যুদ্ধাপরাধী মামলার বিনিময়ে জাতিকে যা দিতে হচ্ছে এবং হবে ====================================
লিখেছেন লিখেছেন ভাবনার ল্যাম্পপোস্ট ২৪ জুন, ২০১৪, ১১:৪০:০৮ সকাল
ফ্যাসিবাদ, সমাজতন্ত্র, জঙ্গলতন্ত্র, দূর্নীতিতন্ত্র কোন যুক্তি মানেনা...
তারা আবেগ দিয়ে মানুষকে শাসন করতে চায়।
বাংলাদেশে ঠিক এই মতবাদগুলি চাপিয়ে দেয়া হচ্ছে যুদ্ধঅপরাধ নামক
রুপকথাময়-কল্পিত স্যালাইনের মাধ্যমে। জাতিকে যে মূল্য দিতে হচ্ছে---
# বিচারবিভাগ, সেনাবাহিনী, র্যাব, বিডিআরকে ধ্বংশ করে দেয়া।
# ভারতের চিরস্থায়ী বন্দবস্তের মত চিরস্থায়ী দাসত্বের পাকাপোক্ত করন।
# মুসলিম ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে কবর দেয়া।
# ভয়াবহ দলীয়করন, গোপালীকরন, বামকরন এবং রামকরনের মাধ্যমে প্রশাসনকে মানুষের নির্যাতনের হাতিয়ার করা।
# জোড় করে অবৈধভাবে ক্ষমতায় থাকা
# সমস্থ নির্বাচন ব্যবস্থাকে চুড়মার করে ভেঙে ফেলা
# দূর্নীতি, ব্যাংক লুট, কমিশন বানিজ্য, ১০ গুনে সরকারী ক্রয়, টেন্ডারবাজির মাধ্যমে অর্থনীতির মেরুদন্ড ভেঙে ফেলা
# আন্তর্জাতিক সম্পর্ককে ভুটানের মত ভারতের পদনস্থ করা।
# অর্থপাচারের মাধ্যমে দেশকে ফোকলা বানিয়ে ফেলা
# গুম, খুন, গনগ্রেফতার, ধর্ষনের মাধ্যমে জাতিকে অভিশপ্ত করা......
# জিয়া পরিবার এবং আলেম সমাজকে শেষ করে দেবার পরিকল্পনা
# জামায়াত এবং হেফাজতকে ধ্বংশ করা
# ইয়াবা, ফেন্সিডিলের মাধ্যমে যুব সমাজকে শেষ করা
# নগ্নতা, বেহায়য়াপনা, অস্লীলতাকে অবাধে প্রমোট করা...
সব কিছুকেই জায়েজ করা হচ্ছে স্বকল্পিত, স্বরচিত যুদ্ধাপরাধী মামলার দূর্বল স্ক্রিপ্টের চিত্রায়নের মাধ্যমে...
আমরা এমনই এক জাতি,
যারা সব দেখছে কিন্তু দুই বেলা খেতে পেরেই সুখী হয়ে বিছানাই যাচ্ছি...
আমাদের ভবিষ্যৎ কি আমরা তা চিন্তা করছি??
শুধু নিজের পেট নয় ছেলে সন্তান নিয়েও চিন্তা করুন......!!!
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ ভাই- এ জাতীর আচরণে কষ্ট নিবেন না। এটাতো আমাদের উত্তোরাধিকার সূত্রে পাওয়া।
মন্তব্য করতে লগইন করুন