দুপুর ০১:২৩
সন্ধাতারা লিখেছেন : Very nice post we have to think it over.
১১ জুলাই ২০১৪ রাত ০১:১১
189249
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : Worried
238328
২৪ জুন ২০১৪ দুপুর ০৩:২০
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : Thinking Thinking Thinking Thinking Thinking Thinking অনেক চিন্তার বিষয় .।।
১১ জুলাই ২০১৪ রাত ০১:১১
189250
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : thnx
238446
২৪ জুন ২০১৪ রাত ০৮:২১
কাজি সাকিব লিখেছেন : যুদ্ধাপরাধ বিচার নামক একটি সস্তা বিলবোর্ডই এ জাতিকে সবচাইতে বেশি পিছিয়ে দিয়েছে,নিজেদের ভ্রাতৃত্বকে করেছে সবচাইতে বেশি দ্বন্দময়!
১১ জুলাই ২০১৪ রাত ০১:১২
189251
ভাবনার ল্যাম্পপোস্ট লিখেছেন : Straight Face
243621
১১ জুলাই ২০১৪ রাত ০১:৩৪
নিশা৩ লিখেছেন : ধর্মপ্রান ভাল মানুষদের জেলে আটকে রেখে আর নীতিবিবর্জিতদের আস্কারা দিয়ে মাথায় তুলে ভালর আশা? এমন অন্ধত্ব কোনদিন আমাদের জন্য শান্তি আনবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File